প্যারিস, 13 মার্চ : বিশ্বজুড়ে COVID-19 বা কোরোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজারে পৌঁছাল ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, কোরোনার জেরে বিশ্বে 4 হাজার 958 জনের মৃত্যু হয়েছে ৷ আক্রান্তের পরিমাণ কয়েক লাখ ৷
COVID-19’কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্যানডেমিক ঘোষণা করেছে ৷ কোরোনা ভাইরাসের জেরে গোটা বিশ্বে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছুঁই ছুঁই ৷ আক্রান্তের সংখ্যা এক লাখ 33 হাজার 970 ৷ এর মধ্যে চিনে আক্রান্ত 80,813 জন, মৃত 3,176 জন ৷ চিনের পরে কোরোনার আক্রমণে সবথেকে ক্ষতিগ্রস্ত ইট্যালি ৷ এরপরে রয়েছে ইরান, স্পেন ও দক্ষিণ কোরিয়া ৷ ইট্যালিতে COVID-19 এর সংক্রমণে এক হাজার 16 জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা 15 হাজার 113 জন ৷ ইরানে নতুন করে 85 জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 514-য় ৷ আজ ইরান প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টার মধ্যে দেশের সমস্ত রাস্তা খালি করে দেবেন নিরাপত্তারক্ষীরা ৷ স্পেনে দু’হাজার 493 জন COVID-19 আক্রান্ত ৷ তার মধ্যে 84 জনের মৃত্যু হয়েছে ৷ দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা সাত হাজার 979 এবং মৃত 67 জন ৷
WHO-এর ডিরেক্টর জেনারেল আজ টুইটে ঘোষণা করেন, ‘‘COVID-19’এর উৎপত্তিস্থল চিন থেকে সরে ইউরোপে গিয়েছে ৷ বিশ্বের মধ্যে চিন বাদে ইউরোপে সব থেকে বেশি মানুষ COVID-19’এ আক্রান্ত ও মৃত ৷ চিনে যখন COVID-19 প্রথম থাবা বসায়, সেইসময়ের থেকে বেশি সংখ্যক মানুষ ইউরোপে আক্রান্ত মৃত্যু হয়েছে ৷’’
-
Director-General, WHO: Europe has now become epicenter of COVID19 pandemic, with more reported cases&deaths than the rest of the world combined, apart from China. More cases are now being reported every day than were reported in China at the height of its epidemic pic.twitter.com/U1WHCvV1ix
— ANI (@ANI) March 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Director-General, WHO: Europe has now become epicenter of COVID19 pandemic, with more reported cases&deaths than the rest of the world combined, apart from China. More cases are now being reported every day than were reported in China at the height of its epidemic pic.twitter.com/U1WHCvV1ix
— ANI (@ANI) March 13, 2020Director-General, WHO: Europe has now become epicenter of COVID19 pandemic, with more reported cases&deaths than the rest of the world combined, apart from China. More cases are now being reported every day than were reported in China at the height of its epidemic pic.twitter.com/U1WHCvV1ix
— ANI (@ANI) March 13, 2020
ভারত ও নরওয়েতে একজন করে কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ ঘানা, কেনিয়া ও সেন্ট ভিনসেন্টে প্রথম COVID-19 আক্রান্তের সন্ধান মিলেছে গতকাল ৷ কোরোনা ভাইরাসের মোকাবিলায় সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (SAARC)-এর নেতৃত্বকে একজোট হওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই আবেদনে সাড়া দিয়েছে SAARC-ভুক্ত দেশগুলি ৷ প্রধানমন্ত্রীকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে তারা ৷ মোদির আবেদনের এক ঘণ্টার মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং টুইট করে জানান, ‘‘এটাই হচ্ছে নেতৃত্ব ৷ এশিয়ার এই অঞ্চলের দেশ হওয়ায়, আমাদের প্রত্যেকের উচিত একজোট হওয়া ৷ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে ৷ তাই সবার এক জায়গায় আসা জরুরি ৷’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে শেরিং আরও জানান, মোদির নেতৃত্বে কোরোনা মোকাবিলায় দ্রুত ফল পাওয়া যায় ৷
-
I would like to propose that the leadership of SAARC nations chalk out a strong strategy to fight Coronavirus.
— Narendra Modi (@narendramodi) March 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
We could discuss, via video conferencing, ways to keep our citizens healthy.
Together, we can set an example to the world, and contribute to a healthier planet.
">I would like to propose that the leadership of SAARC nations chalk out a strong strategy to fight Coronavirus.
— Narendra Modi (@narendramodi) March 13, 2020
We could discuss, via video conferencing, ways to keep our citizens healthy.
Together, we can set an example to the world, and contribute to a healthier planet.I would like to propose that the leadership of SAARC nations chalk out a strong strategy to fight Coronavirus.
— Narendra Modi (@narendramodi) March 13, 2020
We could discuss, via video conferencing, ways to keep our citizens healthy.
Together, we can set an example to the world, and contribute to a healthier planet.
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষে টুইটারে জানিয়েছেন, ‘‘ধন্যবাদ @narendramodi ৷ #LKA SAARC-ভুক্ত দেশগুলির সঙ্গে সবরকম আলোচনার জন্য তৈরি আছে ৷ আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য আমাদের একজোট হওয়ার প্রয়োজন রয়েছে ৷ ’’ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলিহও পাশে থাকার বার্তা দিয়েছেন টুইটারে ৷
নেপালের প্রধানমন্ত্রী কেপি প্রসাদ ওলি টুইটে নরেন্দ্র মোদিকে সমর্থন করে জানান, ‘‘কোরোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদির পরিকল্পনাকে আমি স্বাগত জানাচ্ছি ৷ আমার প্রশাসন SARRC-ভুক্ত দেশগুলির সঙ্গে কাজ করতে প্রস্তুত ৷ নাগরিকদের সুরক্ষার জন্য সবরকম পদক্ষেপ গ্রহণে তৈরি ৷’’ বাংলাদেশের বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, মোদিজির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ এই বিষয়ে তিনি কথা বলতেও রাজি ৷ আফগানিস্তানের রাষ্ট্রপতি সাদিক সিদ্দিকি জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদির প্রস্তাবকে স্বাগত জানাচ্ছি ৷ কোরোনা ভাইরাস মোকাবিলায় SARRC-ভুক্ত দেশগুলিকে একজোট হতে হবে ৷ একসঙ্গে থাকলে তবেই রক্ষা পাওয়া যাবে ৷ না হলে এর ফল ভুগতে হবে সবাইকে ৷