ETV Bharat / international

বিশ্বে প্রথম 12-18 বছর বয়সিদের কোভিড টিকাকরণ শুরু হচ্ছে সিঙ্গাপুরে - কোভিড টিকা

এ বার নাবালকদেরও কোভিড টিকাকরণ শুরু হচ্ছে ৷ মঙ্গলবার থেকে বিশ্বে প্রথম এই টিকাকরণ কর্মসুচি শুরু হচ্ছে সিঙ্গাপুরে ৷

Singapore Among the First Countries To Start Vaccinating 12-18 Year-Olds adolescents
বিশ্বে প্রথম 12-18 বছর বয়সিদের কোভিড টিকাকরণ শুরু হচ্ছে সিঙ্গাপুরে
author img

By

Published : May 31, 2021, 8:10 PM IST

সিঙ্গাপুর, 31 মে : বিশ্বের মধ্যে প্রথম নাবালকদের কোভিড টিকা দেওয়া এ বার শুরু হতে চলেছে ৷ মঙ্গলবার থেকে 12-18 বছর বয়সিদের কোভিড টিকাকরণ কর্মসূচি শুরু করছে সিঙ্গাপুর ৷

সোমবার সে দেশের প্রধানমন্ত্রী লি সিয়েন জানিয়েছেন, "আমাজের জনসংখ্যার অধিকাংশেরই টিকাকরণ হয়ে গিয়েছে ৷ যে সব আক্রান্তের খবর মিলছে, তাদের খুঁজে বের করা, আইসোলেট করা ও চিকিত্সা করা সক্ষম হচ্ছে ৷ তার ফলে সংক্রমণ বৃদ্ধি রোখা গিয়েছে ৷" দেশের জাতীয় দিবস 3 অগস্টের মধ্যে যোগ্য প্রত্যেককে অন্তত একটি করে টিকার ডোজ দেওয়া হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন: টিকাপ্রাপ্ত কোভিড আক্রান্তদের মাত্র 0.06 শতাংশকে ভর্তি করতে হয় হাসপাতালে : রিপোর্ট

সেখানকার 5.7 মিলিয়ন জনসংখ্যার এক-তৃতীয়াংশেরও বেশি মানুষকে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়ে গিয়েছে ৷ গত দু সপ্তাহে সংক্রমণ কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় সামাজিক জমায়েতের উপর যে কড়া বিধিনিষেধ সিঙ্গাপুরে জারি করা হয়েছিল, তাও তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী ৷

সিঙ্গাপুর, 31 মে : বিশ্বের মধ্যে প্রথম নাবালকদের কোভিড টিকা দেওয়া এ বার শুরু হতে চলেছে ৷ মঙ্গলবার থেকে 12-18 বছর বয়সিদের কোভিড টিকাকরণ কর্মসূচি শুরু করছে সিঙ্গাপুর ৷

সোমবার সে দেশের প্রধানমন্ত্রী লি সিয়েন জানিয়েছেন, "আমাজের জনসংখ্যার অধিকাংশেরই টিকাকরণ হয়ে গিয়েছে ৷ যে সব আক্রান্তের খবর মিলছে, তাদের খুঁজে বের করা, আইসোলেট করা ও চিকিত্সা করা সক্ষম হচ্ছে ৷ তার ফলে সংক্রমণ বৃদ্ধি রোখা গিয়েছে ৷" দেশের জাতীয় দিবস 3 অগস্টের মধ্যে যোগ্য প্রত্যেককে অন্তত একটি করে টিকার ডোজ দেওয়া হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন: টিকাপ্রাপ্ত কোভিড আক্রান্তদের মাত্র 0.06 শতাংশকে ভর্তি করতে হয় হাসপাতালে : রিপোর্ট

সেখানকার 5.7 মিলিয়ন জনসংখ্যার এক-তৃতীয়াংশেরও বেশি মানুষকে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়ে গিয়েছে ৷ গত দু সপ্তাহে সংক্রমণ কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় সামাজিক জমায়েতের উপর যে কড়া বিধিনিষেধ সিঙ্গাপুরে জারি করা হয়েছিল, তাও তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.