কাবুল, 12 সেপ্টেম্বর : তালিবান সরকার আফগান মহিলাদের খেলাধুলোতে রাশ টানলেও পড়াশোনাতে কিছুটা হলেও ছাড় দিল ৷ আফগান মহিলারা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন ঠিকই, তবে তার জন্য অবশ্যই কিছু নিয়ম মানতে হবে ৷
কেবলমাত্র মহিলাদের জন্য বিশ্ববিদ্যালয় অথবা মহিলা ক্লাসরুমেই পড়াশোনা করতে পারবেন আফগানিস্তানের মেয়েরা ৷ পাশাপাশি ইসলামিক ধর্ম মেনেই মহিলাদের ড্রেস পড়তে হবে ৷ হিজাব পড়া বাধ্যতামূলক ৷ রবিবার আফগানিস্তানের তালিবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রী এমনই বিধান দিয়েছেন ৷
আফগানিস্তানের নতুন শাসক তালিবান সরকারে কোনও মহিলা নেই ৷ রাজনীতিতে মহিলারা ব্রাত্য় হলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা হলেও উদারতা দেখাল তালিবানরা ৷ উচ্চশিক্ষা মন্ত্রী আবদুল বাকি হাক্কানি এদিন সংবাদিক বৈঠকে মহিলাদের পড়াশোনা নিয়ে নতুন নীতি পেশ করেন। শনিবারই রাষ্ট্রপতি ভবনের উপরে তালিবান পতাকা উত্তোলন করে নতুন সরকারের কাজ শুরুর ইঙ্গিত দিয়েছে তালিবানরা ৷
আরও পড়ুন : বাতিল 9/11 বর্ষপূর্তিতে নয়া তালিবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠান
এর আগ নয়ের দশকে আফগানিস্তানে শাসন চালিয়েছিল তালিবানরা ৷ সে সময় মহিলাদের পড়াশোনায় নিষিদ্ধ করেছিল তারা ৷ কিন্তু এবারের তালিবান সরকার তাদের দৃষ্টিভঙ্গিতে কিছুটা পরিবর্তন করেছে ৷ মেয়েদের খেলাধুলো নিষিদ্ধ করলেও পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলেও উদারতা দেখিয়েছে ৷
উচ্চশিক্ষা মন্ত্রী এদিন বলেন, "আমরা 20 বছর আগে ফিরে যেতে চাই না ৷ আমরা আজকের আফগানিস্তানকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই ৷ তবে আমরা ছেলে-মেয়েদের এক সঙ্গে পড়াশোনার অনুমতি দেব না ৷ কো-এডুকেশন সম্ভব নয় ৷" তবে তালিবানি মন্ত্রী চান, আফগানিস্তান থেকে স্নাতকরা বিশ্বের অনান্য বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের সঙ্গে প্রতিযোগিতা করুক ৷