ETV Bharat / international

পাকিস্তানে কূটনীতিকদের হেনস্থা করা হচ্ছে, প্রতিবাদ ভারতের - army

পাকিস্তানের বিদেশমন্ত্রকের কাছে একটি প্রতিবাদপত্র দিয়েছে ভারত। তাতে বলা হয়েছে, শুধু মার্চে পাকিস্তানে ভারতীয় কূটনীতিকদের হেনস্থা হওয়ার ১৩টি ঘটনা হয়েছে।

ভারত
author img

By

Published : Mar 19, 2019, 8:10 AM IST

ইসলামাবাদ ও দিল্লি, ১৯ মার্চ : পাকিস্তানে ভারতীয় কূটনীতিকদের হেনস্থা হতে হচ্ছে। এমন কী, তাঁদের গতিবিধির উপরও নজর রাখা হচ্ছে। এই নিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রকের কাছে প্রতিবাদ জানাল দিল্লি।

পাকিস্তানের বিদেশমন্ত্রকের কাছে একটি প্রতিবাদপত্র দিয়েছে ভারত। তাতে বলা হয়েছে, শুধু মার্চে পাকিস্তানে ভারতীয় কূটনীতিকদের হেনস্থা হওয়ার ১৩টি ঘটনা হয়েছে। এইরকম ঘটনা বন্ধে পাকিস্তানকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভারত। একইসঙ্গে ঘটনার তদন্তের দাবি জানিয়েছে দিল্লি।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় কমপক্ষে ৪০ জন CRPF জওয়ান শহিদ হন। এর ১২ দিন পর পাকিস্তানে ঢুকে জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। পরদিনই ভারতের আকাশসীমায় ঢুকেছিল পাকিস্তানের কয়েকটি যুদ্ধবিমান। পাকিস্তানের যুদ্ধবিমানকে ধাওয়া করেছিল ভারতের যুদ্ধবিমান। আর সেইসময় পাকিস্তানের ছোড়া গুলির আঘাতে ভেঙে পড়ে মিগ ২১। উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানের সেনার হাতে ধরা পড়েন। ৫৮ ঘণ্টা পর অভিনন্দনকে ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেয় পাকিস্তান।

তবে দুই দেশের কূটনৈতিক চাপানউতোর জারি রয়েছে। এরইমধ্যে কূটনীতিকদের হেনস্থা নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত। প্রতিবাদপত্রে বলা হয়েছে, ৮ মার্চ ভারতের এক ফার্স্ট সেক্রেটারির গাড়ির পিছু ধাওয়া করেছিল পাকিস্তানের নিরাপত্তা সংস্থা। ওইদিনই আরও একজনের পিছু ধাওয়া করেছিল তারা।

৯ মার্চ ডেপুটি হাই কমিশনারের পিছু ধাওয়া করা হয়েছিল। পরদিনও তাঁর পিছু ধাওয়া করা হয়। এমন কী, দুই ভারতীয় আধিকারিকের কাছে একাধিক ভুয়ো ফোন আসে কয়েকদিনে।

এই ধরনের ঘটনা ভিয়েনা কনভেনশনের বিরোধী বলে উল্লেখ করা হয়েছে প্রতিবাদপত্রে। এইসব ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করতে বলা হয়েছে পাকিস্তানকে। এবং ঘটনার তদন্তের দাবি জানিয়েছে ভারত।

ইসলামাবাদ ও দিল্লি, ১৯ মার্চ : পাকিস্তানে ভারতীয় কূটনীতিকদের হেনস্থা হতে হচ্ছে। এমন কী, তাঁদের গতিবিধির উপরও নজর রাখা হচ্ছে। এই নিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রকের কাছে প্রতিবাদ জানাল দিল্লি।

পাকিস্তানের বিদেশমন্ত্রকের কাছে একটি প্রতিবাদপত্র দিয়েছে ভারত। তাতে বলা হয়েছে, শুধু মার্চে পাকিস্তানে ভারতীয় কূটনীতিকদের হেনস্থা হওয়ার ১৩টি ঘটনা হয়েছে। এইরকম ঘটনা বন্ধে পাকিস্তানকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভারত। একইসঙ্গে ঘটনার তদন্তের দাবি জানিয়েছে দিল্লি।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় কমপক্ষে ৪০ জন CRPF জওয়ান শহিদ হন। এর ১২ দিন পর পাকিস্তানে ঢুকে জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। পরদিনই ভারতের আকাশসীমায় ঢুকেছিল পাকিস্তানের কয়েকটি যুদ্ধবিমান। পাকিস্তানের যুদ্ধবিমানকে ধাওয়া করেছিল ভারতের যুদ্ধবিমান। আর সেইসময় পাকিস্তানের ছোড়া গুলির আঘাতে ভেঙে পড়ে মিগ ২১। উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানের সেনার হাতে ধরা পড়েন। ৫৮ ঘণ্টা পর অভিনন্দনকে ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেয় পাকিস্তান।

তবে দুই দেশের কূটনৈতিক চাপানউতোর জারি রয়েছে। এরইমধ্যে কূটনীতিকদের হেনস্থা নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত। প্রতিবাদপত্রে বলা হয়েছে, ৮ মার্চ ভারতের এক ফার্স্ট সেক্রেটারির গাড়ির পিছু ধাওয়া করেছিল পাকিস্তানের নিরাপত্তা সংস্থা। ওইদিনই আরও একজনের পিছু ধাওয়া করেছিল তারা।

৯ মার্চ ডেপুটি হাই কমিশনারের পিছু ধাওয়া করা হয়েছিল। পরদিনও তাঁর পিছু ধাওয়া করা হয়। এমন কী, দুই ভারতীয় আধিকারিকের কাছে একাধিক ভুয়ো ফোন আসে কয়েকদিনে।

এই ধরনের ঘটনা ভিয়েনা কনভেনশনের বিরোধী বলে উল্লেখ করা হয়েছে প্রতিবাদপত্রে। এইসব ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করতে বলা হয়েছে পাকিস্তানকে। এবং ঘটনার তদন্তের দাবি জানিয়েছে ভারত।


Panaji (Goa), Mar 19 (ANI): Pramod Sawant took oath as the new Chief Minister of Goa at the Raj Bhavan in Panaji today. After hours of hectic negotiations by the Bharatiya Janata Party (BJP) leadership with the Maharashtrawadi Gomantak Party (MGP) and Goa Forward Party (GFP) in the wake of Chief Minister Manohar Parrikar's death on March 17, his name was announced for the position of CM on Monday. He took oath along with 11 other ministers. Sudin Dhavalikar of MGP and Vijai Sardesai of GFP also took oath as cabinet ministers today. MGP's Manohar Ajgaonkar, BJP's Mauvin Godinho, Vishwajit Rane, Milind Naik and Nilesh Cabral, Goa Forward Party's Vinod Palyekar and Jayesh Salgaonkar and Independent Member of the Legislative Assembly (MLAs) Rohan Khaunte and Govind Gawade also took oath as state cabinet ministers.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.