ETV Bharat / international

সন্ত্রাসবাদে মদত ! কালো তালিকাভুক্ত হতে পারে পাকিস্তান

সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকায় ক্ষুব্ধ এশিয়া প্যাসিফিক গ্রুপ ৷ এই বিষয়টিকে মাথায় রেখে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার চিন্তাভাবনা চলছে । আলোচনা চলছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের শাখা সংগঠন এশিয়া প্যাসিফিক গ্রুপে ৷

ইমরান খান
author img

By

Published : Aug 23, 2019, 1:58 PM IST

ইসলামাবাদ, 23 অগাস্ট : সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকায় ক্ষুব্ধ এশিয়া প্যাসিফিক গ্রুপ ৷ বিভিন্ন মহলের দাবি, তারা সন্ত্রাসে মদত দিচ্ছে । এই বিষয়টিকে মাথায় রেখে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার চিন্তাভাবনা চলছে । আলোচনা চলছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের শাখা সংগঠন এশিয়া প্যাসিফিক গ্রুপে ৷ পাকিস্তান কালো তালিকাভুক্ত হলে তাদের উপর আন্তর্জাতিক সংগঠনের নানান বিধি-নিষেধ জারি হবে ৷

ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) তদন্ত করে দেখেছে, দেশে আর্থিক তছরুপ ও সন্ত্রাসবাদে অর্থ জোগানে 40টি'র মধ্যে প্রায় 32টি কেসের কোনও অভিযোগ দায়ের করেনি পাকিস্তান ৷ শুধু তাই নয়, FATF-র কয়েকজন সদস্য জানিয়েছেন, জঙ্গিনেতা হাফিজ় সইদ ও আজ়হার মাসুদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ যদিও ইসলামাবাদের দাবি, লস্কর-ই-তইবা, জামাত-উদ্-দাওয়া, জইশ-ই-মহম্মদের প্রায় 700র বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা ৷

আরও পড়ুন : কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয়, পাকিস্তানের দাবি উড়িয়ে ফের জানাল অ্যামেরিকা

রাষ্ট্রসংঘ যখন জ়ইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজ়হারকে বিশ্বের অন্যতম সন্ত্রাসবাদীর তকমা দেয় তখনই ভারতের পক্ষ থেকে FATF-র কাছে আর্জি জানানো হয়, পাকিস্তানকেও কালো তালিকাভুক্ত দেশগুলোর আওতায় আনা হোক ৷ কারণ তারা সন্ত্রাসবাদে আর্থিক সহায়তা করে সন্ত্রাস দমনের ক্ষেত্রে আন্তর্জাতিক মান পূরণে সম্পূর্ণ ব্যর্থ ৷

2018-র জুনেই FATF পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করে ৷ এর পরবর্তী ধাপই হল কালো তালিকা ৷ এশিয়া প্যাসিফিক গ্রুপের 11টি প্যারামিটারের মধ্যে 10টি প্য়ারামিটার পূরণ করতে ব্যর্থ হয়েছে ইসলামাবাদ ৷ চলতি বছরের জুনে FATF পাকিস্তানকে নির্দেশ দেয়, অক্টোবরের মধ্যে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করতে হবে । জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান করে সন্ত্রাসবাদী কার্যকলাপ দমন করতে হবে । FATF তদন্ত করে দেখেছে, একটা শর্তও পাকিস্তান মানেনি ।

পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করা হবে কি না তা আগামী সপ্তাহের মধ্যেই জানিয়ে দেবে FATF ।

ইসলামাবাদ, 23 অগাস্ট : সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকায় ক্ষুব্ধ এশিয়া প্যাসিফিক গ্রুপ ৷ বিভিন্ন মহলের দাবি, তারা সন্ত্রাসে মদত দিচ্ছে । এই বিষয়টিকে মাথায় রেখে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার চিন্তাভাবনা চলছে । আলোচনা চলছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের শাখা সংগঠন এশিয়া প্যাসিফিক গ্রুপে ৷ পাকিস্তান কালো তালিকাভুক্ত হলে তাদের উপর আন্তর্জাতিক সংগঠনের নানান বিধি-নিষেধ জারি হবে ৷

ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) তদন্ত করে দেখেছে, দেশে আর্থিক তছরুপ ও সন্ত্রাসবাদে অর্থ জোগানে 40টি'র মধ্যে প্রায় 32টি কেসের কোনও অভিযোগ দায়ের করেনি পাকিস্তান ৷ শুধু তাই নয়, FATF-র কয়েকজন সদস্য জানিয়েছেন, জঙ্গিনেতা হাফিজ় সইদ ও আজ়হার মাসুদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ যদিও ইসলামাবাদের দাবি, লস্কর-ই-তইবা, জামাত-উদ্-দাওয়া, জইশ-ই-মহম্মদের প্রায় 700র বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা ৷

আরও পড়ুন : কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয়, পাকিস্তানের দাবি উড়িয়ে ফের জানাল অ্যামেরিকা

রাষ্ট্রসংঘ যখন জ়ইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজ়হারকে বিশ্বের অন্যতম সন্ত্রাসবাদীর তকমা দেয় তখনই ভারতের পক্ষ থেকে FATF-র কাছে আর্জি জানানো হয়, পাকিস্তানকেও কালো তালিকাভুক্ত দেশগুলোর আওতায় আনা হোক ৷ কারণ তারা সন্ত্রাসবাদে আর্থিক সহায়তা করে সন্ত্রাস দমনের ক্ষেত্রে আন্তর্জাতিক মান পূরণে সম্পূর্ণ ব্যর্থ ৷

2018-র জুনেই FATF পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করে ৷ এর পরবর্তী ধাপই হল কালো তালিকা ৷ এশিয়া প্যাসিফিক গ্রুপের 11টি প্যারামিটারের মধ্যে 10টি প্য়ারামিটার পূরণ করতে ব্যর্থ হয়েছে ইসলামাবাদ ৷ চলতি বছরের জুনে FATF পাকিস্তানকে নির্দেশ দেয়, অক্টোবরের মধ্যে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করতে হবে । জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান করে সন্ত্রাসবাদী কার্যকলাপ দমন করতে হবে । FATF তদন্ত করে দেখেছে, একটা শর্তও পাকিস্তান মানেনি ।

পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করা হবে কি না তা আগামী সপ্তাহের মধ্যেই জানিয়ে দেবে FATF ।

New York, Aug 23 (ANI): United Nations met on safety of religious minorities' on August 22 and slammed China and Pakistan for discrimination against Ahmadis and Christians. President of Human Rights Focus Pakistan, Naveed Walter said, "Today, large number of people is marginalized in their own society. The biased behavior dwells in other areas also, like the minorities on basis of religious affiliation as like in Pakistan, Ahmadis having a situation, like China, growing no. of countries using national security as pretext for restricted religious expression at role of religion in public domain." Meanwhile, Lord Ahmad, Prime Minister's Special Envoy on Freedom of Religion or Belief, UK said, "United Kingdom has spoken up for rights of religious communities and minorities across world, from Uyghurs in China, Christians and Ahmadis in Pakistan."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.