ETV Bharat / international

মার্গারেটের পর শেক্সপিয়র, কোরোনার টিকা ইতিহাসের পাতায়

ব্রিটিশ সরকারের তরফে বলা হয়েছিল, এই সপ্তাহ থেকে টিকাকরণ কর্মসূচি শুরু করা হবে । তবে এই কর্মসূচি হবে অগ্রাধিকারের ভিত্তিতে । সেই মতো প্রথম টিকা নিয়েছিলেন নব্বই বছরের মার্গারেট কিনান । আর তারপরই উইলিয়াম শেক্সপিয়র । শেক্সপিয়র অবশ্যই প্রথম পুরুষ । শেষ খবর পাওয়া পর্যন্ত বেশ ভালোই আছেন 84 বছরের ওই "যুবক" ।

Shakespeare after Margaret taken corona vaccine
মার্গারেটের পর শেক্সপিয়ার
author img

By

Published : Dec 9, 2020, 9:20 PM IST

Updated : Dec 10, 2020, 6:46 AM IST

লন্ডন, 10 ডিসেম্বর : না না করে সাড়ে চারশো বছর হতে চলল । সে দিন বদমেজাজি বউকে বশে আনার উপায় লিখেছিলেন তিনি । ‘দা টেমিং অফ দা শ্রু’- র প্রাসঙ্গিকতা আজও মনেপ্রাণে মেনে চলেন পারিবারিক বন্ধনে আবদ্ধ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই । আর তাই তো সংসারকে রমণীর গুণে সুন্দর করতে টেমিং-র সৃষ্টিকর্তা উইলিয়াম শেক্সপিয়র আজও স্মরণে-স্বপনে ।

চারশো বছর আগেই শুধু নয় । কেন আজও তিনি স্মরণে-স্বপনে-মননে—তা আবারও বুঝিয়ে দিলেন উইলিয়াম শেক্সপিয়র ।

গত এক বছর ধরে গোটা বিশ্ব ঘরবন্দী । সৌজন্যে কোরোনা । কোভিড আতঙ্কের হাত থেকে রক্ষা পেতে দরকার ভ্যাকসিন । সেই ভ্যাকসিন তৈরিতে কোমর বেঁধেছে বেশ কতগুলি সংস্থা । বেশ কয়েক মাসের ঘাম ঝরানো চেষ্টার পর দু-একটা সংস্থা আশার আলো দেখিয়েছে । তৈরি করেছে ভ্যাকসিন । যদিও এখনও পরীক্ষা-পর্যবেক্ষণের স্তরে সব কিছু । মানব শরীরে কয়েক ধাপে প্রয়োগের পরই আসল স্বস্তি । এই ধাপে বেশ কিছুটা এগিয়েছে ব্রিটেন । শুরু হয়েছে টিকা দেওয়া । তালিকা তৈরি হয়েছে । যাঁরা কোরোনার সঙ্গে (বলা ভালো কোরোনা ভ্যাকসিনের সঙ্গে) কোলাকুলি করতে পারবেন । এ-কাজেই দ্বিতীয় নাম উইলিয়াম শেক্সপিয়র ।

মার্কিন টিকা প্রস্তুতকারক সংস্থা ফাইজ়ার । সম্প্রতি সাধারণের ব্যবহারের জন্য ব্রিটেন এবং বাহরাইনে ফাইজ়ার-বায়োএনটেকের তৈরি প্রতিষেধক জরুরি ভিত্তিতে ছাড়পত্র পেয়েছে ।

ব্রিটিশ সরকারের তরফে বলা হয়েছিল, এই সপ্তাহ থেকে টিকাকরণ কর্মসূচি শুরু করা হবে । তবে এই কর্মসূচি হবে অগ্রাধিকারের ভিত্তিতে । সেই মতো প্রথম টিকা নিয়েছিলেন নব্বই বছরের মার্গারেট কিনান । আর তারপরই উইলিয়াম শেক্সপিয়র । শেক্সপিয়র অবশ্যই প্রথম পুরুষ । শেষ খবর পাওয়া পর্যন্ত বেশ ভালোই আছেন 84 বছরের ওই "যুবক" ।

ও ! এতক্ষণ পড়ে কী মনে হল ?

ভুল পড়লেন । শেক্সপিয়র কী করে টিকা নিলেন ?

ওহ ! ছোট্ট একটা ভুল হয়ে গিয়েছে । শেক্সপিয়রের পুরো নামটাই তো বলাই হয়নি । ইনি উইলিয়াম শেক্সপিয়র বটে । তবে, উইলিয়াম বিল শেক্সপিয়র । নিবাস ইংল্যান্ডের ওয়ারউইকশায়র । আনুমানিক 1564 সালে এই ওয়ারউইকশায়রের স্ট্র্যাটফোর্ড-আপ-অন-অ্যাভন-এ জন্মগ্রহণ করেছিলেন শেক্সপিয়র । আর অ্যাভনের মাত্র 20 মাইল দূরে এক হাসপাতালে টিকা নিলেন আধুনিক শেক্সপিয়র ।

শেক্সপিয়রের টিকা নেওয়ার খবর চাউর হতেই অভিনন্দনের বন্যা । শেক্সপিয়রের নাটকের লাইন তুলে শুরু হয় টুইট –পালটা টুইট । কেউ বলছেন, শেষ ভালো যাঁর, সব ভালো তাঁর । কেউ আবার বলছেন, বউ (থুড়ি কোরোনা)-কে বশে আনার কথা ।

Shakespeare after Margaret taken corona vaccine
মজা করে টুইট করছেন অনেকেই

নাম যাই হোক । পথ এখনও অনেক বাকি । সবে মাত্র প্রথম ধাপ । ব্রিটেনের পাশাপাশি ভারতেরও টিকা ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছে ফাইজ়ার । ফাইজ়ার অনুমতিপত্রে লিখেছে, ‘ভারতে ওই টিকা বিদেশ থেকে আমদানি করে অবিলম্বে ব্যবহারের অনুমতি দেওয়া হোক । 2019-এর নিউ ড্রাগস অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়ালস আইন অনুযায়ী ভারতীয়দের উপর এই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের উপর ছাড় দেওয়া হোক ।’ গবেষণায় দেখা গিয়েছে, ফাইজ়ার-বায়োএনটেকের টিকা কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া 90 থেকে 95 শতাংশ কার্যকর । অতিসংকটাপন্ন রোগীর ক্ষেত্রে এই টিকা আনুমানিক 100 শতাংশ কাজ করে বলেও দাবি ওই সংস্থার ।

Shakespeare after Margaret taken corona vaccine
সেরকমই আর একটি টুইট

চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার আগে কয়েকটা বিষয় ভাবাচ্ছে কেন্দ্রকে । ফাইজ়ারের তৈরি টিকা বেশি কার্যকর হলেও এই টিকা সংরক্ষণের জন্য প্রয়োজন বিশেষ ব্যবস্থা । এই টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের 70 ডিগ্রি সেলসিয়াস নিচে । অন্য যে টিকাগুলোর ট্রায়াল চলছে ভারতে, তা হিমাঙ্কের নিচে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয় ।

ভবিষ্যৎ যাই হোক । ইউরোপের কোনও দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে ছুঁয়ে রেকর্ড করেছিলেন মার্গারেট কিনান । এবার উইলিয়াম শেক্সপিয়রকে মনে করিয়ে আর এক নজির গড়লেন উইলিয়াম বিল শেক্সপিয়র ।

লন্ডন, 10 ডিসেম্বর : না না করে সাড়ে চারশো বছর হতে চলল । সে দিন বদমেজাজি বউকে বশে আনার উপায় লিখেছিলেন তিনি । ‘দা টেমিং অফ দা শ্রু’- র প্রাসঙ্গিকতা আজও মনেপ্রাণে মেনে চলেন পারিবারিক বন্ধনে আবদ্ধ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই । আর তাই তো সংসারকে রমণীর গুণে সুন্দর করতে টেমিং-র সৃষ্টিকর্তা উইলিয়াম শেক্সপিয়র আজও স্মরণে-স্বপনে ।

চারশো বছর আগেই শুধু নয় । কেন আজও তিনি স্মরণে-স্বপনে-মননে—তা আবারও বুঝিয়ে দিলেন উইলিয়াম শেক্সপিয়র ।

গত এক বছর ধরে গোটা বিশ্ব ঘরবন্দী । সৌজন্যে কোরোনা । কোভিড আতঙ্কের হাত থেকে রক্ষা পেতে দরকার ভ্যাকসিন । সেই ভ্যাকসিন তৈরিতে কোমর বেঁধেছে বেশ কতগুলি সংস্থা । বেশ কয়েক মাসের ঘাম ঝরানো চেষ্টার পর দু-একটা সংস্থা আশার আলো দেখিয়েছে । তৈরি করেছে ভ্যাকসিন । যদিও এখনও পরীক্ষা-পর্যবেক্ষণের স্তরে সব কিছু । মানব শরীরে কয়েক ধাপে প্রয়োগের পরই আসল স্বস্তি । এই ধাপে বেশ কিছুটা এগিয়েছে ব্রিটেন । শুরু হয়েছে টিকা দেওয়া । তালিকা তৈরি হয়েছে । যাঁরা কোরোনার সঙ্গে (বলা ভালো কোরোনা ভ্যাকসিনের সঙ্গে) কোলাকুলি করতে পারবেন । এ-কাজেই দ্বিতীয় নাম উইলিয়াম শেক্সপিয়র ।

মার্কিন টিকা প্রস্তুতকারক সংস্থা ফাইজ়ার । সম্প্রতি সাধারণের ব্যবহারের জন্য ব্রিটেন এবং বাহরাইনে ফাইজ়ার-বায়োএনটেকের তৈরি প্রতিষেধক জরুরি ভিত্তিতে ছাড়পত্র পেয়েছে ।

ব্রিটিশ সরকারের তরফে বলা হয়েছিল, এই সপ্তাহ থেকে টিকাকরণ কর্মসূচি শুরু করা হবে । তবে এই কর্মসূচি হবে অগ্রাধিকারের ভিত্তিতে । সেই মতো প্রথম টিকা নিয়েছিলেন নব্বই বছরের মার্গারেট কিনান । আর তারপরই উইলিয়াম শেক্সপিয়র । শেক্সপিয়র অবশ্যই প্রথম পুরুষ । শেষ খবর পাওয়া পর্যন্ত বেশ ভালোই আছেন 84 বছরের ওই "যুবক" ।

ও ! এতক্ষণ পড়ে কী মনে হল ?

ভুল পড়লেন । শেক্সপিয়র কী করে টিকা নিলেন ?

ওহ ! ছোট্ট একটা ভুল হয়ে গিয়েছে । শেক্সপিয়রের পুরো নামটাই তো বলাই হয়নি । ইনি উইলিয়াম শেক্সপিয়র বটে । তবে, উইলিয়াম বিল শেক্সপিয়র । নিবাস ইংল্যান্ডের ওয়ারউইকশায়র । আনুমানিক 1564 সালে এই ওয়ারউইকশায়রের স্ট্র্যাটফোর্ড-আপ-অন-অ্যাভন-এ জন্মগ্রহণ করেছিলেন শেক্সপিয়র । আর অ্যাভনের মাত্র 20 মাইল দূরে এক হাসপাতালে টিকা নিলেন আধুনিক শেক্সপিয়র ।

শেক্সপিয়রের টিকা নেওয়ার খবর চাউর হতেই অভিনন্দনের বন্যা । শেক্সপিয়রের নাটকের লাইন তুলে শুরু হয় টুইট –পালটা টুইট । কেউ বলছেন, শেষ ভালো যাঁর, সব ভালো তাঁর । কেউ আবার বলছেন, বউ (থুড়ি কোরোনা)-কে বশে আনার কথা ।

Shakespeare after Margaret taken corona vaccine
মজা করে টুইট করছেন অনেকেই

নাম যাই হোক । পথ এখনও অনেক বাকি । সবে মাত্র প্রথম ধাপ । ব্রিটেনের পাশাপাশি ভারতেরও টিকা ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছে ফাইজ়ার । ফাইজ়ার অনুমতিপত্রে লিখেছে, ‘ভারতে ওই টিকা বিদেশ থেকে আমদানি করে অবিলম্বে ব্যবহারের অনুমতি দেওয়া হোক । 2019-এর নিউ ড্রাগস অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়ালস আইন অনুযায়ী ভারতীয়দের উপর এই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের উপর ছাড় দেওয়া হোক ।’ গবেষণায় দেখা গিয়েছে, ফাইজ়ার-বায়োএনটেকের টিকা কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া 90 থেকে 95 শতাংশ কার্যকর । অতিসংকটাপন্ন রোগীর ক্ষেত্রে এই টিকা আনুমানিক 100 শতাংশ কাজ করে বলেও দাবি ওই সংস্থার ।

Shakespeare after Margaret taken corona vaccine
সেরকমই আর একটি টুইট

চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার আগে কয়েকটা বিষয় ভাবাচ্ছে কেন্দ্রকে । ফাইজ়ারের তৈরি টিকা বেশি কার্যকর হলেও এই টিকা সংরক্ষণের জন্য প্রয়োজন বিশেষ ব্যবস্থা । এই টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের 70 ডিগ্রি সেলসিয়াস নিচে । অন্য যে টিকাগুলোর ট্রায়াল চলছে ভারতে, তা হিমাঙ্কের নিচে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয় ।

ভবিষ্যৎ যাই হোক । ইউরোপের কোনও দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে ছুঁয়ে রেকর্ড করেছিলেন মার্গারেট কিনান । এবার উইলিয়াম শেক্সপিয়রকে মনে করিয়ে আর এক নজির গড়লেন উইলিয়াম বিল শেক্সপিয়র ।

Last Updated : Dec 10, 2020, 6:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.