মেক্সিকো, ১০ মার্চ : মেক্সিকোর একটি নাইটক্লাবে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল কমপক্ষে ১৫ জনের। ঘটনায় আহত হয়েছে আরও সাতজন।
গতকাল সকালে সালামাঙ্কা শহরের লা প্লায়া মেনস ক্লাবে তিনটি ভ্যানে করে দুষ্কৃতীরা আসে। সেখানে এসেই গুলি চালাতে থাকে তারা। এই ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ইতিমধ্যেই দুষ্কৃতী দলটির বিরুদ্ধে অভিযান শুরু করেছে গুয়ানাজুয়াতো প্রশাসন।
সেদেশের রাষ্ট্রীয় তেল কম্পানি PEMEX-র প্রধান পাইপলাইনটি সালামাঙ্কায় অবস্থিত। গত কয়েক বছরে সেখানে একাধিকবার তেল চুরির ঘটনা ঘটেছে।