ETV Bharat / international

এবার আরও বড় ব্য়বধানে জিতব : ডোনাল্ড ট্রাম্প - ডোনাল্ড ট্রাম্প

পেনসিলভেনিয়ার এই নির্বাচনী ভাষণে তিনি জো বিডেনকে ঘুমন্ত জো বলে কটাক্ষ করেন ৷ পাশাপাশি জো বিডেনকে ধনী উদারপন্থী ভণ্ড বলে আক্রমণ করেন ৷ তিনি বলেন, নভেম্বরের তিন তারিখ ভোট দিন এবং জো বিডেনকে ছুড়ে ফেলুন ৷

trump-says-will-win-by-bigger-margin-seeks-thundering-defeat-for-rival-biden
আরও বড় ব্য়বধানে জিতব, দাবি ট্রাম্পের
author img

By

Published : Oct 21, 2020, 8:53 PM IST

ওয়াশিংটন, 21 অক্টোবর : 2016 সালের থেকেও বড় ব্যবধানে জিতবেন তিনি । দাবি করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, 3 নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্য়াট প্রার্থী জো বিডেনকে উড়িয়ে দেবেন তিনি ৷ এক ঘণ্টারও বেশি লম্বা নির্বাচনী ভাষণে ট্রাম্প আরও বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী বিডেন এবং তাঁর সহকারি কমলা হ্য়ারিস নির্বাচনে জিতে এলে অ্যামেরিকাকে একটি সোস্য়ালিস্ট কান্ট্রিতে পরিণত করবে ৷

পেনসিলভেনিয়ার এই নির্বাচনী ভাষণে তিনি জো বিডেনকে ঘুমন্ত জো বলে কটাক্ষ করেন ৷ পাশাপাশি জো বিডেনকে ধনী উদারপন্থী ভণ্ড বলে আক্রমণ করেন ৷ তিনি বলেন, নভেম্বরের তিন তারিখ ভোট দিন এবং জো বিডেনকে ছুড়ে ফেলুন ৷

প্রায় এক ঘণ্টার উপর ঠান্ডার মধ্য়ে ট্রাম্পের জন্য় অপেক্ষা করছিলেন তাঁর সমর্থকরা ৷ তাঁদের উৎসাহিত করতে তিনি বলেন, এবারের নির্বাচনে তিনি গতবারের থেকেও বড় ব্য়বধানে জিতবেন ৷ তাঁর সমর্থনে বিশাল জনসমাগম দেখে ট্রাম্প বলেন, "আজকের এই দিনটাকে ভুলতে পারব না ৷ শেষ কোথায় এত জনসমাগম হয়েছিল তা সবাই জানতে চাইবেন ৷ এবার আপনারা দেখবেন কী হয়। "

পেনসিলভেনিয়ার জনসভায় ট্রাম্পের সমর্থনে কংগ্রেসের মাইক ক্য়ালি বলেন, তাঁর সারা জীবনে তিনি ডোনাল্ড ট্রাম্পের মতো দ্বিতীয় কাউকে দেখেননি ৷ তবে এই সময়েই পরিস্থিতি বদলে যায় ৷ ট্রাম্পের বক্তৃতা চলাকালীন হঠাৎই মাইক বন্ধ হয়ে যায় ৷ আর ভিড়ের মধ্যে থেকে স্লোগান উঠতে শুরু করে, ‘‘আবারও ভুয়ো খবর আসতে শুরু করেছে’’ ৷ তবে, কিছুক্ষণের মধ্য়ে মাইক ঠিক হয়ে যেতে ট্রাম্প কোনওরকমে পরিস্থিতি সামাল দেন ৷ তাঁর ভাষণের শেষে ট্রাম্প বলেন, পেনসিলভেনিয়া তাঁর হয়ে ভোট দিলে তাদের সকল স্বার্থরক্ষা হবে এবং অ্যামেরিকা কোনওদিনই সোশালিস্ট দেশে পরিণত হবে না ৷

ওয়াশিংটন, 21 অক্টোবর : 2016 সালের থেকেও বড় ব্যবধানে জিতবেন তিনি । দাবি করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, 3 নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্য়াট প্রার্থী জো বিডেনকে উড়িয়ে দেবেন তিনি ৷ এক ঘণ্টারও বেশি লম্বা নির্বাচনী ভাষণে ট্রাম্প আরও বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী বিডেন এবং তাঁর সহকারি কমলা হ্য়ারিস নির্বাচনে জিতে এলে অ্যামেরিকাকে একটি সোস্য়ালিস্ট কান্ট্রিতে পরিণত করবে ৷

পেনসিলভেনিয়ার এই নির্বাচনী ভাষণে তিনি জো বিডেনকে ঘুমন্ত জো বলে কটাক্ষ করেন ৷ পাশাপাশি জো বিডেনকে ধনী উদারপন্থী ভণ্ড বলে আক্রমণ করেন ৷ তিনি বলেন, নভেম্বরের তিন তারিখ ভোট দিন এবং জো বিডেনকে ছুড়ে ফেলুন ৷

প্রায় এক ঘণ্টার উপর ঠান্ডার মধ্য়ে ট্রাম্পের জন্য় অপেক্ষা করছিলেন তাঁর সমর্থকরা ৷ তাঁদের উৎসাহিত করতে তিনি বলেন, এবারের নির্বাচনে তিনি গতবারের থেকেও বড় ব্য়বধানে জিতবেন ৷ তাঁর সমর্থনে বিশাল জনসমাগম দেখে ট্রাম্প বলেন, "আজকের এই দিনটাকে ভুলতে পারব না ৷ শেষ কোথায় এত জনসমাগম হয়েছিল তা সবাই জানতে চাইবেন ৷ এবার আপনারা দেখবেন কী হয়। "

পেনসিলভেনিয়ার জনসভায় ট্রাম্পের সমর্থনে কংগ্রেসের মাইক ক্য়ালি বলেন, তাঁর সারা জীবনে তিনি ডোনাল্ড ট্রাম্পের মতো দ্বিতীয় কাউকে দেখেননি ৷ তবে এই সময়েই পরিস্থিতি বদলে যায় ৷ ট্রাম্পের বক্তৃতা চলাকালীন হঠাৎই মাইক বন্ধ হয়ে যায় ৷ আর ভিড়ের মধ্যে থেকে স্লোগান উঠতে শুরু করে, ‘‘আবারও ভুয়ো খবর আসতে শুরু করেছে’’ ৷ তবে, কিছুক্ষণের মধ্য়ে মাইক ঠিক হয়ে যেতে ট্রাম্প কোনওরকমে পরিস্থিতি সামাল দেন ৷ তাঁর ভাষণের শেষে ট্রাম্প বলেন, পেনসিলভেনিয়া তাঁর হয়ে ভোট দিলে তাদের সকল স্বার্থরক্ষা হবে এবং অ্যামেরিকা কোনওদিনই সোশালিস্ট দেশে পরিণত হবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.