ETV Bharat / international

ইসলামাবাদে হচ্ছে প্রথম হিন্দু মন্দির

author img

By

Published : Jun 24, 2020, 6:25 PM IST

ইসলামাবাদে তৈরি হচ্ছে প্রথম হিন্দু মন্দির । নাম রাখা হয়েছে, "ইসলামাবাদ শ্রীকৃষ্ণ মন্দির" ।

pak
pak

ইসলামাবাদ, 24 জুন : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হিন্দুদের উপাসনার জন্য তৈরি হচ্ছে মন্দির । সেখানকার H-9 সেক্টর এলাকায় আজ একটি অনুষ্ঠান হয় । সেখানে এই প্রথম হিন্দু মন্দিরের জন্য জমি বরাদ্দ করা হয়েছে ।

পাকিস্তানের সংসদের মানবাধিকার সচিব লালচাঁদ মালহি এই অনুষ্ঠানে অংশ নেন । তিনি বলেন, “ইসলামাবাদে দুই দশকে হিন্দুদের সংখ্যা বেড়েছে । তাঁদের প্রার্থনার জন্য মন্দির তৈরি করা গুরুত্বপূর্ণ । ইসলামাবাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ অনেকদিন ধরে একটি মন্দির চাইছে । ”

এই মন্দিরটির নামকরণ করা হয়েছে, "ইসলামাবাদ শ্রীকৃষ্ণ মন্দির" । জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশ অনুযায়ী ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির তরফে 2017 সালে মন্দিরের জন্য জমি বরাদ্দ করা হয়েছিল । অন্য সরকারি কাজকর্মের জন্য মন্দির তৈরির কাজ কিছুটা পিছিয়েছে । অবশেষে মন্দির নির্মাণের কাজ শুরু হবে । পরিকল্পনা অনুযায়ী, মন্দির চত্বরে মৃতদেহ দাহ করার একটি পৃথক স্থান থাকবে । মন্দিরের অন্যান্য ধর্মীয় কাজ সেখানে হবে না ।

ইসলামাবাদ, 24 জুন : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হিন্দুদের উপাসনার জন্য তৈরি হচ্ছে মন্দির । সেখানকার H-9 সেক্টর এলাকায় আজ একটি অনুষ্ঠান হয় । সেখানে এই প্রথম হিন্দু মন্দিরের জন্য জমি বরাদ্দ করা হয়েছে ।

পাকিস্তানের সংসদের মানবাধিকার সচিব লালচাঁদ মালহি এই অনুষ্ঠানে অংশ নেন । তিনি বলেন, “ইসলামাবাদে দুই দশকে হিন্দুদের সংখ্যা বেড়েছে । তাঁদের প্রার্থনার জন্য মন্দির তৈরি করা গুরুত্বপূর্ণ । ইসলামাবাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ অনেকদিন ধরে একটি মন্দির চাইছে । ”

এই মন্দিরটির নামকরণ করা হয়েছে, "ইসলামাবাদ শ্রীকৃষ্ণ মন্দির" । জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশ অনুযায়ী ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির তরফে 2017 সালে মন্দিরের জন্য জমি বরাদ্দ করা হয়েছিল । অন্য সরকারি কাজকর্মের জন্য মন্দির তৈরির কাজ কিছুটা পিছিয়েছে । অবশেষে মন্দির নির্মাণের কাজ শুরু হবে । পরিকল্পনা অনুযায়ী, মন্দির চত্বরে মৃতদেহ দাহ করার একটি পৃথক স্থান থাকবে । মন্দিরের অন্যান্য ধর্মীয় কাজ সেখানে হবে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.