ETV Bharat / international

Pope Emeritus Benedict XVI: 95 বছর বয়সে প্রয়াত পোপ ষোড়শ বেনেডিক্ট

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পোপ ষোড়শ বেনেডিক্ট (Pope Emeritus Benedict XVI) ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 95 বছর ৷

Pope Emeritus Benedict XVI passes away at the age of 95
ফাইল ছবি ৷
author img

By

Published : Dec 31, 2022, 7:47 PM IST

ভ্যাটিক্যান সিটি, 31 ডিসেম্বর: প্রয়াত পোপ ষোড়শ বেনেডিক্ট (Pope Emeritus Benedict XVI) ৷ তাঁর বয়স হয়েছিল 95 বছর ৷ 600 বছরের ইতিহাসে এই জার্মান ধর্মতত্ত্ববিদই হলেন প্রথম ব্যক্তি, যিনি পোপের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ৷ 2013 সালে পদত্য়াগ করেন তিনি ৷ সেই ঘটনার পর ওই পদে নির্বাচিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন পোপ ফ্রান্সিস (Pope Francis) ৷ এর জেরে ভ্যাটিক্যানে এক ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয় ৷ সেখানে একইসঙ্গে দু'জন পোপ থাকতে শুরু করেন ৷

সূত্রের দাবি, পোপের দায়িত্ব নিতে নাকি কোনও দিনই রাজি ছিলেন না বেনেডিক্ট ৷ কিছুটা বাধ্য হয়েই ওই পদে আসীন হন তিনি ৷ তাঁর পরিচিতরা বলেন, বই পড়তে ভীষণ ভালোবাসতেন পোপ বেনেডিক্ট ৷ বস্তুত, তাঁকে অনেকেই বইয়ের পোকা বলে অবিহিত করেন ৷ ধর্মপ্রাণ অনুগামীদের ধর্মীয় বার্তা দেওয়ার থেকে পাহাড়ি পথে হাঁটতে অনেক বেশি ভালোবাসতেন তিনি ৷

আরও পড়ুন: ভ্যাটিকানের সংস্কার নীতি প্রকাশ পোপের, যৌন হেনস্থার বিরুদ্ধে লড়াইয়ে জোর

কার্ডিনাল জোসেফ ব়্যাটজিঙ্গার যখন পোপ হন, সেই সময় ষোড়শ বেনেডিক্ট তাঁর অত্যন্ত প্রিয় ছিলেন বলে শোনা যায় ৷ পরবর্তীতে তাঁকেও সেই একই পথের পথিক হতে হয় ৷ সূত্রের দাবি, সেই সময় পোপ ষোড়শ বেনেডিক্ট বলেছিলেন, তাঁর মনে হচ্ছে, তিনি যেন হাঁড়িকাঠে মাথা ঢুকিয়ে দিয়েছেন ! ফলে তিনি যখন পদত্যাগ করার কথা ঘোষণা করেছিলেন, তা অনেককে বিস্মিত করলেও, পোপ ষোড়শ বেনেডিক্টের কাছের মানুষরা কিন্তু খুব বেশি অবাক হননি ৷ একজন ক্যাথলিক ধর্মগুরু হিসাবে লম্বা জীবন কাটিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট ৷

পোপ ষোড়শ বেনেডিক্টের এই প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে শোকবার্তা দিয়েছেন তিনি ৷ লিখেছেন, "পোপ ষোড়শ বেনেডিক্ট প্রয়াত হয়েছেন ৷ এই খবর শুনে আমি মর্মাহত ৷ তাঁর সারা জীবনটিই তিনি চার্চের প্রতি উৎসর্গ করেছিলেন ৷ প্রভু যিশু সম্পর্কে সকলকে শিক্ষিত করে তুলতে চেয়েছিলেন তিনি ৷ সমাজের প্রতি তাঁর যে মহান অবদান, তার জন্যই পোপ ষোড়শ বেনেডিক্টকে মানুষ চিরকাল মনে রাখবে ৷"

শনিবার সকালে ভ্য়াটিক্যানের মুখপাত্র মাত্তেও ব্রুনি এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেন ৷ তাতে তিনি জানান, "আমি অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি যে আজ সকাল 9টা 34 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট ৷ ভ্যাটিক্য়ানের মাতের এক্লেসিয়া মনাস্ট্রিতে প্রয়াত হন তিনি ৷ যত দ্রুত সম্ভব, আমরা এই বিষয়ে আরও তথ্য প্রকাশ করব ৷"

ভ্যাটিক্যান সিটি, 31 ডিসেম্বর: প্রয়াত পোপ ষোড়শ বেনেডিক্ট (Pope Emeritus Benedict XVI) ৷ তাঁর বয়স হয়েছিল 95 বছর ৷ 600 বছরের ইতিহাসে এই জার্মান ধর্মতত্ত্ববিদই হলেন প্রথম ব্যক্তি, যিনি পোপের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ৷ 2013 সালে পদত্য়াগ করেন তিনি ৷ সেই ঘটনার পর ওই পদে নির্বাচিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন পোপ ফ্রান্সিস (Pope Francis) ৷ এর জেরে ভ্যাটিক্যানে এক ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয় ৷ সেখানে একইসঙ্গে দু'জন পোপ থাকতে শুরু করেন ৷

সূত্রের দাবি, পোপের দায়িত্ব নিতে নাকি কোনও দিনই রাজি ছিলেন না বেনেডিক্ট ৷ কিছুটা বাধ্য হয়েই ওই পদে আসীন হন তিনি ৷ তাঁর পরিচিতরা বলেন, বই পড়তে ভীষণ ভালোবাসতেন পোপ বেনেডিক্ট ৷ বস্তুত, তাঁকে অনেকেই বইয়ের পোকা বলে অবিহিত করেন ৷ ধর্মপ্রাণ অনুগামীদের ধর্মীয় বার্তা দেওয়ার থেকে পাহাড়ি পথে হাঁটতে অনেক বেশি ভালোবাসতেন তিনি ৷

আরও পড়ুন: ভ্যাটিকানের সংস্কার নীতি প্রকাশ পোপের, যৌন হেনস্থার বিরুদ্ধে লড়াইয়ে জোর

কার্ডিনাল জোসেফ ব়্যাটজিঙ্গার যখন পোপ হন, সেই সময় ষোড়শ বেনেডিক্ট তাঁর অত্যন্ত প্রিয় ছিলেন বলে শোনা যায় ৷ পরবর্তীতে তাঁকেও সেই একই পথের পথিক হতে হয় ৷ সূত্রের দাবি, সেই সময় পোপ ষোড়শ বেনেডিক্ট বলেছিলেন, তাঁর মনে হচ্ছে, তিনি যেন হাঁড়িকাঠে মাথা ঢুকিয়ে দিয়েছেন ! ফলে তিনি যখন পদত্যাগ করার কথা ঘোষণা করেছিলেন, তা অনেককে বিস্মিত করলেও, পোপ ষোড়শ বেনেডিক্টের কাছের মানুষরা কিন্তু খুব বেশি অবাক হননি ৷ একজন ক্যাথলিক ধর্মগুরু হিসাবে লম্বা জীবন কাটিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট ৷

পোপ ষোড়শ বেনেডিক্টের এই প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে শোকবার্তা দিয়েছেন তিনি ৷ লিখেছেন, "পোপ ষোড়শ বেনেডিক্ট প্রয়াত হয়েছেন ৷ এই খবর শুনে আমি মর্মাহত ৷ তাঁর সারা জীবনটিই তিনি চার্চের প্রতি উৎসর্গ করেছিলেন ৷ প্রভু যিশু সম্পর্কে সকলকে শিক্ষিত করে তুলতে চেয়েছিলেন তিনি ৷ সমাজের প্রতি তাঁর যে মহান অবদান, তার জন্যই পোপ ষোড়শ বেনেডিক্টকে মানুষ চিরকাল মনে রাখবে ৷"

শনিবার সকালে ভ্য়াটিক্যানের মুখপাত্র মাত্তেও ব্রুনি এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেন ৷ তাতে তিনি জানান, "আমি অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি যে আজ সকাল 9টা 34 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট ৷ ভ্যাটিক্য়ানের মাতের এক্লেসিয়া মনাস্ট্রিতে প্রয়াত হন তিনি ৷ যত দ্রুত সম্ভব, আমরা এই বিষয়ে আরও তথ্য প্রকাশ করব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.