ETV Bharat / international

Nobel in Medicine: কোভিড টিকা তৈরিতে বিশেষ অবদান, চিকিৎসায় নোবেল জয় 2 বিজ্ঞানীর - মেডিসিনে নোবেল জয়

Nobel in Medicine: কোভিড টিকা এমআরএনএ আবিষ্কারে বিরাট অবদান রাখায় চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরির বিজ্ঞানী কাতালিন কারিকো ও আমেরিকার বিজ্ঞানী ড্রু ওয়েইসম্যান ৷

Nobel in Medicine
নোবেল পুরস্কার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 4:11 PM IST

Updated : Oct 2, 2023, 4:22 PM IST

স্টকহোম, 2 অক্টোবর: কোভিড-19 মোকাবিলায় এমআরএনএ (mRNA) টিকা আবিষ্কারে উল্লেখযোগ্য অবদানের জন্য সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতলেন দুই বিজ্ঞানী ৷ হাঙ্গেরির সাগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাতালিন কারিকো এবং আমেরিকার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড্রু ওয়েইসম্যানকে মেডিসিনে এই ঐতিহ্যবাহী পুরস্কারের জন্য বেছে নিয়েছে নোবেল কমিটি ৷ পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে এই টিকা নিয়ে যৌথ গবেষণা চালান কারিকো ও ওয়েইসম্যান ৷

নোবেল কমিটি আজ এই ঘোষণা করে বলেছে, "আমাদের ইমিউন সিস্টেমের সঙ্গে এমআরএনএ কীভাবে সাড়া দেয়, সে সম্পর্কে আমাদের ধারণাকে মৌলিকভাবে পরিবর্তন করেছে তাঁদের যুগান্তকারী অনুসন্ধান ৷ বিজয়ীরা আধুনিক সময়ে মানব স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকির মধ্যে একটি টিকা তৈরিতে অভূতপূর্ব অবদান রেখেছেন ৷"

নোবেল অ্যাসেম্বলির সেক্রেটারি টমাস পার্লম্যান এই পুরস্কার ঘোষণা করে বলেন যে, ঘোষণার কিছুক্ষণ আগে যখন তিনি তাঁদের সঙ্গে যোগাযোগ করেন, তখন উভয় বিজ্ঞানীই পুরস্কারপ্রাপ্তির খবরে অভিভূত হন ৷ মানব বিবর্তনের আবিষ্কারের জন্য গত বছর ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরষ্কার জিতেছিলেন সুইডিশ বিজ্ঞানী সভান্তে পাবো ৷ তিনি নিয়ান্ডারথাল ডিএনএর গোপন রহস্য উন্মোচন করেছেন, যা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার মূল অন্তর্দৃষ্টি প্রদান করেছে ৷ এর মধ্যে ছিল কোভিড 19-এ আক্রান্ত হওয়ার প্রবণতার কথাও ৷ পাবোর পরিবারে এটি ছিল দ্বিতীয় নোবেল পুরস্কার । পাবোর বাবা সুনে বার্গস্ট্রম 1982 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছিলেন ৷

  • BREAKING NEWS
    The 2023 #NobelPrize in Physiology or Medicine has been awarded to Katalin Karikó and Drew Weissman for their discoveries concerning nucleoside base modifications that enabled the development of effective mRNA vaccines against COVID-19. pic.twitter.com/Y62uJDlNMj

    — The Nobel Prize (@NobelPrize) October 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সোনাঝুরির রাস্তায় সাইকেলে অমর্ত্য, বিতর্কের মাঝে টুইট নোবেল প্রাইজ কমিটির

মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হবে । শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে শুক্রবার এবং অর্থনীতির পুরস্কার 9 অক্টোবর ঘোষিত হবে ।

নোবেল প্রাপকদের 11 মিলিয়ন সুইডিশ ক্রোনার (এক মিলিয়ন মার্কিন ডলার) নগদ পুরস্কার দেওয়া হয় । এই পুরস্কারের স্রষ্টা তথা সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া একটি উইল থেকে পুরস্কার মূল্য দেওয়া হয় ৷ 1896 সালে প্রয়াত হন আলফ্রেড নোবেল ৷ সুইডিশ মুদ্রার মূল্যহ্রাসের কারণে এই বছর পুরস্কারের অর্থ এক মিলিয়ন ক্রোনার বাড়ানো হয়েছে । বিজয়ীদের 10 ডিসেম্বর নোবেলের মৃত্যুবার্ষিকীতে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । মর্যাদাপূর্ণ শান্তি পুরস্কারটি অসলোতে তাঁর ইচ্ছা অনুযায়ী হস্তান্তর করা হয়, অন্য পুরস্কার অনুষ্ঠানটি স্টকহোমে অনুষ্ঠিত হয় । (সংবাদসংস্থা এপি)

স্টকহোম, 2 অক্টোবর: কোভিড-19 মোকাবিলায় এমআরএনএ (mRNA) টিকা আবিষ্কারে উল্লেখযোগ্য অবদানের জন্য সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতলেন দুই বিজ্ঞানী ৷ হাঙ্গেরির সাগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাতালিন কারিকো এবং আমেরিকার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড্রু ওয়েইসম্যানকে মেডিসিনে এই ঐতিহ্যবাহী পুরস্কারের জন্য বেছে নিয়েছে নোবেল কমিটি ৷ পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে এই টিকা নিয়ে যৌথ গবেষণা চালান কারিকো ও ওয়েইসম্যান ৷

নোবেল কমিটি আজ এই ঘোষণা করে বলেছে, "আমাদের ইমিউন সিস্টেমের সঙ্গে এমআরএনএ কীভাবে সাড়া দেয়, সে সম্পর্কে আমাদের ধারণাকে মৌলিকভাবে পরিবর্তন করেছে তাঁদের যুগান্তকারী অনুসন্ধান ৷ বিজয়ীরা আধুনিক সময়ে মানব স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকির মধ্যে একটি টিকা তৈরিতে অভূতপূর্ব অবদান রেখেছেন ৷"

নোবেল অ্যাসেম্বলির সেক্রেটারি টমাস পার্লম্যান এই পুরস্কার ঘোষণা করে বলেন যে, ঘোষণার কিছুক্ষণ আগে যখন তিনি তাঁদের সঙ্গে যোগাযোগ করেন, তখন উভয় বিজ্ঞানীই পুরস্কারপ্রাপ্তির খবরে অভিভূত হন ৷ মানব বিবর্তনের আবিষ্কারের জন্য গত বছর ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরষ্কার জিতেছিলেন সুইডিশ বিজ্ঞানী সভান্তে পাবো ৷ তিনি নিয়ান্ডারথাল ডিএনএর গোপন রহস্য উন্মোচন করেছেন, যা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার মূল অন্তর্দৃষ্টি প্রদান করেছে ৷ এর মধ্যে ছিল কোভিড 19-এ আক্রান্ত হওয়ার প্রবণতার কথাও ৷ পাবোর পরিবারে এটি ছিল দ্বিতীয় নোবেল পুরস্কার । পাবোর বাবা সুনে বার্গস্ট্রম 1982 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছিলেন ৷

  • BREAKING NEWS
    The 2023 #NobelPrize in Physiology or Medicine has been awarded to Katalin Karikó and Drew Weissman for their discoveries concerning nucleoside base modifications that enabled the development of effective mRNA vaccines against COVID-19. pic.twitter.com/Y62uJDlNMj

    — The Nobel Prize (@NobelPrize) October 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সোনাঝুরির রাস্তায় সাইকেলে অমর্ত্য, বিতর্কের মাঝে টুইট নোবেল প্রাইজ কমিটির

মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হবে । শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে শুক্রবার এবং অর্থনীতির পুরস্কার 9 অক্টোবর ঘোষিত হবে ।

নোবেল প্রাপকদের 11 মিলিয়ন সুইডিশ ক্রোনার (এক মিলিয়ন মার্কিন ডলার) নগদ পুরস্কার দেওয়া হয় । এই পুরস্কারের স্রষ্টা তথা সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া একটি উইল থেকে পুরস্কার মূল্য দেওয়া হয় ৷ 1896 সালে প্রয়াত হন আলফ্রেড নোবেল ৷ সুইডিশ মুদ্রার মূল্যহ্রাসের কারণে এই বছর পুরস্কারের অর্থ এক মিলিয়ন ক্রোনার বাড়ানো হয়েছে । বিজয়ীদের 10 ডিসেম্বর নোবেলের মৃত্যুবার্ষিকীতে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । মর্যাদাপূর্ণ শান্তি পুরস্কারটি অসলোতে তাঁর ইচ্ছা অনুযায়ী হস্তান্তর করা হয়, অন্য পুরস্কার অনুষ্ঠানটি স্টকহোমে অনুষ্ঠিত হয় । (সংবাদসংস্থা এপি)

Last Updated : Oct 2, 2023, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.