কাবুল , 4 জুলাই : আফগানিস্তানের প্রেসিডেন্টআসরফ ঘানির ভাইকে খুন ৷ কাবুলে তাকে গুলিবিদ্ধ অবস্থায় নিজের বাড়ি থেকে উদ্ধারকরা হয় ৷ আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর ৷
নামরিশাদ আহমদজ়াই ৷ আজ কাবুল শহরে PD 6 এলাকায় নিজের বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷প্রাথমিক তদন্তে পুলিশ জানাতে পারে, গতকাল রাতে তাঁর বাড়িতে বন্দুক নিয়েহামলা চালায় কয়েকজন দুষ্কৃতী ৷ এরপর তাঁকে গুলি করে হত্যা করে ঘটনাস্থান থেকেপালিয়ে যায় তারা ৷ ঘটনার তদন্ত চলছে ৷
একটিটুইট করে সেদেশের RIV নজরদারিদল জানায়, " গতকাল কাবুল শহরে প্রেসিডেন্ট আসরফ ঘানির ভাইকে কয়েকজন দুষ্কৃতীরাবন্দুক নিয়ে হামলা চালায় ৷ এরপর তাঁকে গুলি করে পালায় দুষ্কৃতীরা ৷ "