ETV Bharat / jagte-raho

নাবালককে যৌন হেনস্থা, অভিযুক্তকে গণধোলাই - police

আট-ন'মাস ধরে নাবালককে যৌন হেনস্থার অভিযোগ । অভিযুক্ত ব্য়ক্তিকে গাছে বেঁধে মারধর করল এলাকার মহিলারা ।

গাছে বেঁধে অভিযুক্তকে গণধোলাই
author img

By

Published : May 26, 2019, 9:56 PM IST

Updated : May 26, 2019, 10:28 PM IST

ক্যানিং, 26 মে : এক নাবালককে দিনের পর দিন যৌন হেনস্থার অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে । এলাকার মহিলারা তাকে গাছের সঙ্গে বেঁধে ব্যাপক মারধর করে । ঘটনাটি ক্যানিং থানার শ্মশানঘাট পাড়ার ।

অভিযুক্ত ব্যক্তি বাসুদেব বিশ্বাস (55) । গত আট মাস ধরে এক নাবালককে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । গতকাল ওই নাবালক অসুস্থ হয়ে পড়ে । তাকে প্রশ্ন করায় বিষয়টি জানতে পারে বাড়ির লোকজন । পরে সেই খবর যায় গ্রামবাসীদের কাছে । তারা আজ সকালে বাসুদেবকে গাছে বেঁধে মারধর শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ । ওই নাবালকের বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে বাসুদেবকে আটক করা হয় ।

গাছে বেঁধে অভিযুক্তকে গণধোলাই

নির্যাতিতর মা বলেন, "আমি কাজের জন্য সকালে বেরিয়ে যাই । রাত 9 টার পর বাড়ি ফিরি । আজ দেখি ছেলে বিছানা থেকে উঠতে পারছে না । ছেলেকে জিজ্ঞাসা করায় বিষয়টি জানতে পারি । ওর মুখ চেপে ধরে জোর করে এসব করত । প্রায় আট-ন'মাস ধরে এসব করে আসছে । আমি চাই শাস্তি হোক । আর যেন কোনও ছেলেমেয়ের সঙ্গে এরকম না করতে পারে ।"

ক্যানিং, 26 মে : এক নাবালককে দিনের পর দিন যৌন হেনস্থার অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে । এলাকার মহিলারা তাকে গাছের সঙ্গে বেঁধে ব্যাপক মারধর করে । ঘটনাটি ক্যানিং থানার শ্মশানঘাট পাড়ার ।

অভিযুক্ত ব্যক্তি বাসুদেব বিশ্বাস (55) । গত আট মাস ধরে এক নাবালককে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । গতকাল ওই নাবালক অসুস্থ হয়ে পড়ে । তাকে প্রশ্ন করায় বিষয়টি জানতে পারে বাড়ির লোকজন । পরে সেই খবর যায় গ্রামবাসীদের কাছে । তারা আজ সকালে বাসুদেবকে গাছে বেঁধে মারধর শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ । ওই নাবালকের বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে বাসুদেবকে আটক করা হয় ।

গাছে বেঁধে অভিযুক্তকে গণধোলাই

নির্যাতিতর মা বলেন, "আমি কাজের জন্য সকালে বেরিয়ে যাই । রাত 9 টার পর বাড়ি ফিরি । আজ দেখি ছেলে বিছানা থেকে উঠতে পারছে না । ছেলেকে জিজ্ঞাসা করায় বিষয়টি জানতে পারি । ওর মুখ চেপে ধরে জোর করে এসব করত । প্রায় আট-ন'মাস ধরে এসব করে আসছে । আমি চাই শাস্তি হোক । আর যেন কোনও ছেলেমেয়ের সঙ্গে এরকম না করতে পারে ।"

Intro:রাজ্য জুড়ে বিজেপির সাফল্য ও কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠনের জন্য রবিবার বিকেলে একটি বিজয় মিছিলের ডাক দেয় ক্যানিং ১ মণ্ডল কমিটি। অভিযোগ ক্যানিং ১ মণ্ডলের সভাপতি তাপস চট্টোপাধ্যায় রবিবার বিকেলে সকল বিজেপি কর্মীদের নিয়ে এলাকায় মিছিল করার ডাক দিয়েছিলেন। কিন্তু সেই মিছিল হওয়ার আগেই বিজেপির অন্য পক্ষ অজয় বায়েনের নেতৃত্বে এলাকায় মিছিল করে নেয়। এরপর তাপস বাবু ও দক্ষিণ ২৪ পরগণা পূর্ব জেলার বিজেপির সাধারণ সম্পাদক বাপি রায়ের নেতৃত্বে একদল বিজেপি কর্মীরা এসে অজয় বায়েন সহ তার অনুগামীদের দলীয় কার্যালয় থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে কার্যালয়ের সামনেই দুপক্ষ ধাক্কাধাক্কি শুরু করে দেয়। এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে একে অন্য পক্ষকে দোষারোপ করেছেন।Body:দুপুরের ঘটনার পর সন্ধ্যাবেলা দুই পক্ষ মুখোমুখি হয়। ক্যানিংয়ের দলীয় কার্যালয়ের সামনে টানটান উত্তেজনা থাকায় ক্যানিং থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতিতে উভয়পক্ষ সরে যায়। আপাতত দলীয় কার্যালয় বন্ধ থাকবে বলে পুলিশ সূত্রে খবর। জেলা নেতৃত্ব কাছে এই দলীয় কার্যালয় নিয়ে মীমাংসার পর সমাধান সূত্র বের হলে তবেই খোলা যাবে কার্যালয়। সন্ধ্যাবেলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।Conclusion:Intro & body তে কপি দিলাম। একটু দেখে নেবেন। লাইভ ছবি আছে।
Last Updated : May 26, 2019, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.