ETV Bharat / international

Luna-25 Crashed: চাঁদের মাটিতে ভেঙে পড়ল রাশিয়ার মহাকাশযান লুনা 25

author img

By

Published : Aug 20, 2023, 3:18 PM IST

Updated : Aug 20, 2023, 3:38 PM IST

Russian spacecraft Luna-25 Crashed into the Moon: চাঁদে অবতরণের ঠিক আগেই চাঁদের মাটিতে ভেঙে পড়ল রাশিয়ার মহাকাশযান লুনা 25 ৷

Luna-25 Crashed
লুনা 25

মস্কো, 20 অগস্ট: রাশিয়ার মহাকাশযান লুনা-25 চাঁদের মাটিতে ভেঙে পড়ল ৷ রবিবার এ কথা জানাল রাশিয়ার মহাকাশ সংস্থা ৷ রাশিয়ার মনুষ্যবিহীন রোবট ল্যান্ডারটি অনিয়ন্ত্রিত কক্ষপথে যাওয়ার পরে ভেঙে পড়ে বলে জানিয়েছে সে দেশের মহাকাশ সংস্থা রোসকসমস ।

সোমবার চাঁদে অবতরণের কথা ছিল লুনা 25-এর ৷ তবে একেবারে শেষ মূহূর্তে নির্ধারিত কক্ষপথে পৌঁছতে না পেরে চাঁদের মাটিতে ভেঙে পড়ে রাশিয়ার মহাকাশযান ৷ 1976 সালের পর এই প্রথম চাঁদে অভিযান চালায় রাশিয়া ৷ তবে 47 বছর পরের এই প্রচেষ্টা ব্যর্থ হল ৷

রোসকসমস একটি অস্বাভাবিক পরিস্থিতির কথা জানানোর পরেই দুর্ঘটনাটি ঘটে ৷ শনিবার দুপুর 2:57 মিনিটে (1157 GMT) লুনা-25 এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে রোসকসমস জানিয়েছে ।

রাশিয়ার মহাকাশ সংস্থা বলেছে, প্রাথমিক অনুসন্ধান অনুসারে, "চাঁদের পৃষ্ঠের সঙ্গে সংঘর্ষের পরে ল্যান্ডারটির অস্তিত্ব বন্ধ হয়ে গিয়েছে ৷ 19 ও 20 অগস্ট মহাকাশযানটি সনাক্ত করতে এবং এর সঙ্গে যোগাযোগ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল, তবে তা ব্যর্থ হয়।"

মহাকাশ সংস্থা বলেছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে । তবে কী ধরনের প্রযুক্তিগত সমস্যা হয়েছিল লুনা 25-এর ক্ষেত্রে তার কোনও ইঙ্গিত দেয়নি রোসকসমস ৷ লুনা 25-এর এর মাধ্যমে মস্কো তার সোভিয়েত-যুগের লুনা প্রোগ্রামের উত্তরাধিকার গড়ে তোলার আশায় ছিল ৷

আরও পড়ুন: চাঁদের খুব কাছে ল্যান্ডার, ঠিক কখন অবতরণ ? জানাল ইসরো

800-কিলোগ্রামের লুনা-25-এর চন্দ্রের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করার কথা ছিল, যা হত ইতিহাসে প্রথম । 1989 সাল থেকে রাশিয়া কোনও মহাকাশীয় বস্তুকে চাঁদে অবতরণ করার চেষ্টা করেনি ৷ 1989 সালে মঙ্গল গ্রহের চাঁদ অন্বেষণের জন্য সোভিয়েত ইউনিয়নের ফোবোস 2 প্রোব একটি অনবোর্ড কম্পিউটারের ত্রুটির কারণে ব্যর্থ হয়েছিল ।

রসকসমসের প্রধান ইউরি বোরিসভ বলেছিলেন যে, উদ্যোগটি ঝুঁকিপূর্ণ হবে ৷ জুন মাসে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন যে, এই অভিযান সফল হওয়ার সম্ভাবনা প্রায় 70 শতাংশ ।

14 জুলাই মহাকাশে পাড়ি দিয়েছিল ভারতের চন্দ্রযান 3 ৷ তার প্রায় এক মাস পর 10 অগস্ট চাঁদের অভিমুখে পাড়ি দেয় রাশিয়ার মহাকাশযান লুনা 25 ৷ তবে সফট ল্যান্ডিং-এর ঠিক আগেই এই মহাকাশযান ভেঙে পড়ার খবর দিল পুতিনের দেশ ৷

এ দিকে, রবিবার ইসরো চন্দ্রযান 3-এর আপডেট দিয়ে টুইটে জানিয়েছে, দ্বিতীয় এবং চূড়ান্ত ডিবুস্টিং (গতি কমানোর) অপারেশন সফলভাবে এলএম-এর কক্ষপথকে 25 কিমি x 134 কিমিতে কমিয়ে এনেছে । মডিউলটি অভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যাবে এবং নির্ধারিত ল্যান্ডিং সাইটে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করবে । 23 অগস্ট, 2023 তারিখ ভারতীয় সময় 5.45-এ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে ৷

মস্কো, 20 অগস্ট: রাশিয়ার মহাকাশযান লুনা-25 চাঁদের মাটিতে ভেঙে পড়ল ৷ রবিবার এ কথা জানাল রাশিয়ার মহাকাশ সংস্থা ৷ রাশিয়ার মনুষ্যবিহীন রোবট ল্যান্ডারটি অনিয়ন্ত্রিত কক্ষপথে যাওয়ার পরে ভেঙে পড়ে বলে জানিয়েছে সে দেশের মহাকাশ সংস্থা রোসকসমস ।

সোমবার চাঁদে অবতরণের কথা ছিল লুনা 25-এর ৷ তবে একেবারে শেষ মূহূর্তে নির্ধারিত কক্ষপথে পৌঁছতে না পেরে চাঁদের মাটিতে ভেঙে পড়ে রাশিয়ার মহাকাশযান ৷ 1976 সালের পর এই প্রথম চাঁদে অভিযান চালায় রাশিয়া ৷ তবে 47 বছর পরের এই প্রচেষ্টা ব্যর্থ হল ৷

রোসকসমস একটি অস্বাভাবিক পরিস্থিতির কথা জানানোর পরেই দুর্ঘটনাটি ঘটে ৷ শনিবার দুপুর 2:57 মিনিটে (1157 GMT) লুনা-25 এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে রোসকসমস জানিয়েছে ।

রাশিয়ার মহাকাশ সংস্থা বলেছে, প্রাথমিক অনুসন্ধান অনুসারে, "চাঁদের পৃষ্ঠের সঙ্গে সংঘর্ষের পরে ল্যান্ডারটির অস্তিত্ব বন্ধ হয়ে গিয়েছে ৷ 19 ও 20 অগস্ট মহাকাশযানটি সনাক্ত করতে এবং এর সঙ্গে যোগাযোগ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল, তবে তা ব্যর্থ হয়।"

মহাকাশ সংস্থা বলেছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে । তবে কী ধরনের প্রযুক্তিগত সমস্যা হয়েছিল লুনা 25-এর ক্ষেত্রে তার কোনও ইঙ্গিত দেয়নি রোসকসমস ৷ লুনা 25-এর এর মাধ্যমে মস্কো তার সোভিয়েত-যুগের লুনা প্রোগ্রামের উত্তরাধিকার গড়ে তোলার আশায় ছিল ৷

আরও পড়ুন: চাঁদের খুব কাছে ল্যান্ডার, ঠিক কখন অবতরণ ? জানাল ইসরো

800-কিলোগ্রামের লুনা-25-এর চন্দ্রের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করার কথা ছিল, যা হত ইতিহাসে প্রথম । 1989 সাল থেকে রাশিয়া কোনও মহাকাশীয় বস্তুকে চাঁদে অবতরণ করার চেষ্টা করেনি ৷ 1989 সালে মঙ্গল গ্রহের চাঁদ অন্বেষণের জন্য সোভিয়েত ইউনিয়নের ফোবোস 2 প্রোব একটি অনবোর্ড কম্পিউটারের ত্রুটির কারণে ব্যর্থ হয়েছিল ।

রসকসমসের প্রধান ইউরি বোরিসভ বলেছিলেন যে, উদ্যোগটি ঝুঁকিপূর্ণ হবে ৷ জুন মাসে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন যে, এই অভিযান সফল হওয়ার সম্ভাবনা প্রায় 70 শতাংশ ।

14 জুলাই মহাকাশে পাড়ি দিয়েছিল ভারতের চন্দ্রযান 3 ৷ তার প্রায় এক মাস পর 10 অগস্ট চাঁদের অভিমুখে পাড়ি দেয় রাশিয়ার মহাকাশযান লুনা 25 ৷ তবে সফট ল্যান্ডিং-এর ঠিক আগেই এই মহাকাশযান ভেঙে পড়ার খবর দিল পুতিনের দেশ ৷

এ দিকে, রবিবার ইসরো চন্দ্রযান 3-এর আপডেট দিয়ে টুইটে জানিয়েছে, দ্বিতীয় এবং চূড়ান্ত ডিবুস্টিং (গতি কমানোর) অপারেশন সফলভাবে এলএম-এর কক্ষপথকে 25 কিমি x 134 কিমিতে কমিয়ে এনেছে । মডিউলটি অভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যাবে এবং নির্ধারিত ল্যান্ডিং সাইটে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করবে । 23 অগস্ট, 2023 তারিখ ভারতীয় সময় 5.45-এ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে ৷

Last Updated : Aug 20, 2023, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.