ETV Bharat / entertainment

Bengali Movie Update: শনিবার ডবল ধামাকা! প্রকাশ্যে আসছে রক্তবীজের ট্রেলার ও দেবের বাঘাযতীনের দ্বিতীয় গান - Bengali Movie Update

শনিবার সিনেপ্রেমীদের জন্য় বড় চমক ৷ একদিকে যেমন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'রক্তবীজ'-এর ট্রেলার মুক্তি পেতে চলেছে তেমনি দেব অভিনীত 'বাঘাযতীন' ছবির দ্বিতীয় গান মুক্তি পেতে চলেছে এদিন ৷

Etv Bharat
শনিবার সিনেপ্রেমীদের জন্য় বড় চমক
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 9:48 PM IST

হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: পুজোয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটি মানেই অন্য কিছু উপহার পেতে চলেছেন দর্শক ৷ একদিকে মায়ের মর্ত্যে আগমনের আনন্দ অন্যদিকে বিনোদনপ্রেমীদের হলমুখী হওয়ার জন্য প্রয়োজনীয় রসদ এই পুজোয় আনছেন অভিনেতা-সাংসদ দেবও ৷ রক্তবীজ ও বাঘাযতীন মুক্তি পাচ্ছে এই পুজোয় ৷ তার আগে কখনও ছবির গান আবার কখনও ছবির ট্রেলার, মেকিং প্রকাশ্যে এনে দর্শকদের মধ্যে কৌতুহল তৈরি করছেন টলিউডের মহারথীরা ৷ শিবপ্রসাদ সোশাল মিডিয়ায় জানালেন শনিবার ট্রেলার মুক্তির কথা ৷ অন্যদিকে অভিনেতা দেব জানালেন শনিবার ছবির নতুন গান মুক্তির কথা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রথমেই আসা যাক শিবপ্রসাদের ছবির বিষয়ে ৷ রক্তবীজ ছবি ঘিরে প্রথম থেকেই আলাদা উত্তেজনা তৈরি হয়েছে ৷ কারণ এই ছবির প্রেক্ষাপট 2014 সালের খাগরাগড় বিস্ফোরণ কাণ্ড ৷ ভিক্টর বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়ের এই ছবি অ্যাকশনে ভরপুর হতে চলেছে, তা নানা পোস্ট দেখেই স্পষ্ট ৷ গান ও টিজারের পর অপেক্ষা ছিল ট্রেলারের ৷ শুক্রবার সন্ধ্যায় শিবপ্রসাদ জানালেন আসছে ট্রেলার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তবে শুধু ট্রেলার নিয়েই তিনি উচ্ছ্বসিত নন, ছবির শুটিং হয়েছে ইন্ডিয়া গেটের সামনে ৷ যা ছিল তাঁর এক স্বপ্ন ৷ সেই স্বপ্ন সত্যি হওয়ায়, আরও বেশি খুশি পরিচালক ৷ সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, "শনিবার ট্রেলার মুক্তি পাবে ৷ সম্ভবত প্রথমবার কোনো বাংলা সিনেমাতে ইন্ডিয়া গেটের দৃশ্য দেখা যাবে । আমাদের ছবি 'রক্তবীজ'-এ। জানাবেন কেমন লাগলো।" মূলত, হিন্দি ছবি 'রং দে বসন্তী', 'চক দে ইন্ডিয়া', 'ফানাহ'-তে দিল্লির ইন্ডিয়া গেট জায়গা পেয়েছে ৷ এবার বাংলা ছবির শুটিং হল সেখানেই ৷ সেই ছবিও শেয়ার করেছেন পরিচালক শিবপ্রসাদ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: প্রকাশ্যে পরিণীতি-রাঘবের বিয়ের ভিডিয়ো, আবেগতাড়িত অনুরাগীরা

অন্যদিকে, শনিবার মুক্তি পেতে চলেছে বাঘাযতীন ছবির দ্বিতীয় গান 'বাঘা বাঘা হে' ৷ এর আগে তিনি জানিয়েছিলেন বিশেষ শিল্পীদের নিয়ে এই গান গাওয়ানো হয়েছেন ৷ তিনি লেখেন, "বাঘাযতীন ছবির দ্বিতীয় গান আমরা রিলিজ করতে চলেছি ৷ যে গান নবীন প্রজন্মকে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও তাঁর বীর গাথার সঙ্গে পরিচিত করাবে ৷" সেই গানের এক ঝলকও শেয়ার করেন অভিনেতা ৷ 'বাঘা বাঘা হে'-র গীত রতনা ও সঙ্গীত পরিচালনা করেছেন নীলায়ন চট্টোপাধ্যায় ৷ গেয়েছেন বাভ্রবী বসু ও সৃজা গুপ্ত ৷ সঙ্গে একদল বিশেষ খুদেরা ৷

হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: পুজোয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটি মানেই অন্য কিছু উপহার পেতে চলেছেন দর্শক ৷ একদিকে মায়ের মর্ত্যে আগমনের আনন্দ অন্যদিকে বিনোদনপ্রেমীদের হলমুখী হওয়ার জন্য প্রয়োজনীয় রসদ এই পুজোয় আনছেন অভিনেতা-সাংসদ দেবও ৷ রক্তবীজ ও বাঘাযতীন মুক্তি পাচ্ছে এই পুজোয় ৷ তার আগে কখনও ছবির গান আবার কখনও ছবির ট্রেলার, মেকিং প্রকাশ্যে এনে দর্শকদের মধ্যে কৌতুহল তৈরি করছেন টলিউডের মহারথীরা ৷ শিবপ্রসাদ সোশাল মিডিয়ায় জানালেন শনিবার ট্রেলার মুক্তির কথা ৷ অন্যদিকে অভিনেতা দেব জানালেন শনিবার ছবির নতুন গান মুক্তির কথা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রথমেই আসা যাক শিবপ্রসাদের ছবির বিষয়ে ৷ রক্তবীজ ছবি ঘিরে প্রথম থেকেই আলাদা উত্তেজনা তৈরি হয়েছে ৷ কারণ এই ছবির প্রেক্ষাপট 2014 সালের খাগরাগড় বিস্ফোরণ কাণ্ড ৷ ভিক্টর বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়ের এই ছবি অ্যাকশনে ভরপুর হতে চলেছে, তা নানা পোস্ট দেখেই স্পষ্ট ৷ গান ও টিজারের পর অপেক্ষা ছিল ট্রেলারের ৷ শুক্রবার সন্ধ্যায় শিবপ্রসাদ জানালেন আসছে ট্রেলার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তবে শুধু ট্রেলার নিয়েই তিনি উচ্ছ্বসিত নন, ছবির শুটিং হয়েছে ইন্ডিয়া গেটের সামনে ৷ যা ছিল তাঁর এক স্বপ্ন ৷ সেই স্বপ্ন সত্যি হওয়ায়, আরও বেশি খুশি পরিচালক ৷ সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, "শনিবার ট্রেলার মুক্তি পাবে ৷ সম্ভবত প্রথমবার কোনো বাংলা সিনেমাতে ইন্ডিয়া গেটের দৃশ্য দেখা যাবে । আমাদের ছবি 'রক্তবীজ'-এ। জানাবেন কেমন লাগলো।" মূলত, হিন্দি ছবি 'রং দে বসন্তী', 'চক দে ইন্ডিয়া', 'ফানাহ'-তে দিল্লির ইন্ডিয়া গেট জায়গা পেয়েছে ৷ এবার বাংলা ছবির শুটিং হল সেখানেই ৷ সেই ছবিও শেয়ার করেছেন পরিচালক শিবপ্রসাদ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: প্রকাশ্যে পরিণীতি-রাঘবের বিয়ের ভিডিয়ো, আবেগতাড়িত অনুরাগীরা

অন্যদিকে, শনিবার মুক্তি পেতে চলেছে বাঘাযতীন ছবির দ্বিতীয় গান 'বাঘা বাঘা হে' ৷ এর আগে তিনি জানিয়েছিলেন বিশেষ শিল্পীদের নিয়ে এই গান গাওয়ানো হয়েছেন ৷ তিনি লেখেন, "বাঘাযতীন ছবির দ্বিতীয় গান আমরা রিলিজ করতে চলেছি ৷ যে গান নবীন প্রজন্মকে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও তাঁর বীর গাথার সঙ্গে পরিচিত করাবে ৷" সেই গানের এক ঝলকও শেয়ার করেন অভিনেতা ৷ 'বাঘা বাঘা হে'-র গীত রতনা ও সঙ্গীত পরিচালনা করেছেন নীলায়ন চট্টোপাধ্যায় ৷ গেয়েছেন বাভ্রবী বসু ও সৃজা গুপ্ত ৷ সঙ্গে একদল বিশেষ খুদেরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.