ETV Bharat / international

আবিষ্কার কোরোনার প্রতিষেধক, দাবি ইজ়রায়েলের গবেষকদের

কোরোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়েছে, এমনই দাবি করেছেন ইজ়রায়েলের মিগাল গ্যালিলি রিসার্চ সেন্টারের একদল গবেষক ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 5, 2020, 2:12 PM IST

জেরুজালেম, 5 মার্চ : কোরোনা ভাইরাসের হাত থেকে মুক্তির আশার আলো দেখালেন ইজ়রায়েলের গবেষকরা ৷ তাঁদের দাবি, আবিষ্কার করেছেন কোরোনা ভাইরাসের প্রতিষেধক ৷ উত্তর ইজ়রায়েলের মিগাল গ্যালিলি রিসার্চ সেন্টারের একদল গবেষক সাংবাদিক বৈঠকে জানান, পাখির উপর কোরোনা ভাইরাসের চিকিৎসার পরীক্ষা করা হয়েছে ৷ আবিষ্কৃত হয়েছে প্রতিষেধক ৷

পাখির দেহে কোরোনা ভাইরাসের এই প্রতিষেধক প্রয়োগ করে দেখা যায় পাখিটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে ৷ এবং ইজ়রায়েলের ভলকানি এগ্রিকালচার রিসার্চ ইন্সটিটিউট এই প্রতিষেধকের কার্যকারিতাকে নিশ্চিত বলে জানায় ৷

পাখির দেহে কোরোনা ভাইরাসের জেনেটিক গঠন, আক্রান্ত হওয়ার প্রক্রিয়া ও উপসর্গ মানুষের দেহে সংক্রমণের সঙ্গে অনেকাংশে মিল পাওয়া গিয়েছে ৷ যেহেতু জেনেটিক গঠন একই, তাই চিকিৎসায় সাড়াও একই রকম মিলবে বলে মনে করছেন গবেষকরা ৷ তাঁদের আশা, তিন মাসের মধ্যেই মানুষের জন্যও প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হবে ৷

ওই ইন্সটিটিউটের চিফ অপারেটিং অফিসার ডেভিড জিনডঙ্গ বলেন, ‘‘বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে COVID-19-র প্রতিষেধক আবিষ্কার অত্যন্ত জরুরি ৷ আমরা দিনরাত পরিশ্রম করছি এমন প্রতিষেধক আবিষ্কার করতে, যা মানবদেহে প্রয়োগ করা সম্ভব ৷ আগামী আট থেকে দশ সপ্তাহের মধ্যে ওষুধ প্রস্তুত করা সম্ভব বলেই মনে করছি আমরা এবং 90 দিনের টেস্ট পিরিয়ডে তা রাখা হবে সুরক্ষা নিশ্চিত করতে ৷ কোরোনার ওষুধ পাখিদের সরাসরি খাওয়ানো হয়েছে এবং মানুষদের জন্যও ওষুধটি সরাসরি খাওয়া যাবে, এমনই তৈরি করা হচ্ছে ৷’’

প্রফেসর ডযান লেভানন বলেন, চিকিৎসার গতি কর্তৃপক্ষের সম্মতির উপর নির্ভর করছে ৷ তিনি বলেন, ‘‘বর্তমানে কোরোনা যেভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তাতে বহু মানুষের প্রাণ যাচ্ছে ৷ তাই কর্তৃপক্ষের উচিত পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য প্রয়োজনীয় পরীক্ষা করে দ্রুত ওষুধটিকে সাধারণের ব্যবহারের জন্য সম্মতি দেওয়া ৷ সাধারণভাবে কোনও ওষুধকে সাধারণ মানুষের ব্যবহারযোগ্য হিসাবে গণ্য হতে বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, যাতে লেগে যায় কয়েক বছর ৷’’

জেরুজালেম, 5 মার্চ : কোরোনা ভাইরাসের হাত থেকে মুক্তির আশার আলো দেখালেন ইজ়রায়েলের গবেষকরা ৷ তাঁদের দাবি, আবিষ্কার করেছেন কোরোনা ভাইরাসের প্রতিষেধক ৷ উত্তর ইজ়রায়েলের মিগাল গ্যালিলি রিসার্চ সেন্টারের একদল গবেষক সাংবাদিক বৈঠকে জানান, পাখির উপর কোরোনা ভাইরাসের চিকিৎসার পরীক্ষা করা হয়েছে ৷ আবিষ্কৃত হয়েছে প্রতিষেধক ৷

পাখির দেহে কোরোনা ভাইরাসের এই প্রতিষেধক প্রয়োগ করে দেখা যায় পাখিটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে ৷ এবং ইজ়রায়েলের ভলকানি এগ্রিকালচার রিসার্চ ইন্সটিটিউট এই প্রতিষেধকের কার্যকারিতাকে নিশ্চিত বলে জানায় ৷

পাখির দেহে কোরোনা ভাইরাসের জেনেটিক গঠন, আক্রান্ত হওয়ার প্রক্রিয়া ও উপসর্গ মানুষের দেহে সংক্রমণের সঙ্গে অনেকাংশে মিল পাওয়া গিয়েছে ৷ যেহেতু জেনেটিক গঠন একই, তাই চিকিৎসায় সাড়াও একই রকম মিলবে বলে মনে করছেন গবেষকরা ৷ তাঁদের আশা, তিন মাসের মধ্যেই মানুষের জন্যও প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হবে ৷

ওই ইন্সটিটিউটের চিফ অপারেটিং অফিসার ডেভিড জিনডঙ্গ বলেন, ‘‘বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে COVID-19-র প্রতিষেধক আবিষ্কার অত্যন্ত জরুরি ৷ আমরা দিনরাত পরিশ্রম করছি এমন প্রতিষেধক আবিষ্কার করতে, যা মানবদেহে প্রয়োগ করা সম্ভব ৷ আগামী আট থেকে দশ সপ্তাহের মধ্যে ওষুধ প্রস্তুত করা সম্ভব বলেই মনে করছি আমরা এবং 90 দিনের টেস্ট পিরিয়ডে তা রাখা হবে সুরক্ষা নিশ্চিত করতে ৷ কোরোনার ওষুধ পাখিদের সরাসরি খাওয়ানো হয়েছে এবং মানুষদের জন্যও ওষুধটি সরাসরি খাওয়া যাবে, এমনই তৈরি করা হচ্ছে ৷’’

প্রফেসর ডযান লেভানন বলেন, চিকিৎসার গতি কর্তৃপক্ষের সম্মতির উপর নির্ভর করছে ৷ তিনি বলেন, ‘‘বর্তমানে কোরোনা যেভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তাতে বহু মানুষের প্রাণ যাচ্ছে ৷ তাই কর্তৃপক্ষের উচিত পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য প্রয়োজনীয় পরীক্ষা করে দ্রুত ওষুধটিকে সাধারণের ব্যবহারের জন্য সম্মতি দেওয়া ৷ সাধারণভাবে কোনও ওষুধকে সাধারণ মানুষের ব্যবহারযোগ্য হিসাবে গণ্য হতে বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, যাতে লেগে যায় কয়েক বছর ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.