ETV Bharat / entertainment

Actor Vivek Oberoi Duped: কোটি টাকা প্রতারণার শিকার অভিনেতা বিবেক ওবেরয়, পুলিশে দায়ের অভিযোগ - প্রতারণার শিকার অভিনেতা বিবেক

Vivek Oberoi was cheated: 1.55 কোটি টাকা প্রতারণার শিকার অভিনেতা বিবেক ওবেরয় ৷ ব্যবসায় নিজের অংশীদারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন অভিনেতার চার্টাড অ্যাকাউন্ট্যান্ট ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
কোটি টাকা প্রতারণার শিকার অভিনেতা বিবেক ওবেরয়
author img

By

Published : Jul 21, 2023, 8:49 PM IST

হায়দরাবাদ, 21 জুলাই: দেড় কোটি টাকা প্রতারণার শিকার অভিনেতা বিবেক ওবেরয় ৷ ছবি প্রযোজনা সংস্থায় লগ্নি করে সম্প্রতি প্রতারিত হয়েছেন তিনি ৷ শুক্রবার সংবাদমাধ্যমকে জানিয়েছে মুম্বই পুলিশ ৷ ঘটনায় অভিযুক্তরা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছেন ৷ প্রযোজনা সংস্থায় লগ্নির পর ভালো ব্যবসা রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে অভিনেতার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁরই অংশীদারের বিরুদ্ধে ৷

ঘটনার কথা প্রকাশ্যে এসেছে বুধবার ৷ অভিনেতার অ্যাকাউন্ট্যান্ট প্রতারণার অভিযোগ পূর্ব অন্ধেরির এমআইডিসি থানায় দায়ের করেন ৷ জানা গিয়েছে, তিন অভিযুক্ত, যাঁদের মধ্যে একজন প্রযোজকও রয়েছেন, তাঁরা অভিনেতা বিবেকের ব্যবসার অংশীদার ৷ তাঁরা অভিনেতাকে ইভেন্ট এবং ফিল্ম প্রোডাকশন ফার্মে টাকা বিনিয়োগ করতে বলেন ৷ তাঁরা নাকি অভিনেতাকে বোঝান, এই বিনিয়োগ থেকে ভালোরকম লক্ষ্মীলাভ হবে ৷

বিবেকের হিসেবরক্ষক জানিয়েছেন, ব্যবসার লাভ দেখে লগ্নি করেন বিবেক ৷ এই প্রজেক্টে প্রায় 1055 কোটি টাকা বিনিয়োগ করেন তিনি ৷ এমনকী, এই লগ্নিতে যুক্ত ছিলেন অভিনেতার স্ত্রীও ৷ এই ঘটনার পরেই অভিনেতার হয়ে তাঁর হিসেবরক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ ভারতীয় দণ্ডবিধির 34 নম্বর ধারা, 409 ধারা, 419 ধারা ও 420 ধারায় এফআইআর দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন: 'নতুন রেকর্ড তৈরি হবে', 'প্রজেক্ট-কে'র ঝলকে মুগ্ধ প্রভাসের অনুগামীরা

অভিনেতার ফার্ম, ওবেরয় মেগা এন্টারটেইনমেন্ট এলএলপি'র চার্টাড অ্যাকাউন্ট্যান্ট দেবেন বাফনা পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযুক্ত অংশীদারের মধ্যে রয়েছেন, অনান্দিতা এন্টারটেইনমেন্ট এলএলপি-র সঞ্জয় শাহ, নন্দিতা শাহ, রাধিকা নন্দা-সহ অন্যান্যরা ৷

প্রসঙ্গত, 2017 সালে অভিনেতা বিবেক ওবেরয় ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা মিলিতভাবে ওবেরয় অর্গানিক এলএলপি নামে এক সংস্থা তৈরি করেন ৷ এই সংস্থা ছবি প্রযোজনা, অর্গানিক প্রোডাক্ট কেনাবেচার কাজ করে থাকে ৷ কিন্তু গত তিন বছর ধরে তাঁদের ব্যবসায় ক্ষতি হচ্ছিল ৷ জানা গিয়েছে, সেই সময়ই সঞ্জয় নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় বিবেকের ৷

সঞ্জয় ইভেন্ট পরিচালনা থেকে ছবি প্রযোজনা কাজের সঙ্গে যুক্ত ছিলেন ৷ সঞ্জয়ের কাজের অভিজ্ঞতা দেখে তিনি ঠিক করেছিলেন তাঁর সঙ্গে পার্টনারশিপে যাওয়ার ৷ পুলিশি অভিযোগ থেকে আরও জানা গিয়েছে, পারস্পারিক বোঝাপোড়া থেকেই অভিনেতা বিবেক ও সঞ্জয় ওবেরয় অর্গানিক এলএলপি সংস্থার নাম পরিবর্তন করেন ৷

আরও পড়ুন: 'শিবপুর' ছবির প্রিক্যুয়েল আরও ভয়ংকর, জানালেন রাজদীপ

এরপর 2021 সালের নভেম্বর পর্যন্ত অভিনেতা প্রায় 95.72 লাখ টাকা লগ্নি করেন ৷ এই ভাবে আরও নানা খাতে টাকা লগ্নি করতে থাকেন অভিনেতা ৷ পরবর্তী সময়ে জানা যায়, লগ্নির অনেকটা অংশ অভিযুক্ত সঞ্জয় নিজের পকেটে পুড়েছেন ৷ এই ঘটনা সামনে আসার পরেই পুলিশে অভিযোগ দায়ের হয়েছে ৷

হায়দরাবাদ, 21 জুলাই: দেড় কোটি টাকা প্রতারণার শিকার অভিনেতা বিবেক ওবেরয় ৷ ছবি প্রযোজনা সংস্থায় লগ্নি করে সম্প্রতি প্রতারিত হয়েছেন তিনি ৷ শুক্রবার সংবাদমাধ্যমকে জানিয়েছে মুম্বই পুলিশ ৷ ঘটনায় অভিযুক্তরা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছেন ৷ প্রযোজনা সংস্থায় লগ্নির পর ভালো ব্যবসা রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে অভিনেতার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁরই অংশীদারের বিরুদ্ধে ৷

ঘটনার কথা প্রকাশ্যে এসেছে বুধবার ৷ অভিনেতার অ্যাকাউন্ট্যান্ট প্রতারণার অভিযোগ পূর্ব অন্ধেরির এমআইডিসি থানায় দায়ের করেন ৷ জানা গিয়েছে, তিন অভিযুক্ত, যাঁদের মধ্যে একজন প্রযোজকও রয়েছেন, তাঁরা অভিনেতা বিবেকের ব্যবসার অংশীদার ৷ তাঁরা অভিনেতাকে ইভেন্ট এবং ফিল্ম প্রোডাকশন ফার্মে টাকা বিনিয়োগ করতে বলেন ৷ তাঁরা নাকি অভিনেতাকে বোঝান, এই বিনিয়োগ থেকে ভালোরকম লক্ষ্মীলাভ হবে ৷

বিবেকের হিসেবরক্ষক জানিয়েছেন, ব্যবসার লাভ দেখে লগ্নি করেন বিবেক ৷ এই প্রজেক্টে প্রায় 1055 কোটি টাকা বিনিয়োগ করেন তিনি ৷ এমনকী, এই লগ্নিতে যুক্ত ছিলেন অভিনেতার স্ত্রীও ৷ এই ঘটনার পরেই অভিনেতার হয়ে তাঁর হিসেবরক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ ভারতীয় দণ্ডবিধির 34 নম্বর ধারা, 409 ধারা, 419 ধারা ও 420 ধারায় এফআইআর দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন: 'নতুন রেকর্ড তৈরি হবে', 'প্রজেক্ট-কে'র ঝলকে মুগ্ধ প্রভাসের অনুগামীরা

অভিনেতার ফার্ম, ওবেরয় মেগা এন্টারটেইনমেন্ট এলএলপি'র চার্টাড অ্যাকাউন্ট্যান্ট দেবেন বাফনা পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযুক্ত অংশীদারের মধ্যে রয়েছেন, অনান্দিতা এন্টারটেইনমেন্ট এলএলপি-র সঞ্জয় শাহ, নন্দিতা শাহ, রাধিকা নন্দা-সহ অন্যান্যরা ৷

প্রসঙ্গত, 2017 সালে অভিনেতা বিবেক ওবেরয় ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা মিলিতভাবে ওবেরয় অর্গানিক এলএলপি নামে এক সংস্থা তৈরি করেন ৷ এই সংস্থা ছবি প্রযোজনা, অর্গানিক প্রোডাক্ট কেনাবেচার কাজ করে থাকে ৷ কিন্তু গত তিন বছর ধরে তাঁদের ব্যবসায় ক্ষতি হচ্ছিল ৷ জানা গিয়েছে, সেই সময়ই সঞ্জয় নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় বিবেকের ৷

সঞ্জয় ইভেন্ট পরিচালনা থেকে ছবি প্রযোজনা কাজের সঙ্গে যুক্ত ছিলেন ৷ সঞ্জয়ের কাজের অভিজ্ঞতা দেখে তিনি ঠিক করেছিলেন তাঁর সঙ্গে পার্টনারশিপে যাওয়ার ৷ পুলিশি অভিযোগ থেকে আরও জানা গিয়েছে, পারস্পারিক বোঝাপোড়া থেকেই অভিনেতা বিবেক ও সঞ্জয় ওবেরয় অর্গানিক এলএলপি সংস্থার নাম পরিবর্তন করেন ৷

আরও পড়ুন: 'শিবপুর' ছবির প্রিক্যুয়েল আরও ভয়ংকর, জানালেন রাজদীপ

এরপর 2021 সালের নভেম্বর পর্যন্ত অভিনেতা প্রায় 95.72 লাখ টাকা লগ্নি করেন ৷ এই ভাবে আরও নানা খাতে টাকা লগ্নি করতে থাকেন অভিনেতা ৷ পরবর্তী সময়ে জানা যায়, লগ্নির অনেকটা অংশ অভিযুক্ত সঞ্জয় নিজের পকেটে পুড়েছেন ৷ এই ঘটনা সামনে আসার পরেই পুলিশে অভিযোগ দায়ের হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.