মসুল(ইরাক), 22 মার্চ : ইরাকের মসুলে ফেরিডুবিতে কমপক্ষে 93 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে বেশিরভাগ শিশু ও মহিলা। মসুলের সিভিল ডিফেন্স এজেন্সির প্রধান জানিয়েছেন, ফেরিতে থাকা বেশিরভাগ যাত্রীই সাঁতার জানতেন না। 100 জনেরও বেশী যাত্রী ছিলেন ওই ফেরিতে। অথচ, ওই ফেরিতে ৩০ জনের মতো লোক নিয়ে যাওয়া যায়। নতুন বছর সেলিব্রেশনের জন্য ফেরিটি পর্যটকদের নিয়ে শহর থেকে 4 কিলোমিটার দূরে উম্ম রাবেন দ্বীপে যাচ্ছিল।
ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মেহদি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এক বিবৃতি দিয়ে তিনি জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। যাত্রীদের উদ্ধারের জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে। নিরাপত্তা সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় 12 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ইরাকে রাষ্ট্রসংঘের সাধারণ সম্পাদকের বিশেষ প্রতিনিধি জেনিন হ্যানিস প্ল্যাসচার্ট জানিয়েছেন, টাইগ্রিস নদীতে ফেরিডুবির এই ঘটনাটি "খুব দুঃখজনক"। তিনি লিখেছেন, যাঁরা মারা গেছেন এবং এখনও পর্যন্ত যাঁরা নিখোঁজ আমরা তাঁদের পরিবার ও আত্মীয়দের পাশে আছি।
মসুল বাঁধের গেট খোলার ফলে নদীতে জলস্তর বাড়ার সতর্কতা আগেই ছিল। কিন্তু সেই সতর্কবার্তাকে উপেক্ষা করেই ফেরিটি নদীতে নামে। তাই এই ঘটনার জন্য ফেরি কর্তৃপক্ষকেই দায়ি করেছেন অনেকে। অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার ঘটনাস্থানে পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে।