ইসলামাবাদ, 1 এপ্রিল : লকডাউন ঘোষণার জন্য ক্ষমা চাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভুল ধরিয়ে দিল সেদেশেরই এক সংবাদমাধ্যম । ইমরান খানই বুঝতে ভুল করেছেন বলে জানিয়েছে তারা ।
সোমবার দেশবাসীর উদ্দেশে বক্তব্য পেশের সময় ইমরান খান বোঝাচ্ছিলেন কেন লকডাউন ঘোষণা পাকিস্তানের পক্ষে খারাপ হতে পারে । তখনই তিনি নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে আনেন । বলেন, কয়েকদিন আগে নরেন্দ্র মোদিও দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন । কিন্তু তিনি এখন তাঁর সিদ্ধান্তের জন্য ভারতবাসীর কাছে ক্ষমা চাইছেন ।
ইমরান খানের এই ভুল শুধরে দিতে এগিয়ে আসে পাকিস্তানের একটি সংবাদমাধ্যম । তারা তথ্য দিয়ে জানায় যে, ইমরান খানের বক্তব্য ঠিক নয় । নরেন্দ্র মোদি কখনই লকডাউন ঘোষণার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাননি । বরং লকডাউনের জেরে সাধারণ মানুষ যে সমস্যার মুখোমুখি হচ্ছে তার জন্য ক্ষমা চেয়েছেন তিনি ।
লকডাউন ঘোষণার পর রবিবারই প্রথম মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন নরেন্দ্র মোদি । সেখানে লকডাউনের জন্য দেশবাসীকে যে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তার জন্য ক্ষমা চান তিনি। বলেন, কোরোনা মোকাবিলায় লকডাউন আবশ্যিক । এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য আর কোনও উপায় ছিল না ।