ETV Bharat / international

নতুন বছরের প্রথমেই বিশ্বের জনসংখ্যা 800 কোটি ছাড়িয়ে যাবে, তথ্য মার্কিন সেন্সাসের - America

World population in 2024: আগামী বছরের প্রথম দিনেই বিশ্বের জনসংখ্যা 800 কোটি পেরিয়ে যাবে, এই তথ্য দিয়েছে আমেরিকার সেন্সাস ব্যুরো ৷ তবে এই জনসংখ্যা বৃদ্ধির হার 1 শতাংশেরও কম বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
2024 সালে বিশ্বের জনসংখ্যা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 10:41 PM IST

ওয়াশিংটন, 29 ডিসেম্বর: নতুন বছর আসতে আর মাত্র দু'দিন ৷ প্রতি মুহূর্তেই বিশ্বের জনসংখ্যায় বদল হচ্ছে ৷ পৃথিবীতে জনসংখ্যা 800 কোটি ছুঁয়েছে গত বছর ৷ তারপর থেকে এ বছর পর্যন্ত জনসংখ্যা বেড়েছে 7 কোটি 50 লক্ষ ৷ এই জনসংখ্যা বৃদ্ধির হার এক শতাংশেরও কম ৷ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে আমেরিকার সেন্সাস ব্যুরো ৷

1লা জানুয়ারি জনসংখ্যা 800 কোটি পেরিয়ে যাবে ৷ আর 2024 সালের শুরুতে দুনিয়াজুড়ে জন্মের হার প্রতি সেকেন্ডে 4.3 ৷ আর সেকেন্ড 2 জনের মৃত্যু হবে বলে মনে করছে সেন্সাস ব্যুরো ৷ তবে আমেরিকায় জনসংখ্য়া বৃদ্ধির হার 0.53 শতাংশ ৷ আর এই পরিমাণ পুরো বিশ্বের হিসেবে প্রায় অর্ধেক ৷ শুধুমাত্র মার্কিন মুলুকে জনসংখ্যা বেড়েছে মাত্র 17 লক্ষ ৷ আর 2024 সালের প্রথম দিনে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের জনসংখ্য়া হবে 33.58 কোটি ৷

এইভাবে জনসংখ্যা বৃদ্ধি হতে থাকলে 2020-র দশকে আমেরিকায় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে ধীর গতিতে হবে বলে মনে করছে সেন্সাস ব্যুরো ৷ দ্য ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশেষজ্ঞ উইলিয়াম ফ্রে জানিয়েছেন, 2020 থেকে 2030 সাল পর্যন্ত সময়পর্বে জনসংখ্যা বৃদ্ধির হার 4 শতাংশেরও কম ৷ এর আগে 1930 সালে গ্রেট ডিপ্রেশনের পর এমনটা হয়েছিল ৷ তখন জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 7.3 শতাংশ ৷ এই প্রসঙ্গে ফ্রে বলেন, "হয়তো প্যানডেমিকের বছরগুলির জন্য কিছুটা কম হয়েছে ৷ তাও 7.3 শতাংশ হওয়া মুশকিল ৷"

আশা করা হচ্ছে, 2024 সালের শুরুতে আমেরিকায় প্রতি 9 সেকেন্ডে একটি শিশুর জন্ম হবে ৷ আর প্রতি 9.5 সেকেন্ডে একটি মৃত্যু ৷ তবে অভিবাসন, শরণার্থীদের কারণে আমেরিকায় এই জনসংখ্যা কখনও কম হবে না ৷ বিশ্বজুড়ে শরণার্থীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াচ্ছে ৷ মনে করা হচ্ছে, এর ফলস্বরূপ প্রতি 28.3 সেকেন্ডে আমেরিকার জনসংখ্যায় একজন করে ব্যক্তির সংখ্যা বাড়বে ৷ জন্ম, মৃত্যু, অভিবাসন, শরণার্থী সব মিলিয়ে আমেরিকায় প্রতি 24.2 সেকেন্ডে একজন করে জনসংখ্যা বৃদ্ধি পাবে ৷

আরও পড়ুন:

  1. জনসংখ্যা নিয়ন্ত্রণে নীতি তৈরির পক্ষে সওয়াল আরএসএস প্রধান ভাগবতের
  2. উন্নয়নের মাইলফলক ! আটশো কোটি ছুঁল বিশ্বের জনসংখ্যা
  3. নিরাপদ মাতৃত্ব, জনসংখ্যা নিয়ন্ত্রণ! গর্ভনিরোধ দিবসের তাৎপর্য জেনে নিন

ওয়াশিংটন, 29 ডিসেম্বর: নতুন বছর আসতে আর মাত্র দু'দিন ৷ প্রতি মুহূর্তেই বিশ্বের জনসংখ্যায় বদল হচ্ছে ৷ পৃথিবীতে জনসংখ্যা 800 কোটি ছুঁয়েছে গত বছর ৷ তারপর থেকে এ বছর পর্যন্ত জনসংখ্যা বেড়েছে 7 কোটি 50 লক্ষ ৷ এই জনসংখ্যা বৃদ্ধির হার এক শতাংশেরও কম ৷ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে আমেরিকার সেন্সাস ব্যুরো ৷

1লা জানুয়ারি জনসংখ্যা 800 কোটি পেরিয়ে যাবে ৷ আর 2024 সালের শুরুতে দুনিয়াজুড়ে জন্মের হার প্রতি সেকেন্ডে 4.3 ৷ আর সেকেন্ড 2 জনের মৃত্যু হবে বলে মনে করছে সেন্সাস ব্যুরো ৷ তবে আমেরিকায় জনসংখ্য়া বৃদ্ধির হার 0.53 শতাংশ ৷ আর এই পরিমাণ পুরো বিশ্বের হিসেবে প্রায় অর্ধেক ৷ শুধুমাত্র মার্কিন মুলুকে জনসংখ্যা বেড়েছে মাত্র 17 লক্ষ ৷ আর 2024 সালের প্রথম দিনে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের জনসংখ্য়া হবে 33.58 কোটি ৷

এইভাবে জনসংখ্যা বৃদ্ধি হতে থাকলে 2020-র দশকে আমেরিকায় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে ধীর গতিতে হবে বলে মনে করছে সেন্সাস ব্যুরো ৷ দ্য ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশেষজ্ঞ উইলিয়াম ফ্রে জানিয়েছেন, 2020 থেকে 2030 সাল পর্যন্ত সময়পর্বে জনসংখ্যা বৃদ্ধির হার 4 শতাংশেরও কম ৷ এর আগে 1930 সালে গ্রেট ডিপ্রেশনের পর এমনটা হয়েছিল ৷ তখন জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 7.3 শতাংশ ৷ এই প্রসঙ্গে ফ্রে বলেন, "হয়তো প্যানডেমিকের বছরগুলির জন্য কিছুটা কম হয়েছে ৷ তাও 7.3 শতাংশ হওয়া মুশকিল ৷"

আশা করা হচ্ছে, 2024 সালের শুরুতে আমেরিকায় প্রতি 9 সেকেন্ডে একটি শিশুর জন্ম হবে ৷ আর প্রতি 9.5 সেকেন্ডে একটি মৃত্যু ৷ তবে অভিবাসন, শরণার্থীদের কারণে আমেরিকায় এই জনসংখ্যা কখনও কম হবে না ৷ বিশ্বজুড়ে শরণার্থীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াচ্ছে ৷ মনে করা হচ্ছে, এর ফলস্বরূপ প্রতি 28.3 সেকেন্ডে আমেরিকার জনসংখ্যায় একজন করে ব্যক্তির সংখ্যা বাড়বে ৷ জন্ম, মৃত্যু, অভিবাসন, শরণার্থী সব মিলিয়ে আমেরিকায় প্রতি 24.2 সেকেন্ডে একজন করে জনসংখ্যা বৃদ্ধি পাবে ৷

আরও পড়ুন:

  1. জনসংখ্যা নিয়ন্ত্রণে নীতি তৈরির পক্ষে সওয়াল আরএসএস প্রধান ভাগবতের
  2. উন্নয়নের মাইলফলক ! আটশো কোটি ছুঁল বিশ্বের জনসংখ্যা
  3. নিরাপদ মাতৃত্ব, জনসংখ্যা নিয়ন্ত্রণ! গর্ভনিরোধ দিবসের তাৎপর্য জেনে নিন

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.