সান ফ্রান্সিসকো (মার্কিন যুক্তরাষ্ট্র), 5 অক্টোবর : এলন মাস্ক (Elon Musk) কিনতে পারেন টুইটার (Twitter) ৷ মাস কয়েক আগে এই জল্পনা ছড়িয়েছিল ৷ ফের সেই জল্পনা ফিরে এল ৷ এবার খবর, টুইটার কর্তৃপক্ষের কাছে এই নিয়ে প্রস্তাবও পাঠিয়েছেন এই ব্যবসায়ী ৷
অজানা সূত্রকে উদ্ধৃত করে এই খবরটি প্রকাশ করেছে ব্লুমবার্গ নিউজ ৷ তাদের দাবি, যে প্রস্তাব মাস্ক টুইটার কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন, সেখানে টুইটারের শেয়ারহোল্ডারদেরও সম্মতির কথা উল্লেখ করা হয়েছে ৷
প্রসঙ্গত, মাস্ক 44 বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি করেছিলেন টুইটারের সঙ্গে ৷ সেই চুক্তি মোতাবেক তিনি টুইটার কিনতে চেয়েছিলেন ৷ কিন্তু এই নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে ৷ এই নিয়ে চলতি মাসে শুনানি হওয়ার কথা ৷ সেই আইনি জটিলতা পেরিয়ে মাস্ক টুইটার কিনতে চান ৷ তার পর টুইটারের শেয়ারের দর (Twitter Share Price) প্রায় 13 শতাংশ বৃদ্ধি পায় ৷ তার জেরে স্টক মার্কেট টুইটারের শেয়ার কেনা-বেচা বন্ধ হয়ে যায় ৷
টুইটারের তরফেও টেসলা-র সিইও-র থেকে প্রস্তাব পাওয়ার খবরটি স্বীকার করে নেওয়া হয়েছে ৷ সেখানে মাস্কের তরফ থেকে 44 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি মোতাবেক টুইটার কেনার কথা বলা হয়েছে ৷
আরও পড়ুন : চুক্তিভঙ্গের মামলা! ব্যঙ্গাত্মক টুইটে সংস্থাকে পালটা বিঁধলেন মাস্ক