ETV Bharat / entertainment

Kiff 2022: চলচ্চিত্র উৎসবে সৌমিত্রের গ্রহণ, লেখক-সাংবাদিকের গল্পে আছেন মৌবনিও

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kiff 2022) সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত 'গ্রহণ' দেখানো হল ৷ লেখক-সাংবাদিকের এই গল্পে আছেন মৌবনি সরকারও (Soumitra Chatterjee's film)৷

soumitra-chatterjees-grohon-screened-at-kiff-2022
চলচ্চিত্র উৎসবে সৌমিত্রের গ্রহণ, লেখক-সাংবাদিকের গল্পে আছেন মৌবনিও
author img

By

Published : Apr 29, 2022, 12:37 PM IST

কলকাতা, 29 এপ্রিল: তাঁকে ছাড়াই এ বার চলচ্চিত্র উৎসবের (Kiff 2022) সাক্ষী কলকাতা । তবে পর্দাতেও তাঁর উপস্থিতি থাকবে না, তা তো হতেই পারে না ৷ পরিচালক অমৃতা রায় এবং অনুব্রত দত্ত বানিয়েছেন 18 মিনিটের শর্ট ফিল্ম 'গ্রহণ' (Grohon screened at Kiff 2022)। এই ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee's film) এবং মৌবনি সরকার ।

একজন লেখক এবং একজন সাংবাদিকের গল্প এটি । পূর্ণেন্দু মুখোপাধ্যায় নামে এই লেখকের নাম ডাক আছে এবং পুরস্কার বিজয়ীও বটে । তার সাক্ষাৎকার নিতে অন্বেষা নামে এক সাংবাদিক যায় শহর ছেড়ে অনেক দূরে, একেবারে 'রিমোট প্লেস'-এ । সেখানে নেটওয়ার্ক পাওয়ার সম্ভাবনা নেই । এক অদ্ভুত বাড়িতে থাকে সেই লেখক । তার মধ্যে দুই ভিন্ন মানুষের বসবাস । একজন খুব শান্ত স্বভাবের ছাপোষা পারিবারিক মানুষ, অন্যজন গোটা পৃথিবীটাকে নিজের ক্ষমতার দ্বারা হাতের মুঠোয় নিতে চায় । অন্বেষা নামে সেই সাংবাদিকের জীবন এই লেখকের সঙ্গে দেখা হওয়ার পরই বদলে যায়। কিন্তু কেন এবং কীভাবে ? সেটাই দেখানো হয়েছে এই ছবিতে ।

আরও পড়ুন: Kiff 2022: সোহমের কলকাতার হ্যারি দেখানো হল চলচ্চিত্র উৎসবে

চিত্রনাট্য লিখেছেন অমৃতা রায় এবং রায়ান ঘোষাল । প্রযোজনায় অমৃতা রায় ৷ 18 মিনিটের এই রঙিন ছবিটি 26 এপ্রিল দেখানো হয় শিশির মঞ্চে । ফের দেখানো হবে 30 এপ্রিল নন্দন 3-এ ।

কলকাতা, 29 এপ্রিল: তাঁকে ছাড়াই এ বার চলচ্চিত্র উৎসবের (Kiff 2022) সাক্ষী কলকাতা । তবে পর্দাতেও তাঁর উপস্থিতি থাকবে না, তা তো হতেই পারে না ৷ পরিচালক অমৃতা রায় এবং অনুব্রত দত্ত বানিয়েছেন 18 মিনিটের শর্ট ফিল্ম 'গ্রহণ' (Grohon screened at Kiff 2022)। এই ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee's film) এবং মৌবনি সরকার ।

একজন লেখক এবং একজন সাংবাদিকের গল্প এটি । পূর্ণেন্দু মুখোপাধ্যায় নামে এই লেখকের নাম ডাক আছে এবং পুরস্কার বিজয়ীও বটে । তার সাক্ষাৎকার নিতে অন্বেষা নামে এক সাংবাদিক যায় শহর ছেড়ে অনেক দূরে, একেবারে 'রিমোট প্লেস'-এ । সেখানে নেটওয়ার্ক পাওয়ার সম্ভাবনা নেই । এক অদ্ভুত বাড়িতে থাকে সেই লেখক । তার মধ্যে দুই ভিন্ন মানুষের বসবাস । একজন খুব শান্ত স্বভাবের ছাপোষা পারিবারিক মানুষ, অন্যজন গোটা পৃথিবীটাকে নিজের ক্ষমতার দ্বারা হাতের মুঠোয় নিতে চায় । অন্বেষা নামে সেই সাংবাদিকের জীবন এই লেখকের সঙ্গে দেখা হওয়ার পরই বদলে যায়। কিন্তু কেন এবং কীভাবে ? সেটাই দেখানো হয়েছে এই ছবিতে ।

আরও পড়ুন: Kiff 2022: সোহমের কলকাতার হ্যারি দেখানো হল চলচ্চিত্র উৎসবে

চিত্রনাট্য লিখেছেন অমৃতা রায় এবং রায়ান ঘোষাল । প্রযোজনায় অমৃতা রায় ৷ 18 মিনিটের এই রঙিন ছবিটি 26 এপ্রিল দেখানো হয় শিশির মঞ্চে । ফের দেখানো হবে 30 এপ্রিল নন্দন 3-এ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.