মুম্বই : লকডাউন উঠে যাওয়ার পর 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির শুটিং শুরু করেছেন আলিয়া ভাট । তাড়াতাড়ি শুটিং শেষ করার জন্য দিনরাত পরিশ্রম করছেন তিনি । প্রায় প্রতিদিন রাত করে বাড়ি ফিরছেন ।
আর দিনের পর দিন এই অনিয়ম করেই অসুস্থ হয়ে পড়েন আলিয়া । হজমের সমস্যা আর বমি বমি ভাব হতে থাকে তাঁর । তাই সময় নষ্ট না করে হাসপাতালে ভরতি হয়ে যান তিনি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
রবিবার অর্থাৎ 17 জানুয়ারির ঘটনা এটি । ডাক্তারদের তত্ত্বাবধানে পুরো দিনটা হাসপাতালে থাকেন আলিয়া । তবে সেদিনই সুস্থ হয়ে বাড়িও ফিরে যান অভিনেত্রী । শুধু তাই নয়, পরদিনই আবার 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র সেটে দেখা যায় তাঁকে ।
সঞ্জয়লীলা বনসালী পরিচালিত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে গাঙ্গুবাঈয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া । পুরো ছবির গুরুভার তাঁরই উপর । তাই চাপটা তাঁরই সবচেয়ে বেশি । সুস্থ তো থাকতেই হবে আলিয়াকে ।