ETV Bharat / sitara

ভিড়ে ঠাসা মেট্রোয় সুপারস্টার অক্ষয়

অক্ষয় কুমার পারেনও বটে! মুম্বইয়ের ভিড়ে ঠাসা মেট্রোয় চেপে তিনি ট্র্য়াভেল করলেন স্বচ্ছন্দে।

Akshay Kumar Metro
author img

By

Published : Sep 18, 2019, 11:00 PM IST

মুম্বই : স্টার হয়ে যাওয়ার পর অনেকেই আর পিছনে ফিরে তাকান না। ভুলে যান নিজের রুটকে। কিন্তু, অক্ষয় কুমার একেবারেই সেরকম নন। আরও একবার প্রমাণ করলেন সেটাই। ভিড়ে ঠাসা মেট্রোয় তিনি ট্র্যাভেল করলেন স্বচ্ছন্দে। শুধু তাই নয়, ভিডিয়ো রেকর্ডও করলেন হাসতে হাসতে।

ভারসোভা থেকে ঘাটকোপার অবধি ট্র্যাভেল করলেন অক্ষয়। এক পরিচালকের অনুরোধে হঠাৎ করেই মেট্রোয় চেপে পড়েন তিনি। প্রথম একটু দ্বিধাবোধ করেছিলেন, তবে একবার ট্রেনে চাপার পর উধাও সব সংশয়। একেবারে "বস"'-এর মতো করেই 2 ঘণ্টার রাস্তা 20 মিনিটে কভার করেন অক্ষয়, নিজেই লিখেছেন তিনি।

Akshay Kumar Metro
মেট্রোর দৃশ্য...

টুপি পরে মেট্রোর এক কোণে বসে ভিডিয়োটি রেকর্ড করেছেন অক্ষয়। কেউ কেউ চিনতে পারলেও , অন্যরা হয়তো বিশ্বাসই করতে পারেননি যে এমনটা হতে পারে। সঙ্গে দু'জন বডিগার্ড নিয়েছিলেন যদিও, তবুও তাঁর মতো করে আর কোনও স্টার এই রিস্ক নিতে পারবেন কিনা সন্দেহ।

দেখে নিন ভিডিয়োয়..

মুম্বই : স্টার হয়ে যাওয়ার পর অনেকেই আর পিছনে ফিরে তাকান না। ভুলে যান নিজের রুটকে। কিন্তু, অক্ষয় কুমার একেবারেই সেরকম নন। আরও একবার প্রমাণ করলেন সেটাই। ভিড়ে ঠাসা মেট্রোয় তিনি ট্র্যাভেল করলেন স্বচ্ছন্দে। শুধু তাই নয়, ভিডিয়ো রেকর্ডও করলেন হাসতে হাসতে।

ভারসোভা থেকে ঘাটকোপার অবধি ট্র্যাভেল করলেন অক্ষয়। এক পরিচালকের অনুরোধে হঠাৎ করেই মেট্রোয় চেপে পড়েন তিনি। প্রথম একটু দ্বিধাবোধ করেছিলেন, তবে একবার ট্রেনে চাপার পর উধাও সব সংশয়। একেবারে "বস"'-এর মতো করেই 2 ঘণ্টার রাস্তা 20 মিনিটে কভার করেন অক্ষয়, নিজেই লিখেছেন তিনি।

Akshay Kumar Metro
মেট্রোর দৃশ্য...

টুপি পরে মেট্রোর এক কোণে বসে ভিডিয়োটি রেকর্ড করেছেন অক্ষয়। কেউ কেউ চিনতে পারলেও , অন্যরা হয়তো বিশ্বাসই করতে পারেননি যে এমনটা হতে পারে। সঙ্গে দু'জন বডিগার্ড নিয়েছিলেন যদিও, তবুও তাঁর মতো করে আর কোনও স্টার এই রিস্ক নিতে পারবেন কিনা সন্দেহ।

দেখে নিন ভিডিয়োয়..

Intro:Body:

ভিড়ে ঠাসা মেট্রোয় সুপারস্টার অক্ষয়



অক্ষয় কুমার পারেনও বটে! মুম্বইয়ের ভিড়ে ঠাসা মেট্রোয় চেপে তিনি ট্র্য়াভেল করলেন স্বচ্ছন্দে।



মুম্বই : স্টার হয়ে যাওয়ার পর অনেকেই আর পিছনে ফিরে তাকান না। ভুলে যান নিজের রুটকে। কিন্তু, অক্ষয় কুমার একেবারেই সেরকম নন। আরও একবার প্রমাণ করলেন সেটাই। ভিড়ে ঠাসা মেট্রোয় তিনি ট্র্যাভেল করলেন স্বচ্ছন্দে। শুধু তাই নয়, ভিডিয়ো রেকর্ডও করলেন হাসতে হাসতে।



ভারসোভা থেকে ঘাটকোপার অবধি ট্র্যাভেল করলেন অক্ষয়। এক পরিচালকের অনুরোধে হঠাৎ করেই মেট্রোয় চেপে পড়েন তিনি। প্রথম একটু দ্বিধাবোধ করেছিলেন, তবে একবার ট্রেনে চাপার পর উধাও সব সংশয়। একেবারে 'বস'-এর মতো করেই 2 ঘণ্টার রাস্তা 20 মিনিটে কভার করেন অক্ষয়, নিজেই লিখেছেন তিনি।



টুপি পরে মেট্রোর এক কোণে বসে ভিডিয়োটি রেরর্ড করেছেন অক্ষয়। কেউ কেউ চিনতে পারলেও , অন্যরা হয়তো বিশ্বাসই করতে পারেননি যে এমনটা হতে পারে। সঙ্গে দু'জন বডিগার্ড নিয়েছিলেন যদিও, তবুও তাঁর মতো করে আর কোনও স্টার এই রিস্ক নিতে পারবেন কিনা সন্দেহ।



দেখে নিন ভিডিয়োয়...




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.