ETV Bharat / international

কোরোনা আক্রান্তদের শরীরে কীভাবে কাজ করছে ওষুধ? নজর রাখবে এই কোষ - ওষুধ

কোরোনা আক্রান্তদের শরীরে যে ওষুধ প্রয়োগ করা হচ্ছে, তা পরীক্ষার জন্য নিযুক্ত থাকবে কোষ 'মেমব্রেন অন আ চিপ' ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 8, 2020, 7:53 PM IST

লন্ডন, 8 জুলাই : আমাদের শরীরে কীভাবে কোনও ওষুধ বা সংক্রামক বস্তু কাজ করে ? সে বিষয়েই নজরদারি চালাবে নতুন মানব কোষ 'মেমব্রেন অন আ চিপ' ৷ বিশেষ করে কোরোনা আক্রান্তদের শরীরে যে ওষুধ প্রয়োগ করা হচ্ছে, তা পরীক্ষার জন্য নিযুক্ত থাকবে এই কোষ ৷ সোমবার এই নতুন মানব কোষের বিষয়ে এমনই তথ্য দিলেন বিজ্ঞানীরা ৷

ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অ্যামেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, ব্যাকটেরিয়ার, মানুষের বা গাছের কোনও কোষের দেওয়ালের মতো যে কোনও ধরনের কোষকে নকল করতে পারে এই যন্ত্র ৷ জার্নালে প্রকাশিত ফলাফল অনুযায়ী, এই যন্ত্রটিকে একটি চিপের আকারে তৈরি করা হয়েছে ৷ যার মধ্যে কোষ ঝিল্লির অবস্থান ও কার্যকারিতাকে সংরক্ষণ করা হয়েছে ৷

গবেষকরা বলেন, মানুষের কোষের মধ্যে আয়ন চ্যানেলের উপর নজর রাখতে তাঁরা সফল হয়েছেন ৷ কোষ ঝিল্লিগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ বায়োলজিকাল সিগনালিং, ব্যথার উপশম থেকে ভাইরাসের সংক্রমণ সব কিছুই নিয়ন্ত্রণে রাখে এরা ৷ এছাড়া, বাহ্যিক পরিবেশ থেকে কোষের মধ্যে দ্বাররক্ষকের কাজ করে এই কোষ ঝিল্লি ৷

বিজ্ঞানীদের এমন একটি দল গঠন করা হয়, যারা কাঠামো, ফ্লুইডিটি ও আয়নের ব্যবহারের উপর নিয়ন্ত্রণের মতো কোষ ঝিল্লির জটিল দিকগুলি সংরক্ষণ করার জন্য একটি সেন্সর তৈরি করে ৷ এই যন্ত্রটি একটি ইলেকট্রনিক চিপ ব্যবহার করে যা একটি কোষের মধ্যে ঝিল্লির যেকোনও রকমের পরিবর্তনকে পরিমাপ করে ৷ এই চিপ সুরক্ষিতভাবে ও সহজভাবে বাইরের পরিবেশের সঙ্গে একটি কোষের কার্যকলাপকে বোঝার চেষ্টা করে ৷

কর্নেল বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর সুসান ড্যানিয়েল বলেন, "মানব কোষ থেকে তৈরি হয় এই ঝিল্লি ৷ আমাদের সবরকমের উপাদান রয়েছে যা প্রোটিন, লিপিড থেকে শুরু করে সব কিছুই উপস্থাপন করবে ৷"

এই যন্ত্রটি মানব কোষের মতোই আকারে ক্ষুদ্র এবং যেকোনও বিন্যাসে সহজেই গঠন করা যায় ৷ এর ফলে বিজ্ঞানীরা একই সময়ে বহু পরিমাপ করতে পেরেছেন ৷ কোরোনা রোগের জন্য দায়ি SARS-CoV-2 ভাইরাসের উপর যে সমস্ত গবেষকরা কাজ করেন, তাঁদের জীবনের ঝুঁকি থাকে ৷ এই ভাইরাসের ঝিল্লির সঙ্গে ভাইরাস ঝিল্লির মিল থাকে ৷ কিন্তু, ভাইরাস ঝিল্লিগুলি ভাইরাল নিউক্লিক অ্যাসিড বহন করে না ৷

হোস্ট কোষে প্রবেশের জন্য ব্যবহৃত ভাইরাস স্পাইকগুলি নিরপেক্ষ করতে নতুন ড্রাগ বা অ্যান্টিবডিগুলি সনাক্ত করা যায় বলেই মনে করছেন গবেষকরা ৷

লন্ডন, 8 জুলাই : আমাদের শরীরে কীভাবে কোনও ওষুধ বা সংক্রামক বস্তু কাজ করে ? সে বিষয়েই নজরদারি চালাবে নতুন মানব কোষ 'মেমব্রেন অন আ চিপ' ৷ বিশেষ করে কোরোনা আক্রান্তদের শরীরে যে ওষুধ প্রয়োগ করা হচ্ছে, তা পরীক্ষার জন্য নিযুক্ত থাকবে এই কোষ ৷ সোমবার এই নতুন মানব কোষের বিষয়ে এমনই তথ্য দিলেন বিজ্ঞানীরা ৷

ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অ্যামেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, ব্যাকটেরিয়ার, মানুষের বা গাছের কোনও কোষের দেওয়ালের মতো যে কোনও ধরনের কোষকে নকল করতে পারে এই যন্ত্র ৷ জার্নালে প্রকাশিত ফলাফল অনুযায়ী, এই যন্ত্রটিকে একটি চিপের আকারে তৈরি করা হয়েছে ৷ যার মধ্যে কোষ ঝিল্লির অবস্থান ও কার্যকারিতাকে সংরক্ষণ করা হয়েছে ৷

গবেষকরা বলেন, মানুষের কোষের মধ্যে আয়ন চ্যানেলের উপর নজর রাখতে তাঁরা সফল হয়েছেন ৷ কোষ ঝিল্লিগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ বায়োলজিকাল সিগনালিং, ব্যথার উপশম থেকে ভাইরাসের সংক্রমণ সব কিছুই নিয়ন্ত্রণে রাখে এরা ৷ এছাড়া, বাহ্যিক পরিবেশ থেকে কোষের মধ্যে দ্বাররক্ষকের কাজ করে এই কোষ ঝিল্লি ৷

বিজ্ঞানীদের এমন একটি দল গঠন করা হয়, যারা কাঠামো, ফ্লুইডিটি ও আয়নের ব্যবহারের উপর নিয়ন্ত্রণের মতো কোষ ঝিল্লির জটিল দিকগুলি সংরক্ষণ করার জন্য একটি সেন্সর তৈরি করে ৷ এই যন্ত্রটি একটি ইলেকট্রনিক চিপ ব্যবহার করে যা একটি কোষের মধ্যে ঝিল্লির যেকোনও রকমের পরিবর্তনকে পরিমাপ করে ৷ এই চিপ সুরক্ষিতভাবে ও সহজভাবে বাইরের পরিবেশের সঙ্গে একটি কোষের কার্যকলাপকে বোঝার চেষ্টা করে ৷

কর্নেল বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর সুসান ড্যানিয়েল বলেন, "মানব কোষ থেকে তৈরি হয় এই ঝিল্লি ৷ আমাদের সবরকমের উপাদান রয়েছে যা প্রোটিন, লিপিড থেকে শুরু করে সব কিছুই উপস্থাপন করবে ৷"

এই যন্ত্রটি মানব কোষের মতোই আকারে ক্ষুদ্র এবং যেকোনও বিন্যাসে সহজেই গঠন করা যায় ৷ এর ফলে বিজ্ঞানীরা একই সময়ে বহু পরিমাপ করতে পেরেছেন ৷ কোরোনা রোগের জন্য দায়ি SARS-CoV-2 ভাইরাসের উপর যে সমস্ত গবেষকরা কাজ করেন, তাঁদের জীবনের ঝুঁকি থাকে ৷ এই ভাইরাসের ঝিল্লির সঙ্গে ভাইরাস ঝিল্লির মিল থাকে ৷ কিন্তু, ভাইরাস ঝিল্লিগুলি ভাইরাল নিউক্লিক অ্যাসিড বহন করে না ৷

হোস্ট কোষে প্রবেশের জন্য ব্যবহৃত ভাইরাস স্পাইকগুলি নিরপেক্ষ করতে নতুন ড্রাগ বা অ্যান্টিবডিগুলি সনাক্ত করা যায় বলেই মনে করছেন গবেষকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.