ETV Bharat / jagte-raho

ঠাকুরপুকুরে চায়ের দোকানে খুন

আজ সকালে ঠাকুরপুকুরে চায়ের দোকান থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয় । তাঁর নাম গৌতম ঘোষ । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ৷ কেউ গ্রেপ্তার হয়নি ।

death
author img

By

Published : Oct 23, 2019, 10:35 PM IST

কলকাতা, 23 অক্টোবর : ঠাকুরপুকুরের একটি চায়ের দোকান থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ ৷ আজ সকালে সাড়ে 6টায় তাঁর রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা ৷ পুলিশ সূত্রে খবর, মৃতের নাম গৌতম ঘোষ ৷


গৌতম পেশায় রিক্সাচালক ছিলেন ৷ তাঁর বাড়ি ঠাকুরপুকুরের মুকুন্দদাস পল্লীতে । স্থানীয় সূত্রে খবর, নিয়মিত মদ্যপান করতেন তিনি ৷ চায়ের দোকানটির পাশেই প্রায় মদ্যপ অবস্থায় দেখা যেত তাঁকে ৷

আজ সকাল সাড়ে 6টায় স্থানীয়রা দেখেন দোকানের সামনে জায়গাটি রক্তে ভেসে যাচ্ছে ৷ রক্তের ছিটে লেগেছে দোকানের দেওয়ালেও ৷ পড়ে রয়েছে গৌতমের রক্তাক্ত দেহ ৷ ঠাকুরপুকুর থানায় খবর দেন স্থানীয়রা ৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ৷

thakurpukur
ঘটনাস্থানো পৌঁছায় ফরেনসিক দল

ময়নাতদন্তে পাঠানো হয় মৃতদেহ ৷ ঘটনাস্থানে পৌঁছায় কলকাতা পুলিশের হোমিসাইড শাখা । পরে ফরেনসিক দল ঘটনাস্থানে যায় ৷ ফরেনসিক টিমের আধিকারিক ওয়াসিম রাজা বলেন, " প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে এখানেই খুন করা হয়েছে ওই ব্যক্তিকে । আমরা কয়েকটি জিনিসপত্র পেয়েছি । অনেক সিগারেটের টুকরো পড়েছিল । ছিল মদের বোতলও । এইগুলো তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে । "

তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, নেশার আসরে বচসার জেরে খুন করা হয়েছে গৌতমকে । গৌতমের সঙ্গে কারা নিয়মিত মদ্যপান করতেন তা খতিয়ে দেখা হচ্ছে ।

কলকাতা, 23 অক্টোবর : ঠাকুরপুকুরের একটি চায়ের দোকান থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ ৷ আজ সকালে সাড়ে 6টায় তাঁর রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা ৷ পুলিশ সূত্রে খবর, মৃতের নাম গৌতম ঘোষ ৷


গৌতম পেশায় রিক্সাচালক ছিলেন ৷ তাঁর বাড়ি ঠাকুরপুকুরের মুকুন্দদাস পল্লীতে । স্থানীয় সূত্রে খবর, নিয়মিত মদ্যপান করতেন তিনি ৷ চায়ের দোকানটির পাশেই প্রায় মদ্যপ অবস্থায় দেখা যেত তাঁকে ৷

আজ সকাল সাড়ে 6টায় স্থানীয়রা দেখেন দোকানের সামনে জায়গাটি রক্তে ভেসে যাচ্ছে ৷ রক্তের ছিটে লেগেছে দোকানের দেওয়ালেও ৷ পড়ে রয়েছে গৌতমের রক্তাক্ত দেহ ৷ ঠাকুরপুকুর থানায় খবর দেন স্থানীয়রা ৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ৷

thakurpukur
ঘটনাস্থানো পৌঁছায় ফরেনসিক দল

ময়নাতদন্তে পাঠানো হয় মৃতদেহ ৷ ঘটনাস্থানে পৌঁছায় কলকাতা পুলিশের হোমিসাইড শাখা । পরে ফরেনসিক দল ঘটনাস্থানে যায় ৷ ফরেনসিক টিমের আধিকারিক ওয়াসিম রাজা বলেন, " প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে এখানেই খুন করা হয়েছে ওই ব্যক্তিকে । আমরা কয়েকটি জিনিসপত্র পেয়েছি । অনেক সিগারেটের টুকরো পড়েছিল । ছিল মদের বোতলও । এইগুলো তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে । "

তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, নেশার আসরে বচসার জেরে খুন করা হয়েছে গৌতমকে । গৌতমের সঙ্গে কারা নিয়মিত মদ্যপান করতেন তা খতিয়ে দেখা হচ্ছে ।

Intro:কলকাতা, 23 অক্টোবর: ঠাকুরপুকুরে খুনের ঘটনা। আজ সকালে একটি চায়ের দোকানে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।Body:পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম গৌতম ঘোষ। তিনি ঠাকুরপুকুর এলাকার মুকুন্দদাস পল্লীর বাসিন্দা। গৌতম পেশায় রিকশাচালক ছিলেন। স্থানীয় সূত্রে খবর, নিয়মিত মদ্যপানের অভ্যাস ছিল তার। ওই চায়ের দোকানের আশেপাশেই রোজ মদ্যপান করতেন তিনি। আজ সকাল সাড়ে ছটা নাগাদ স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় দেখতে পায় গৌতমকে। রক্তে ভেসে যাচ্ছিল তখন চায়ের দোকানের সামনেটা। পিছনের পাঁচিলেও ছিল রক্তের ছিটে।Conclusion:দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানোর পর ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। পরে ফরেনসিক দল ঘটনাস্থলে যায়। ফরেনসিক কর্তা ওয়াসিম রাজা বলেন, “ প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে এখানেই খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। আমরা বেশ কিছু জিনিসপত্র পেয়েছি। ওখানে অনেক সিগারেটের টুকরো পড়েছিল। ছিল মদের বোতল। এগুলো তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে।" তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন নেশার আসরে বচসার জেরে এই খুন। গৌতমের সঙ্গে কারা মদ্যপান করতেন নিয়মিত তা খতিয়ে দেখা হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.