ETV Bharat / entertainment

SRK Hosts Pathaan Special Screening: পাঠানের স্পেশাল স্ক্রিনিং করলেন শাহরুখ, সুহানা-আরিয়ান-সহ গোটা পরিবারের ছবি ভাইরাল

25 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির আগে মুম্বইয়ে স্পেশাল স্ক্রিনিং হল পাঠানের (SRK Hosts Pathaan Special Screening)৷ সুহানা ও আরিয়ান-সহ গোটা পরিবারকে নিয়ে নিজের আসন্ন ছবি দেখলেন শাহরুখ খান (Shah Rukh Khan News)৷

Shah Rukh Khan ETV Bharat
শাহরুখ খান
author img

By

Published : Jan 17, 2023, 6:24 PM IST

হায়দরাবাদ, 17 জানুয়ারি: মুক্তির আগে মুম্বইয়ে তাঁর আসন্ন ফিল্ম পাঠানের বিশেষ স্ক্রিনিং করলেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান (SRK Hosts Pathaan Special Screening)৷ যশ রাজ ফিল্মসের অফিসে তিনি সপরিবার পাঠান দেখলেন ৷ স্পেশাল স্ক্রিনিংয়ের সুহানা ও আরিয়ানদের সঙ্গে এসআরকে-এর (Shah Rukh Khan News) ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ।

সপরিবার পাঠান দেখলেন শাহরুখ: বলিউডের বাদশার দিদি শেহনাজ খান, স্ত্রী গৌরী খান এবং শাশুড়ি সবিতা ছিব্বারও জমিয়ে উপভোগ করলেন শাহরুখের অ্যাকশন-ড্রামা (Shah Rukh Khan with Kids at Pathaan Screening)৷ পাপারাৎজিরা যশ রাজ ফিল্মসের প্রাঙ্গণে যে ছবিগুলি সংগ্রহ করেছেন, তা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় ৷ স্বাভাবিকভাবেই সেই ছবি দেখে আপ্লুত শাহরুখ অনুরাগীরা ৷

শোবিজে প্রবেশে প্রস্তুত সুহানা-আরিয়ান: যেহেতু সুহানা এবং আরিয়ান বর্তমানে শোবিজে প্রবেশের জন্য প্রস্তুত, তাই তাঁরা তাঁদের সুপারস্টার বাবার কাজকে কোন দৃষ্টিকোণ থেকে দেখেন সে দিকে সবার নজর রয়েছে ৷ সুহানা জোয়া আখতারের দ্য আর্চিসে ডেবিউ করতে চলেছেন ৷ আর শাহরুখ-পুত্র আরিয়ান খান একটি ওয়েব সিরিজে কাজ শুরু করেছেন ৷ সেটিই হবে তাঁর লেখা ও পরিচালনায় অভিষেক ।

শাহরুখের প্রথম অ্যাকশন ড্রামা: এসআরকে-এর প্রথম অ্যাকশন ড্রামা পাঠান ৷ এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ এর আগে ব্যাং ব্যাং এবং ওয়ারের মতো চলচ্চিত্রগুলি উপহার দিয়েছেন । শাহরুখের সঙ্গে কাজ করা এবং চার বছর পর কামব্যাক করা সুপারস্টারের ফিল্মের পরিচালনার বিষয়ে বলতে গিয়ে সিদ্ধার্থ বলেন যে, এটি একটি "দায়িত্ব"।

আরও পড়ুন: পাঠান মুক্তির আগে হাসিখুশি থাকার মন্ত্র বাতলে দিলেন শাহরুখ

কিং খানকে নিয়ে আপ্লুত পরিচালক: সিদ্ধার্থ বলেছেন যে, এসআরকে যে বিরতি নিয়েছিলেন তার কারণে তিনি দায়িত্বের একটি বৃহত্তর অনুভূতি অনুভব করেন এবং এটি পাঠানের জন্য প্রচুর প্রত্যাশা ও উত্তেজনা তৈরি করেছে । পরিচালকের কথায়, "ফিল্মটি যখন মুক্তির পথে তখন বুঝতে পারছি এর ফ্যান বেস কতটা বড় ৷ তাই হ্যাঁ, এটি একটি আশ্চর্যজনক অনুভূতি এবং এটি কোথাও উত্তেজনাপূর্ণও কারণ আমরা জানি যে আমরা এমন একটি চলচ্চিত্র তৈরি করেছি যা সবাইকে খুশি ও গর্বিত করবে ৷"

প্রেক্ষাগৃহে ও ওটিটিটে পাঠানের মুক্তির তারিখ: ইতিমধ্যে নির্মাতারা পাঠানের জন্য ওটিটি রিলিজের তারিখটিও লক করে ফেলেছে । পাঠান 25 এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেতে চলেছে ৷ তবে ওয়াইআরএফ এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি । পাঠান হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় আগামী 25 জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে।

হায়দরাবাদ, 17 জানুয়ারি: মুক্তির আগে মুম্বইয়ে তাঁর আসন্ন ফিল্ম পাঠানের বিশেষ স্ক্রিনিং করলেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান (SRK Hosts Pathaan Special Screening)৷ যশ রাজ ফিল্মসের অফিসে তিনি সপরিবার পাঠান দেখলেন ৷ স্পেশাল স্ক্রিনিংয়ের সুহানা ও আরিয়ানদের সঙ্গে এসআরকে-এর (Shah Rukh Khan News) ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ।

সপরিবার পাঠান দেখলেন শাহরুখ: বলিউডের বাদশার দিদি শেহনাজ খান, স্ত্রী গৌরী খান এবং শাশুড়ি সবিতা ছিব্বারও জমিয়ে উপভোগ করলেন শাহরুখের অ্যাকশন-ড্রামা (Shah Rukh Khan with Kids at Pathaan Screening)৷ পাপারাৎজিরা যশ রাজ ফিল্মসের প্রাঙ্গণে যে ছবিগুলি সংগ্রহ করেছেন, তা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় ৷ স্বাভাবিকভাবেই সেই ছবি দেখে আপ্লুত শাহরুখ অনুরাগীরা ৷

শোবিজে প্রবেশে প্রস্তুত সুহানা-আরিয়ান: যেহেতু সুহানা এবং আরিয়ান বর্তমানে শোবিজে প্রবেশের জন্য প্রস্তুত, তাই তাঁরা তাঁদের সুপারস্টার বাবার কাজকে কোন দৃষ্টিকোণ থেকে দেখেন সে দিকে সবার নজর রয়েছে ৷ সুহানা জোয়া আখতারের দ্য আর্চিসে ডেবিউ করতে চলেছেন ৷ আর শাহরুখ-পুত্র আরিয়ান খান একটি ওয়েব সিরিজে কাজ শুরু করেছেন ৷ সেটিই হবে তাঁর লেখা ও পরিচালনায় অভিষেক ।

শাহরুখের প্রথম অ্যাকশন ড্রামা: এসআরকে-এর প্রথম অ্যাকশন ড্রামা পাঠান ৷ এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ এর আগে ব্যাং ব্যাং এবং ওয়ারের মতো চলচ্চিত্রগুলি উপহার দিয়েছেন । শাহরুখের সঙ্গে কাজ করা এবং চার বছর পর কামব্যাক করা সুপারস্টারের ফিল্মের পরিচালনার বিষয়ে বলতে গিয়ে সিদ্ধার্থ বলেন যে, এটি একটি "দায়িত্ব"।

আরও পড়ুন: পাঠান মুক্তির আগে হাসিখুশি থাকার মন্ত্র বাতলে দিলেন শাহরুখ

কিং খানকে নিয়ে আপ্লুত পরিচালক: সিদ্ধার্থ বলেছেন যে, এসআরকে যে বিরতি নিয়েছিলেন তার কারণে তিনি দায়িত্বের একটি বৃহত্তর অনুভূতি অনুভব করেন এবং এটি পাঠানের জন্য প্রচুর প্রত্যাশা ও উত্তেজনা তৈরি করেছে । পরিচালকের কথায়, "ফিল্মটি যখন মুক্তির পথে তখন বুঝতে পারছি এর ফ্যান বেস কতটা বড় ৷ তাই হ্যাঁ, এটি একটি আশ্চর্যজনক অনুভূতি এবং এটি কোথাও উত্তেজনাপূর্ণও কারণ আমরা জানি যে আমরা এমন একটি চলচ্চিত্র তৈরি করেছি যা সবাইকে খুশি ও গর্বিত করবে ৷"

প্রেক্ষাগৃহে ও ওটিটিটে পাঠানের মুক্তির তারিখ: ইতিমধ্যে নির্মাতারা পাঠানের জন্য ওটিটি রিলিজের তারিখটিও লক করে ফেলেছে । পাঠান 25 এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেতে চলেছে ৷ তবে ওয়াইআরএফ এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি । পাঠান হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় আগামী 25 জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.