ওয়াশিংটন, 23 জুন: চলতি বছরে দু’বার বিদেশ সফরে গিয়ে ভারতের সরকারের ও বিজেপির সমালোচনায় সরব হতে দেখা গিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে ৷ বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে নাম না করে বিদেশে বসে দেশের সমালোচনা করার জন্য রাহুলকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, দেশের মধ্যে দু’টি দলের প্রতিযোগিতা থাকতেই পারে ৷ কিন্তু দেশের জন্য সকলকেই এক হতে হয় ৷
বৃহস্পতিবার ভাষণ দেওয়ার সময় প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন কংগ্রেসের সদস্যদের ভারতের সঙ্গে তাঁদের দেশের সম্পর্ক উদযাপন করার জন্য একত্রিত হওয়ার জন্য প্রশংসা করেন ৷ তার পরই অভ্যন্তরীণ প্রতিযোগিতাকে দূরে সরিয়ে রেখে দেশের জন্য এক হওয়ার কথা উল্লেখ করেন ৷
মার্কিন আইন প্রণেতাদের উদ্দেশ্য়ে তিনি বলেন, "আমি ধারণা ও আদর্শের বিতর্ক বুঝতে পারি ৷ কিন্তু আমি আজ বিশ্বের দু’টি মহান গণতন্ত্র - ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধন উদযাপন করার জন্য আপনাদের একত্রিত হতে দেখে আনন্দিত ৷’’
এর পরই প্রধানমন্ত্রীর সংযোজন, "যখনই আপনাদের একটি শক্তিশালী দ্বিদলীয় ঐক্যমতের প্রয়োজন হয়, তখনই আমি সাহায্য করতে পেরে আনন্দিত । বাড়ির মধ্যে ভাবনাচিন্তার প্রতিযোগিতা তো থাকবেই ৷ কিন্তু, যখন আমরা আমাদের দেশের পক্ষে কথা বলি, তখন আমাদের অবশ্যই একত্রিত হতে হবে । এবং আপনার দেখিয়েছেন যে আপনারা এটা করতে পারেন । অভিনন্দন আপনাদের !"
আরও পড়ুন: উই দ্য পিপল... মোদি-বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকে উঠল ধর্মীয় বহুত্ববাদের প্রসঙ্গও
মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থিকে সম্বোধন করে মোদি বলেন, "আমি নিজে একটি প্রাণবন্ত গণতন্ত্রের নাগরিক হয়ে, আমি একটি জিনিস স্বীকার করতে পারি মিস্টার স্পিকার আপনার কাজ খুব কঠিন ৷ আমি আবেগ, প্ররোচনা ও নীতির এই লড়াইকে উপলব্ধি করতে পারছি ৷’’