বাল্টিমোর (মার্কিন যুক্তরাষ্ট্র), 2 জুলাই: মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে পার্টি চলাকালীন গুলিবর্ষণ ৷ সেখানে আততায়ীদের এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ আহত হয়েছেন অন্তত 28 জন ৷ পুলিশ সূত্রের খবর, তাঁদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর ৷ বাল্টিমোর পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার রিচার্ড ওয়ার্লি সংবাদ সম্মেলনে বলেছেন, সেদেশের সময় অনুযায়ী রবিবার দক্ষিণ বাল্টিমোরের ব্রুকলিন হোমস এলাকায় একটি ব্লক পার্টিতে রাত সাড়ে 12টা নাগাদ গোলাগুলির বিষয়ে খবর পান ৷ খবর পাওয়ার পরই তারা ঘটনাস্থলে পৌঁছন ৷ ঘটনাস্থলে গিয়ে বন্দুকের গুলিতে আহত একাধিক মানুষকে দেখতে পান তাঁরা ৷
জানা গিয়েছে, সেখানে 'ব্রুকলিন ডে' নামক অনুষ্ঠান চলছিল ৷ তখনই আচমকা হামলাকারীরা এসে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। হামলাকারীরা অন্তত 20-30টি গুলি ছোড়ে। পুলিশের তরফে জানানো হয়েছে, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 18 বছর বয়সি এক তরুণীর। 20 বছর বয়সি আরও একজন যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রথমে 9 জন আহতকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ তারপর আহত আরও 19 জনকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তাদের মধ্য়ে বেশ কয়েকজনের আশঙ্কাজনক ৷
-
Baltimore police say two dead, 28 injured after mass shooting at housing block https://t.co/Du3LRem1RR pic.twitter.com/7zirko5eas
— Reuters (@Reuters) July 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Baltimore police say two dead, 28 injured after mass shooting at housing block https://t.co/Du3LRem1RR pic.twitter.com/7zirko5eas
— Reuters (@Reuters) July 2, 2023Baltimore police say two dead, 28 injured after mass shooting at housing block https://t.co/Du3LRem1RR pic.twitter.com/7zirko5eas
— Reuters (@Reuters) July 2, 2023
স্থানীয় মেয়র ব্র্যানডন স্কট বলেছেন, ঘটনাটি হৃদয়বিদারক। হামলাকারীর গুলিতে দু'জনের প্রাণ গিয়েছে ও বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "হামলাকারীদের শীঘ্রই খুঁজে বের করে তাদের বিচারের ব্যবস্থা হবে।" এর পাশাপাশি, হামলাকারীকে খুঁজে বের করার জন্য স্থানীয়দের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাল্টিমোর প্রশাসন ৷ বাল্টিমোর পুলিশের মুখপাত্র লিন্ডসে এলরিজ বলেন, "স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত শুরু হয়েছে ৷ এখনও পর্যন্ত গুলি চালনার ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।"
আরও পড়ুন: ধর্মবিশ্বাসে আঘাত হানায় অভিযুক্ত জসবীর সিং-এর দিকে আদালতে বন্দুক তাক করলেন আইনজীবী