ETV Bharat / international

ইসলামাবাদ-বেজিং বিদেশমন্ত্রী স্তরে বৈঠকে গুরুত্ব পেল কাশ্মীর প্রসঙ্গ - ওয়্যাং ই

ভারত কাশ্মীরের আইন বদলে জনসংখ্যার অনুপাত বদলাতে চায় ৷ গতকাল ফোনে কথা বলার সময় চিনের বিদেশমন্ত্রী ওয়্যাং ই-কে এমনই জানান পাকিস্তানের বিদেশমন্ত্রী মেহমুদ কুরেশি ৷

মেহমুদ কুরেশি
মেহমুদ কুরেশি
author img

By

Published : Jul 4, 2020, 7:49 PM IST

ইসলামাবাদ, 4 জুলাই : চিনের বিদেশমন্ত্রী ওয়্যাং ই-র সঙ্গে গতকাল ফোনে কথা বলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ৷ দ্বিপাক্ষিক সম্পর্কে আরও মজবুত করতে আলোচনা করেন তাঁরা ৷ এছাড়া, কাশ্মীর ইশু ও আফগানিস্তানের পরিস্থিতি নিয়েও আলোচনা হয় ৷

পাকিস্তান বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, কুরেশি ওয়্যাঙের সঙ্গে ফোনে কথা বলার সময় আঞ্চলিক সুরক্ষা পরিস্থিতি অবনতির বিষয়ে এবং ভারতের যুদ্ধের ভঙ্গিমা এই অঞ্চলে শান্তি বিঘ্নিত করছে বলেও জোর দিয়েছিলেন ৷ তিনি বলেন, "ভারতের উস্কানির মুখেও পাকিস্তান সংযত ছিল ৷" তাঁর অভিযোগ, ভারত প্রকৃত নিয়ন্ত্রণরেখাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ৷

ভারতের বিদেশমন্ত্রকের মন্তব্য অনুযায়ী, ভারতীয় সেনা সবচেয়ে বেশি সংযত রয়েছে ৷ অপ্ররোচিত লঙ্ঘনের বিষয়ে ও সীমান্তে জঙ্গীদের অনুপ্রবেশের চেষ্টা বন্ধ করে ভারতীয় সেনা ৷ ভারতের তরফে বারবার পাকিস্তানের সেনাকে বলা হয়েছে, 2003-এর যুদ্ধবিরতি মেনে চলা হোক এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ও আন্তর্জাতিক সীমান্তেও শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখা হোক ৷

কুরেশি ওয়্যাংকে বলেন, ভারত কাশ্মীরের অধিবাসী আইন বদলে জনসংখ্যার অনুপাত বদলাতে চায় ৷ ভারতের তরফে জানানো হয়েছিল, 370 ধারার অধীনে থাকায় জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস বাড়ছিল ৷ তাই গতবছর 5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে ভারত সরকার ৷

পাকিস্তানের স্টক এক্সচেঞ্জে হামলার বিষয়েও কথা বলেন কুরেশি ৷ তিনি ফোনে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থায়িত্ব নষ্ট করার জন্যই এই হামলা করা হয়েছিল ৷ একে অপরকে বিভিন্ন বিষয়ে সমর্থন করবে বলেও জানায় দুই পক্ষ ৷ দুই দেশের দুই মন্ত্রীর আশা, পরের বৈঠকে চিন-আফগানিস্তান-পাকিস্তান তিন দেশের বিদেশমন্ত্রীরা উপস্থিত থাকবেন ৷ কোরোনা মহামারীর পর অর্থনৈতিক দিককে পুনরূদ্ধারের জন্য বিভিন্ন পদক্ষেপ করবে বলেও নিশ্চিত করে দুই দেশ ৷

ওয়্যাং জানিয়েছেন, চিন ও পাকিস্তানের একসঙ্গে কাজ করা উচিত ৷ বিভিন্ন চ্যালেঞ্জ, শান্তি ও স্থায়ী অবস্থা বজায় রাখার জন্যও একসঙ্গে কাজ করা উচিৎ দুই দেশের ৷ প্রদেশে শান্তিপূর্ণ অবস্থা রাখার জন্য পাকিস্তানের প্রশংসা করেন ৷ এছাড়া, প্রতিটি পরীক্ষার সময় চিনকে সহযোগিতা করার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান ৷

করাচিতে জঙ্গি হামলার বিষয়ে ওয়্যাং বলেন, সন্ত্রাসকে ধ্বংস করার বিষয়ে পাকিস্তানের সরকারের সমস্ত চেষ্টাকে সমর্থন করে চিন ৷ তিনি আশা করেন, পাকিস্তান সরকার চিনা সংস্থাগুলির জন্য এবং পাকিস্তানে থাকা চিনা নাগরিকদের জন্য আরও বেশি সুরক্ষার ব্যবস্থা করবে ৷

ইসলামাবাদ, 4 জুলাই : চিনের বিদেশমন্ত্রী ওয়্যাং ই-র সঙ্গে গতকাল ফোনে কথা বলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ৷ দ্বিপাক্ষিক সম্পর্কে আরও মজবুত করতে আলোচনা করেন তাঁরা ৷ এছাড়া, কাশ্মীর ইশু ও আফগানিস্তানের পরিস্থিতি নিয়েও আলোচনা হয় ৷

পাকিস্তান বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, কুরেশি ওয়্যাঙের সঙ্গে ফোনে কথা বলার সময় আঞ্চলিক সুরক্ষা পরিস্থিতি অবনতির বিষয়ে এবং ভারতের যুদ্ধের ভঙ্গিমা এই অঞ্চলে শান্তি বিঘ্নিত করছে বলেও জোর দিয়েছিলেন ৷ তিনি বলেন, "ভারতের উস্কানির মুখেও পাকিস্তান সংযত ছিল ৷" তাঁর অভিযোগ, ভারত প্রকৃত নিয়ন্ত্রণরেখাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ৷

ভারতের বিদেশমন্ত্রকের মন্তব্য অনুযায়ী, ভারতীয় সেনা সবচেয়ে বেশি সংযত রয়েছে ৷ অপ্ররোচিত লঙ্ঘনের বিষয়ে ও সীমান্তে জঙ্গীদের অনুপ্রবেশের চেষ্টা বন্ধ করে ভারতীয় সেনা ৷ ভারতের তরফে বারবার পাকিস্তানের সেনাকে বলা হয়েছে, 2003-এর যুদ্ধবিরতি মেনে চলা হোক এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ও আন্তর্জাতিক সীমান্তেও শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখা হোক ৷

কুরেশি ওয়্যাংকে বলেন, ভারত কাশ্মীরের অধিবাসী আইন বদলে জনসংখ্যার অনুপাত বদলাতে চায় ৷ ভারতের তরফে জানানো হয়েছিল, 370 ধারার অধীনে থাকায় জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস বাড়ছিল ৷ তাই গতবছর 5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে ভারত সরকার ৷

পাকিস্তানের স্টক এক্সচেঞ্জে হামলার বিষয়েও কথা বলেন কুরেশি ৷ তিনি ফোনে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থায়িত্ব নষ্ট করার জন্যই এই হামলা করা হয়েছিল ৷ একে অপরকে বিভিন্ন বিষয়ে সমর্থন করবে বলেও জানায় দুই পক্ষ ৷ দুই দেশের দুই মন্ত্রীর আশা, পরের বৈঠকে চিন-আফগানিস্তান-পাকিস্তান তিন দেশের বিদেশমন্ত্রীরা উপস্থিত থাকবেন ৷ কোরোনা মহামারীর পর অর্থনৈতিক দিককে পুনরূদ্ধারের জন্য বিভিন্ন পদক্ষেপ করবে বলেও নিশ্চিত করে দুই দেশ ৷

ওয়্যাং জানিয়েছেন, চিন ও পাকিস্তানের একসঙ্গে কাজ করা উচিত ৷ বিভিন্ন চ্যালেঞ্জ, শান্তি ও স্থায়ী অবস্থা বজায় রাখার জন্যও একসঙ্গে কাজ করা উচিৎ দুই দেশের ৷ প্রদেশে শান্তিপূর্ণ অবস্থা রাখার জন্য পাকিস্তানের প্রশংসা করেন ৷ এছাড়া, প্রতিটি পরীক্ষার সময় চিনকে সহযোগিতা করার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান ৷

করাচিতে জঙ্গি হামলার বিষয়ে ওয়্যাং বলেন, সন্ত্রাসকে ধ্বংস করার বিষয়ে পাকিস্তানের সরকারের সমস্ত চেষ্টাকে সমর্থন করে চিন ৷ তিনি আশা করেন, পাকিস্তান সরকার চিনা সংস্থাগুলির জন্য এবং পাকিস্তানে থাকা চিনা নাগরিকদের জন্য আরও বেশি সুরক্ষার ব্যবস্থা করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.