বেজিং, 21 মার্চ : পূর্ব চিনের জিয়াংগসু প্রদেশে এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণে 6 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 30 জন। গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে আহতদের।
চিনের জিয়াংগসু প্রদেশের ইয়াংচেংয়ে তিয়ানজিয়াই নামের ওই রাসায়ানিক কারখানাতে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সময় দুপুর 2টা 50 মিনিট নাগাদ বিস্ফোরণটি হয়। প্রকাশিত এক CCTV ফুটেজে দেখা যায় বিস্ফোরণের তীব্রতায় এলাকার বাড়ির জানলার কাচ ভেঙে গেছে। ঘন কালো ধোঁয়ায় গোটা এলাকা ছেয়ে গেছে। বিস্ফোরণের জেরে কিছু দূরের লিয়াংইয়ুংগ্যাং শহরে মৃদু কম্পন অনুভূত হয়েছে।
দুর্ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন ও উদ্ধারকর্মী। পাশাপাশি নিরাপত্তাকর্মীদের মোতায়েন করা হয়েছে সেখানে। চিনের সরকারি সংবাদসংস্থা জিংহুয়া জানিয়েছে, এক রাসায়নিক সার কারখানা থেকেই প্রথমে আগুন ছড়ায়। তবে বিস্ফোরণের আসল কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।