ETV Bharat / entertainment

SRK on Pathaan Sequel: সিদ্ধার্থ ডাকলেই ছুটে যাব, পাঠানের সিক্যুয়েল প্রসঙ্গে বললেন শাহরুখ - পাঠানের সিক্যুয়েল প্রসঙ্গে বললেন শাহরুখ

5 দিনে বক্স অফিসে 500 কোটি পার ৷ এহেন সাফল্য কি আশা করেছিলেন কেউ ? সোমবার বিকেলে আচমকা সাংবাদিক সম্মেলন কিন্তু তেমন আভাস দিল না ৷ শাহরুখ জানালেন, বহুদিন পর আমার পরিবারে এত আনন্দ ৷

Etv Bharat
পাঠানের সাকসেস ইভেন্ট অনুষ্ঠানে কলাকুশলীরা
author img

By

Published : Jan 30, 2023, 10:02 PM IST

মুম্বই, 30 জানুয়ারি: সাকসেস পার্টি নয়, বরং সাকসেস ইভেন্ট বলা যেতে পারে ৷ মুক্তির পাঁচদিনের মধ্যে আকাশছোঁয়া সাফল্যের পর সোমবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়েছিলেন পাঠান ছবির অমর, আকবর এবং অ্যান্টনি ৷ অর্থাৎ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম (SRK and others interacted with media after huge success of Pathaan) ৷ 5 দিনে বক্স অফিসে 500 কোটি পার ৷ এহেন সাফল্য কি আশা করেছিলেন কেউ ? সোমবার বিকেলে আচমকা সাংবাদিক সম্মেলন কিন্তু তেমন আভাস দিল না ৷ শাহরুখ জানালেন, বহুদিন পর আমার পরিবারে এত আনন্দ ৷

সাংবাদিকদের 'পাঠান' বললেন, "আমাদের জন্য, আমার পরিবারের জন্য এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা দিন ৷ অনেকটা সময় পর আমার পরিবারে এত খুশি ৷" এসআরকে'র আবেগঘন কথোপকথনের মাঝে স্বাভাবিক নিয়মেই প্রশ্ন ভেসে এল ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল নিয়ে ৷ শাহরুখ সেখানেও আত্মবিশ্বাসী ৷ কিং খান বললেন, "পাঠান 2 করার জন্য সিদ্ধার্থ যখনই ডাকুক না কেন, আমি তৈরি ৷ ওরা যদি আমাকে নিয়েই সিক্যুয়েল বানাতে চায়, সেটা অত্যন্ত সম্মানের ৷"

আরও পড়ুন: দেশের এক নম্বর অ্যাকশন হিরো শাহরুখ, পাঠানের ইভেন্টে দাবি জনের

সাংবাদিক সম্মেলনে শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দও (Siddharth Anand) ৷ পরিচালক বললেন, "অন্যান্য পরিচালকদের মতো আমারও ইচ্ছে ছিল অন্তত একবার শাহরুখ খানের সঙ্গে কাজ করা ৷ আমার মনে হয় ওর সঙ্গে কাজ করে পরিচালক হিসেবে জার্নির একটা ধাপ পেরোলাম আমি ৷" বেশরম বিতর্ক, গানের দৃশ্যায়নে সেন্সর বোর্ডের কাঁচি নিয়েও প্রশ্ন আসে পরিচালকের কাছে ৷ পরিচালক বলেন, "সত্যি বলতে গত দু'মাস বেশ দুশ্চিন্তার মধ্যে কেটেছে ৷ তবে সকলে বিতর্ক সরিয়ে আমাদের সমর্থন করেছেন, আমাদের ছবি দেখেছেন ৷ এটাই পরম প্রাপ্তি ৷"

এদিকে একের পর এক নজির গড়ে বিশ্বব্যাপী 500 কোটির ব্যবসা সেরে ফেলেছে 'পাঠান' ৷ এই প্রথম শাহরুখের কোনও ছবি বিশ্বজুড়ে ব্যবসার নিরিখে 500 কোটি ক্লাবের সদস্য হল ৷

মুম্বই, 30 জানুয়ারি: সাকসেস পার্টি নয়, বরং সাকসেস ইভেন্ট বলা যেতে পারে ৷ মুক্তির পাঁচদিনের মধ্যে আকাশছোঁয়া সাফল্যের পর সোমবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়েছিলেন পাঠান ছবির অমর, আকবর এবং অ্যান্টনি ৷ অর্থাৎ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম (SRK and others interacted with media after huge success of Pathaan) ৷ 5 দিনে বক্স অফিসে 500 কোটি পার ৷ এহেন সাফল্য কি আশা করেছিলেন কেউ ? সোমবার বিকেলে আচমকা সাংবাদিক সম্মেলন কিন্তু তেমন আভাস দিল না ৷ শাহরুখ জানালেন, বহুদিন পর আমার পরিবারে এত আনন্দ ৷

সাংবাদিকদের 'পাঠান' বললেন, "আমাদের জন্য, আমার পরিবারের জন্য এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা দিন ৷ অনেকটা সময় পর আমার পরিবারে এত খুশি ৷" এসআরকে'র আবেগঘন কথোপকথনের মাঝে স্বাভাবিক নিয়মেই প্রশ্ন ভেসে এল ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল নিয়ে ৷ শাহরুখ সেখানেও আত্মবিশ্বাসী ৷ কিং খান বললেন, "পাঠান 2 করার জন্য সিদ্ধার্থ যখনই ডাকুক না কেন, আমি তৈরি ৷ ওরা যদি আমাকে নিয়েই সিক্যুয়েল বানাতে চায়, সেটা অত্যন্ত সম্মানের ৷"

আরও পড়ুন: দেশের এক নম্বর অ্যাকশন হিরো শাহরুখ, পাঠানের ইভেন্টে দাবি জনের

সাংবাদিক সম্মেলনে শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দও (Siddharth Anand) ৷ পরিচালক বললেন, "অন্যান্য পরিচালকদের মতো আমারও ইচ্ছে ছিল অন্তত একবার শাহরুখ খানের সঙ্গে কাজ করা ৷ আমার মনে হয় ওর সঙ্গে কাজ করে পরিচালক হিসেবে জার্নির একটা ধাপ পেরোলাম আমি ৷" বেশরম বিতর্ক, গানের দৃশ্যায়নে সেন্সর বোর্ডের কাঁচি নিয়েও প্রশ্ন আসে পরিচালকের কাছে ৷ পরিচালক বলেন, "সত্যি বলতে গত দু'মাস বেশ দুশ্চিন্তার মধ্যে কেটেছে ৷ তবে সকলে বিতর্ক সরিয়ে আমাদের সমর্থন করেছেন, আমাদের ছবি দেখেছেন ৷ এটাই পরম প্রাপ্তি ৷"

এদিকে একের পর এক নজির গড়ে বিশ্বব্যাপী 500 কোটির ব্যবসা সেরে ফেলেছে 'পাঠান' ৷ এই প্রথম শাহরুখের কোনও ছবি বিশ্বজুড়ে ব্যবসার নিরিখে 500 কোটি ক্লাবের সদস্য হল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.