ETV Bharat / sitara

জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের ধন্যবাদ জানালেন আমির খান - covid 19 lockdown

টুইটারে আমির লেখেন, "চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মী, মহারাষ্ট্র পুলিশ, মহারাষ্ট্র প্রশাসন, BMC এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকল কর্মীরা এই সংকটের সময় যে কাজ করে চলেছে তা সত্যিই প্রশংসার যোগ্য । ধন্যবাদ ।"

sdf
sdf
author img

By

Published : Apr 11, 2020, 3:21 PM IST

মুম্বই : কোরোনা সংক্রমণ ও লকডাউনের মাঝেই মানুষকে জরুরি পরিষেবা দিয়ে চলেছেন অনেকে । তাঁদের মধ্যে রয়েছেন চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, পুলিশ কর্মীরা । এবার তাঁদের ধন্যবাদ জানালেন আমির খান । স্বাস্থ্যকর্মী, মহারাষ্ট্র পুলিশ ও প্রশাসনকে টুইটারে ধন্যবাদ জানান তিনি ।

টুইটারে তিনি লেখেন, "চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মী, মহারাষ্ট্র পুলিশ, মহারাষ্ট্র প্রশাসন, BMC এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকল কর্মীরা এই সংকটের সময় যে কাজ করে চলেছে তা সত্যিই প্রশংসার যোগ্য । ধন্যবাদ ।"

এর আগে অন্য তারকাদের মতো তিনিও পিএমি কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন । তাঁর পরবর্তী ছবি লাল সিং চাড্ডার সঙ্গ যুক্ত সব জুনিয়র টেকনিশিয়নদেরও সাহায্য করেছেন ।

দেশে যখন কোরোনার সংক্রমণ শুরু হয়েছে তখন তিনি অমৃতসরে লাল সিং চাড্ডার শুটিংয়ে ব্যস্ত ছিলেন । এরপরই বলিউডে সব ধরনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । আর তার কয়েকদিন পরই দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বর্তমানে মুম্বইয়ে পরিবারের সঙ্গে কোয়ারান্টাইনে রয়েছেন আমির খান ।

'লাল সিং চাড্ডা' 1994 সালে টম হ্যাঙ্কস অভিনীত 'ফরেস্ট গাম্প'-এর রিমেক । এই ছবিতে আমির খানের পাশাপাশি দেখা যাবে করিনা কাপুরকেও ।

মুম্বই : কোরোনা সংক্রমণ ও লকডাউনের মাঝেই মানুষকে জরুরি পরিষেবা দিয়ে চলেছেন অনেকে । তাঁদের মধ্যে রয়েছেন চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, পুলিশ কর্মীরা । এবার তাঁদের ধন্যবাদ জানালেন আমির খান । স্বাস্থ্যকর্মী, মহারাষ্ট্র পুলিশ ও প্রশাসনকে টুইটারে ধন্যবাদ জানান তিনি ।

টুইটারে তিনি লেখেন, "চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মী, মহারাষ্ট্র পুলিশ, মহারাষ্ট্র প্রশাসন, BMC এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকল কর্মীরা এই সংকটের সময় যে কাজ করে চলেছে তা সত্যিই প্রশংসার যোগ্য । ধন্যবাদ ।"

এর আগে অন্য তারকাদের মতো তিনিও পিএমি কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন । তাঁর পরবর্তী ছবি লাল সিং চাড্ডার সঙ্গ যুক্ত সব জুনিয়র টেকনিশিয়নদেরও সাহায্য করেছেন ।

দেশে যখন কোরোনার সংক্রমণ শুরু হয়েছে তখন তিনি অমৃতসরে লাল সিং চাড্ডার শুটিংয়ে ব্যস্ত ছিলেন । এরপরই বলিউডে সব ধরনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । আর তার কয়েকদিন পরই দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বর্তমানে মুম্বইয়ে পরিবারের সঙ্গে কোয়ারান্টাইনে রয়েছেন আমির খান ।

'লাল সিং চাড্ডা' 1994 সালে টম হ্যাঙ্কস অভিনীত 'ফরেস্ট গাম্প'-এর রিমেক । এই ছবিতে আমির খানের পাশাপাশি দেখা যাবে করিনা কাপুরকেও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.