ETV Bharat / entertainment

পথকুকুরদের ঘরে তুললেন সোহা-কুণাল, আদুরে বার্তা শ্রীলেখার - রাস্তার সারমেয়

Sreelekha Mitra on Soha Ali Khan: পথ কুকুরদের আশ্রয় দেওয়ায় সোহা আলি খানের প্রশংসা করলেন শ্রীলেখা মিত্র ৷ জানালেন পাগলদের সংখ্যা বাড়তে থাকুক ৷

Etv Bharat
রাস্তার সারমেয়দের ঘরে তুললেন সোহা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 6:01 PM IST

হায়দরাবাদ, 3 ডিসেম্বর: অভিনেত্রী সোহা আলি খান ও কুণাল খেমুর ইন্সটাগ্রাম হ্যান্ডেল যাঁরা ফলো করেন, তাঁরা সকলেই জানেন বলিউডের এই কাপল কতটা সারমেয়প্রেমী ৷ বিভিন্ন সময়ে তাঁরা রাস্তার সারমেয়দের অ্যাডপ্ট করেন ৷ বিদেশি সারমেয়র পাশাপাশি দেশি সারমেয়দের সোহা বড় করছেন যত্নআত্তি ও ভালোবাসায় ৷ দেশি সারমেয়দের প্রতি সোহা-কুণালের এই ভালোবাসার প্রশংসা করলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷

শনিবার সোহা আলি খান বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ৷ সেখানে দেখা যায় একাধিক পথকুকুরদের কোলে নিয়ে আদর করছেন সোহা-কুণাল ৷ মেয়ে ইনায়াও সেই সব সারমেয়দের সঙ্গে খেলায় মত্ত ৷ সোহা ক্যাপশনে লিখেছেন, "একটা সারমেয়কে বাঁচালে পৃথিবী বদলে যাবে না, কিন্তু একটা সারমেয়র পুরো পৃথিবী বদলে যাবে ৷" কোনও দামি বিদেশি সারমেয় নয়, পথকুকুরদের কাছে টেনে নেন সোহা-কুণাল ৷

সোশাল মিডিয়ায় রবিবার সেই পোস্ট শেয়ার করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "এই রকম পাগলের সংখ্যা বৃদ্ধি পাক ৷ আমি যে কমপ্লেক্সে থাকি সেখানে বাগরি বলে এক মহিলা আমাকে পাগল বলেছিল ৷ এদের কাছে পাগলের পরিভাষা হল, রাস্তার কুকুর-বেড়ালদের প্রতি ভালোবাসা ৷ হ্যাঁ, আমি এই ধরনের পাগল হতে পছন্দ করব মৃত্যুর আগে ও মৃত্যুর পরেও ৷ কোথাও এদের উপর অত্যাচার দেখলে পেত্নি হয়ে ঘাড় মটকাবো, কথা দিলাম ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

একদিকে যেমন সোহা আলি খানের পথ কুকুরদের প্রতি ভালোবাসা নজর আসে তেমনই নজরে আসে টলিউড অভিনেত্রী শ্রীলেখার পথ সারমেয় ও মার্জারপ্রেম অগাধ ৷ তিনি নিজেও বাড়িতে একাধিক পথকুকুরদের ঠাঁই দিয়েছেন ৷ শ্রীলেখার মতো বাংলা ইন্ডাস্ট্রির চেনা মুখ স্বস্তিকা বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা দত্তরাও সারমেয়দের ভালোবাসেন, অ্যাডপ্ট করেন ৷ তাদের জন্য অন্যায়ের প্রতিবাদও করেন ৷

আরও পড়ুন:

1. 'শ্যাম বাহাদুর' ছবির বিশেষ স্ক্রিনিংয়ে সস্ত্রীক সচিন, ভিকির অভিনয় দেখে মুগ্ধ 'ক্রিকেটঈশ্বর'

2. বেঙ্গলি প্যানোরামা বিভাগে নির্বাচিত দেবপ্রতীমের ছবি 'আবার আসিব ফিরে', তালিকায় স্বস্তিকার 'বিজয়ার পরে'

3. পিঠের চোটে কাবু আল্লু অর্জুন, মাধপথে বন্ধ 'পুষ্পা 2' ছবির শুটিং

হায়দরাবাদ, 3 ডিসেম্বর: অভিনেত্রী সোহা আলি খান ও কুণাল খেমুর ইন্সটাগ্রাম হ্যান্ডেল যাঁরা ফলো করেন, তাঁরা সকলেই জানেন বলিউডের এই কাপল কতটা সারমেয়প্রেমী ৷ বিভিন্ন সময়ে তাঁরা রাস্তার সারমেয়দের অ্যাডপ্ট করেন ৷ বিদেশি সারমেয়র পাশাপাশি দেশি সারমেয়দের সোহা বড় করছেন যত্নআত্তি ও ভালোবাসায় ৷ দেশি সারমেয়দের প্রতি সোহা-কুণালের এই ভালোবাসার প্রশংসা করলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷

শনিবার সোহা আলি খান বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ৷ সেখানে দেখা যায় একাধিক পথকুকুরদের কোলে নিয়ে আদর করছেন সোহা-কুণাল ৷ মেয়ে ইনায়াও সেই সব সারমেয়দের সঙ্গে খেলায় মত্ত ৷ সোহা ক্যাপশনে লিখেছেন, "একটা সারমেয়কে বাঁচালে পৃথিবী বদলে যাবে না, কিন্তু একটা সারমেয়র পুরো পৃথিবী বদলে যাবে ৷" কোনও দামি বিদেশি সারমেয় নয়, পথকুকুরদের কাছে টেনে নেন সোহা-কুণাল ৷

সোশাল মিডিয়ায় রবিবার সেই পোস্ট শেয়ার করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "এই রকম পাগলের সংখ্যা বৃদ্ধি পাক ৷ আমি যে কমপ্লেক্সে থাকি সেখানে বাগরি বলে এক মহিলা আমাকে পাগল বলেছিল ৷ এদের কাছে পাগলের পরিভাষা হল, রাস্তার কুকুর-বেড়ালদের প্রতি ভালোবাসা ৷ হ্যাঁ, আমি এই ধরনের পাগল হতে পছন্দ করব মৃত্যুর আগে ও মৃত্যুর পরেও ৷ কোথাও এদের উপর অত্যাচার দেখলে পেত্নি হয়ে ঘাড় মটকাবো, কথা দিলাম ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

একদিকে যেমন সোহা আলি খানের পথ কুকুরদের প্রতি ভালোবাসা নজর আসে তেমনই নজরে আসে টলিউড অভিনেত্রী শ্রীলেখার পথ সারমেয় ও মার্জারপ্রেম অগাধ ৷ তিনি নিজেও বাড়িতে একাধিক পথকুকুরদের ঠাঁই দিয়েছেন ৷ শ্রীলেখার মতো বাংলা ইন্ডাস্ট্রির চেনা মুখ স্বস্তিকা বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা দত্তরাও সারমেয়দের ভালোবাসেন, অ্যাডপ্ট করেন ৷ তাদের জন্য অন্যায়ের প্রতিবাদও করেন ৷

আরও পড়ুন:

1. 'শ্যাম বাহাদুর' ছবির বিশেষ স্ক্রিনিংয়ে সস্ত্রীক সচিন, ভিকির অভিনয় দেখে মুগ্ধ 'ক্রিকেটঈশ্বর'

2. বেঙ্গলি প্যানোরামা বিভাগে নির্বাচিত দেবপ্রতীমের ছবি 'আবার আসিব ফিরে', তালিকায় স্বস্তিকার 'বিজয়ার পরে'

3. পিঠের চোটে কাবু আল্লু অর্জুন, মাধপথে বন্ধ 'পুষ্পা 2' ছবির শুটিং

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.