ETV Bharat / international

অ্যামেরিকার কোভিড টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকতে পারেন বিবেক মূর্তি - জো বাইডেন

অ্যামেরিকার প্রেসিডেন্ট হিসেবে জয় নিশ্চিত হওয়ার পর বিজয় ভাষণে শনিবার রাতে জো বাইডেন বলেন, সোমবার তিনি একদল শীর্ষস্থানীয় বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করবেন ৷ যাঁরা বাইডেন-হ্য়ারিস কোভিড পরিকল্পনার নকশা তৈরি করবেন ৷ যা 2021 সালের 20 জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বাইডেন ৷

indian-american-vivek-murthy-expected-to-co-chair-president-elect-bidens-coronavirus-task-force
মার্কিন কোভিড টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকতে পারেন বিবেক মূর্তি
author img

By

Published : Nov 8, 2020, 9:50 PM IST

ওয়াশিংটন, 8 নভেম্বর : অ্যামেরিকায় কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে তৈরি করা হবে একটি টাস্ক ফোর্স ৷ প্রেসিডেন্ট হিসেবে নিজের জয় নিশ্চিত করার পর এমনই জানিয়েছেন জো বাইডেন ৷ সেই টাস্ক ফোর্সের নেতৃত্বাধীন দলের কো-চেয়ারপার্সন হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিবেক মূর্তি ৷ তিনি জো বাইডেনের নির্বাচনী প্রচারের পরিকল্পনার দায়িত্বে ছিলেন ৷ বিবেক মূর্তির বাবা-মা কর্নাটকের বাসিন্দা ছিলেন ৷ তাঁর জন্ম হয় ইংল্য়ান্ডে, সেখান থেকে মার্কিন মুলুকে পড়াশোনা এবং কর্মসূত্রে মাত্র 37 বছর বয়সে 2014 সালে তৎকালীন প্রেসিডন্ট বারাক ওবামার চিকিৎসকদলের 19 তম সদস্য় নির্বাচিত হয়েছিলেন বিবেক ৷ পরে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাঁকে বহিষ্কার করা হয় ৷

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয় নিশ্চিত হওয়ার পর বিজয় ভাষণে শনিবার রাতে জো বাইডেন বলেন, সোমবার তিনি একদল শীর্ষস্থানীয় বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করবেন ৷ যাঁরা বাইডেন-হ্য়ারিস কোভিড পরিকল্পনার নকশা তৈরি করবেন ৷ যা 2021 সালের 20 জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বাইডেন ৷ তবে, কে এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন তা তিনি জানাননি ৷ মার্কিন সংবাদমাধ্য়ম ওয়াশিংটন পোস্টে দাবি করা হয়েছে, টাস্ক ফোর্সের দায়িত্বে থাকতে পারেন প্রাক্তন সার্জন ডাঃ বিবেক মূর্তি এবং প্রাক্তন ফিট অ্য়ান্ড ড্রাগ অ্য়াডমিনিস্ট্রেশন কমিশনার ডেভিড কেসলার ৷ একদিনের মধ্য়ে আলোচনা করে এই টাস্ক ফোর্স গঠন করা হবে বলে জানিয়েছে দা ডেইলি ৷ নিজের ভাষণে বাইডেন জানিয়েছেন, কোরোনা মহামারিকে হারাতে তিনি তাঁর সবরকম প্রচেষ্টা চালিয়ে যাবেন ৷ প্রচারের সময় জনস্বাস্থ্য় এবং কোরোনা ভাইরাস নিয়ে বাইডেনের প্রচারের অন্য়তম পরামর্শদাতা ছিলেন বিবেক মূর্তি ৷ অনেক মনে করেন, তিনি বাইডেনের প্রশাসনে স্বাস্থ্য় সচিবের দায়িত্বও পেতে পারেন ৷

মে মাসে বাইডেনের প্রচারে কংগ্রেসের প্রমীলা জয়পাল এবং বিবেক মূর্তিকে স্বাস্থ্য় সচেতক টাস্ক ফোর্সের দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ এরপরই সেপ্টেম্বরে বিবেক ভারত ও অ্যামেরিকার যৌথ উদ্য়োগের একটি তহবিল গঠনের মঞ্চে বাইডেনকে উদ্দেশ্য় করে বলেছিলেন, তিনি এমন একজন ব্য়ক্তি, যাঁকে বাড়িতে ডিনারের জন্য় আমন্ত্রণ জানানো যায় ৷ বাইডেনের প্রশংসায় তিনি আরো জানিয়েছিলেন, জো বাইডেন একজন নিখুঁত এবং সত্য়িকারের ভালো মানুষ ৷ ফলে , দু’জনের ভালো সম্পর্ক বিবেক মূর্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোরোনা লড়াইয়ের পরিকল্পনার বড় অংশ করে তুলবে ৷ এমনই মনে করা হচ্ছে ৷

ওয়াশিংটন, 8 নভেম্বর : অ্যামেরিকায় কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে তৈরি করা হবে একটি টাস্ক ফোর্স ৷ প্রেসিডেন্ট হিসেবে নিজের জয় নিশ্চিত করার পর এমনই জানিয়েছেন জো বাইডেন ৷ সেই টাস্ক ফোর্সের নেতৃত্বাধীন দলের কো-চেয়ারপার্সন হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিবেক মূর্তি ৷ তিনি জো বাইডেনের নির্বাচনী প্রচারের পরিকল্পনার দায়িত্বে ছিলেন ৷ বিবেক মূর্তির বাবা-মা কর্নাটকের বাসিন্দা ছিলেন ৷ তাঁর জন্ম হয় ইংল্য়ান্ডে, সেখান থেকে মার্কিন মুলুকে পড়াশোনা এবং কর্মসূত্রে মাত্র 37 বছর বয়সে 2014 সালে তৎকালীন প্রেসিডন্ট বারাক ওবামার চিকিৎসকদলের 19 তম সদস্য় নির্বাচিত হয়েছিলেন বিবেক ৷ পরে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাঁকে বহিষ্কার করা হয় ৷

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয় নিশ্চিত হওয়ার পর বিজয় ভাষণে শনিবার রাতে জো বাইডেন বলেন, সোমবার তিনি একদল শীর্ষস্থানীয় বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করবেন ৷ যাঁরা বাইডেন-হ্য়ারিস কোভিড পরিকল্পনার নকশা তৈরি করবেন ৷ যা 2021 সালের 20 জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বাইডেন ৷ তবে, কে এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন তা তিনি জানাননি ৷ মার্কিন সংবাদমাধ্য়ম ওয়াশিংটন পোস্টে দাবি করা হয়েছে, টাস্ক ফোর্সের দায়িত্বে থাকতে পারেন প্রাক্তন সার্জন ডাঃ বিবেক মূর্তি এবং প্রাক্তন ফিট অ্য়ান্ড ড্রাগ অ্য়াডমিনিস্ট্রেশন কমিশনার ডেভিড কেসলার ৷ একদিনের মধ্য়ে আলোচনা করে এই টাস্ক ফোর্স গঠন করা হবে বলে জানিয়েছে দা ডেইলি ৷ নিজের ভাষণে বাইডেন জানিয়েছেন, কোরোনা মহামারিকে হারাতে তিনি তাঁর সবরকম প্রচেষ্টা চালিয়ে যাবেন ৷ প্রচারের সময় জনস্বাস্থ্য় এবং কোরোনা ভাইরাস নিয়ে বাইডেনের প্রচারের অন্য়তম পরামর্শদাতা ছিলেন বিবেক মূর্তি ৷ অনেক মনে করেন, তিনি বাইডেনের প্রশাসনে স্বাস্থ্য় সচিবের দায়িত্বও পেতে পারেন ৷

মে মাসে বাইডেনের প্রচারে কংগ্রেসের প্রমীলা জয়পাল এবং বিবেক মূর্তিকে স্বাস্থ্য় সচেতক টাস্ক ফোর্সের দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ এরপরই সেপ্টেম্বরে বিবেক ভারত ও অ্যামেরিকার যৌথ উদ্য়োগের একটি তহবিল গঠনের মঞ্চে বাইডেনকে উদ্দেশ্য় করে বলেছিলেন, তিনি এমন একজন ব্য়ক্তি, যাঁকে বাড়িতে ডিনারের জন্য় আমন্ত্রণ জানানো যায় ৷ বাইডেনের প্রশংসায় তিনি আরো জানিয়েছিলেন, জো বাইডেন একজন নিখুঁত এবং সত্য়িকারের ভালো মানুষ ৷ ফলে , দু’জনের ভালো সম্পর্ক বিবেক মূর্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোরোনা লড়াইয়ের পরিকল্পনার বড় অংশ করে তুলবে ৷ এমনই মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.