ETV Bharat / international

Train Derailed in Pakistan: পাকিস্তানে লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন, মৃত কমপক্ষে 30

এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছেন পাকিস্তানে ৷ রবিবার করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী হাজারা এক্সপ্রেস লাইনচ্যুত হয় ৷

ETV Bharat
পাকিস্তানে লাইনচ্যুত ট্রেন
author img

By

Published : Aug 6, 2023, 4:11 PM IST

Updated : Aug 6, 2023, 6:43 PM IST

করাচি, 6 অগস্ট: বড় ট্রেন দুর্ঘটনা পাকিস্তানে ৷ রবিবার এই দুর্ঘটনায় কমপক্ষে 30 জন যাত্রী প্রাণ হারিয়েছেন ৷ আহত হয়েছেন 80 জন ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ সংবাদ সংস্থা জানিয়েছে, করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী হাজারা এক্সপ্রেস নামে একটি ট্রেনের প্রায় 10টি বগি লাইনচ্যুত হয় এদিন ৷ শরহারী রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে ৷ পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাস্থলের দূরত্ব করাচি থেকে প্রায় 250 কিমি দূরে ৷

পাকিস্তান রেলওয়ের তরফে মহম্মদ রেহমান নামে এক আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, এই ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত 20টি দেহ উদ্ধার করা হয়েছে বিভিন্ন বগির ভিতর থেকে ৷ গুরুতর আহত অবস্থায় 50 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ উদ্ধার কাজ চলছে ৷ আহতদের সিন্ধ প্রদেশের নওয়াবশাহ এলাকার পিপলস মেডিক্যাল হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

এদিন উদ্ধারকর্মীদের সঙ্গে আহতদের সাহায্যে এগিয়ে যান স্থানীয় বাসিন্দারা ৷ কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পাকিস্তানের রেল বিভাগ ৷ এই ঘটনার জেরে সিন্ধ প্রদেশে ট্রেন চলাচল ব্যহত হয়েছে বলে খবর ৷ পরিষেবা স্বাভাবিক করতে ও ওই লাইন দিয়ে ট্রেন চলাচল ফের শুরু করতে 18 ঘণ্টা সময় লাগতে পারে ৷ ঘটনার ব্যাপকতা বিচার করে, এলাকার হাসপাতালগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে প্রশাসনের তরফে ৷

আরও পড়ুন: ভেসেলে ধাক্কা খেয়ে উলটে গেল যাত্রীবাহী ট্রলার! 3 শিশু-সহ মৃত কমপক্ষে আট

ঘটনাস্থলে একটি রিলিফ ট্রেনও পাঠানো হয়েছে পাকিস্তান রেলের তরফে ৷ জানা গিয়েছে, যে ট্রেনটি এদিন লাইনচ্যুত হয় সেটিতে 17টি বগি রয়েছে ৷ ট্রেনটিতে প্রায় হাজার জন যাত্রী ছিলেন ৷ উদ্ধার কাজে 100 জনের বেশি পুলিশকর্মী যোগ দেন ৷ ঘটনাস্থলে রয়েছেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ উদ্ধারকাজে নামানো হয়েছে পাক সেনাকেও ৷

করাচি, 6 অগস্ট: বড় ট্রেন দুর্ঘটনা পাকিস্তানে ৷ রবিবার এই দুর্ঘটনায় কমপক্ষে 30 জন যাত্রী প্রাণ হারিয়েছেন ৷ আহত হয়েছেন 80 জন ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ সংবাদ সংস্থা জানিয়েছে, করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী হাজারা এক্সপ্রেস নামে একটি ট্রেনের প্রায় 10টি বগি লাইনচ্যুত হয় এদিন ৷ শরহারী রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে ৷ পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাস্থলের দূরত্ব করাচি থেকে প্রায় 250 কিমি দূরে ৷

পাকিস্তান রেলওয়ের তরফে মহম্মদ রেহমান নামে এক আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, এই ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত 20টি দেহ উদ্ধার করা হয়েছে বিভিন্ন বগির ভিতর থেকে ৷ গুরুতর আহত অবস্থায় 50 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ উদ্ধার কাজ চলছে ৷ আহতদের সিন্ধ প্রদেশের নওয়াবশাহ এলাকার পিপলস মেডিক্যাল হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

এদিন উদ্ধারকর্মীদের সঙ্গে আহতদের সাহায্যে এগিয়ে যান স্থানীয় বাসিন্দারা ৷ কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পাকিস্তানের রেল বিভাগ ৷ এই ঘটনার জেরে সিন্ধ প্রদেশে ট্রেন চলাচল ব্যহত হয়েছে বলে খবর ৷ পরিষেবা স্বাভাবিক করতে ও ওই লাইন দিয়ে ট্রেন চলাচল ফের শুরু করতে 18 ঘণ্টা সময় লাগতে পারে ৷ ঘটনার ব্যাপকতা বিচার করে, এলাকার হাসপাতালগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে প্রশাসনের তরফে ৷

আরও পড়ুন: ভেসেলে ধাক্কা খেয়ে উলটে গেল যাত্রীবাহী ট্রলার! 3 শিশু-সহ মৃত কমপক্ষে আট

ঘটনাস্থলে একটি রিলিফ ট্রেনও পাঠানো হয়েছে পাকিস্তান রেলের তরফে ৷ জানা গিয়েছে, যে ট্রেনটি এদিন লাইনচ্যুত হয় সেটিতে 17টি বগি রয়েছে ৷ ট্রেনটিতে প্রায় হাজার জন যাত্রী ছিলেন ৷ উদ্ধার কাজে 100 জনের বেশি পুলিশকর্মী যোগ দেন ৷ ঘটনাস্থলে রয়েছেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ উদ্ধারকাজে নামানো হয়েছে পাক সেনাকেও ৷

Last Updated : Aug 6, 2023, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.