ETV Bharat / international

যেকোনও পরিস্থিতির জন্য তৈরি থাকুন, পাকিস্তান জনতা ও সেনাকে বললেন ইমরান - qureshi

বালাকোটে জঙ্গিঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর তড়িঘড়ি বৈঠকে বসেছিল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ছিলেন সেই বৈঠকের নেতৃত্বে। বৈঠকে তিনি যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
author img

By

Published : Feb 26, 2019, 8:16 PM IST

ইসলামাবাদ, ২৬ ফেব্রুয়ারি : বালাকোটে জঙ্গিঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর তড়িঘড়ি বৈঠকে বসেছিল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ছিলেন সেই বৈঠকের নেতৃত্বে। বৈঠকে তিনি যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন।

বৈঠকের পর পাকিস্তানের তরফ থেকে বিবৃতিতে বলা হয়, "ভারত অকারণে আগ্রাসন দেখিয়েছে। পাকিস্তান ঠিক সময়ে ও ঠিক জায়গায় এর জবাব দেবে।" তাই যে কোনও অবস্থার জন্য সেনা ও পাকিস্তানের সাধারণ মানুষকে তৈরি থাকতে বলেছেন ইমরান।

আজ ভোরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। দুপুরেই ইমরান খানের দপ্তরে বসে সেদেশের নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া, পাকিস্তান সেনার মুখপাত্র আসিফ গফুর সহ একাধিক শীর্ষকর্তা।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বালাকোটের ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করেন। তাঁর দাবি, ভারত নিজেদের স্বার্থে মিথ্যা দাবি করছে। পাকিস্তানের তরফ থেকে আরও দাবি, ভারত নির্বাচনের স্বার্থে এসব প্রচার করছে। ভারতের এই অভিযান যে আসলে হয়নি।

undefined

এদিকে শাহ মেহমুদ কুরেশি হুমকি দেন, ভারতের এই পদক্ষেপে পাকিস্তানের জবাব দেওয়ার অধিকার আছে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে অর্গানাইজ়েশন অব ইসলামিক কো-অপারেশনের অন্তর্গত দেশের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের বিদেশসচিব।

ইসলামাবাদ, ২৬ ফেব্রুয়ারি : বালাকোটে জঙ্গিঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর তড়িঘড়ি বৈঠকে বসেছিল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ছিলেন সেই বৈঠকের নেতৃত্বে। বৈঠকে তিনি যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন।

বৈঠকের পর পাকিস্তানের তরফ থেকে বিবৃতিতে বলা হয়, "ভারত অকারণে আগ্রাসন দেখিয়েছে। পাকিস্তান ঠিক সময়ে ও ঠিক জায়গায় এর জবাব দেবে।" তাই যে কোনও অবস্থার জন্য সেনা ও পাকিস্তানের সাধারণ মানুষকে তৈরি থাকতে বলেছেন ইমরান।

আজ ভোরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। দুপুরেই ইমরান খানের দপ্তরে বসে সেদেশের নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া, পাকিস্তান সেনার মুখপাত্র আসিফ গফুর সহ একাধিক শীর্ষকর্তা।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বালাকোটের ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করেন। তাঁর দাবি, ভারত নিজেদের স্বার্থে মিথ্যা দাবি করছে। পাকিস্তানের তরফ থেকে আরও দাবি, ভারত নির্বাচনের স্বার্থে এসব প্রচার করছে। ভারতের এই অভিযান যে আসলে হয়নি।

undefined

এদিকে শাহ মেহমুদ কুরেশি হুমকি দেন, ভারতের এই পদক্ষেপে পাকিস্তানের জবাব দেওয়ার অধিকার আছে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে অর্গানাইজ়েশন অব ইসলামিক কো-অপারেশনের অন্তর্গত দেশের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের বিদেশসচিব।


Guwahati (Assam), Feb 26 (ANI): Congress president Rahul Gandhi on Tuesday congratulated the pilots of the Indian Air Force (IAF) which conducted air strikes in Pakistan occupied Kashmir (PoK) in which major terror launch pads were destroyed and around 300 terrorists were targeted. While praising the IAF, Gandhi also remembered slain CRPF personnel Maneshwar Basumatary who was killed in the Pulwama attack. "We remember Maneshwar Basumatary (native of Assam) who was a martyr in Pulwama attack and we congratulate the pilots of the Air Force," Gandhi said while addressing a public meeting in Assam's Guwahati.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.