ETV Bharat / entertainment

Bloody Daddy Trailer Out: অ্যাকশনে ভরপুর 'ব্লাডি ড্যাডি', মুক্তি পেল শাহিদের নয়া ছবির ট্রেলার - মুক্তি পেল ব্লাডি ড্যাডির ট্রেলার

বুধবার মুক্তি পেল আলি আব্বাস জাফর পরিচালিত নতুন ছবি 'ব্লাডি ড্যাডি'র ট্রেলার ৷ শাহিদের এই ছবি মুক্তি পেতে চলেছে 19 জুন ৷

Bloody Daddy Trailer Out
মুক্তি পেল ব্লাডি ড্যাডির ট্রেলার
author img

By

Published : May 24, 2023, 4:43 PM IST

হায়দরাবাদ, 24 মে: ওটিটিতে 'ফারজি' সিরিজের সাফল্যের পর এবার আসতে চলেছে শাহিদ কাপুরের নতুন ছবি 'ব্লাডি ড্যাডি' ৷ বুধবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷ এই ছবিতেও শাহিদকে দেখা যাবে দুরন্ত অ্যাকশন অবতারে ৷ এখানে শাহিদ যে চরিত্রে অভিনয় করতে চলেছেন তার কাছে সম্পর্কই সব ৷ আর তার জন্য়ই তাঁকে লড়াই করতে দেখা যাবে বাকি পৃথিবীর সঙ্গে ৷ শাহিদের সঙ্গে ট্রেলারে দেখা গিয়েছে সঞ্জয় কাপুর, রণিত রায় এবং ডায়না পেন্টিকেও ৷

প্রায় 2 মিনিটের ট্রেলার শাহিদ দর্শকদের শোনান একটি ভয়ংকর রাতের গল্প ৷ ছবিতে শাহিদের চরিত্র সম্পর্কের জন্য় নিবেদিত প্রাণ ৷ শুধু সম্পর্কের জন্য সে অপরাধ জগতের এক বড় মাথা কিংবা একজন ড্রাগ মাফিয়া অথবা একজন খুনির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ৷ এবার সে কি ফিরে পাবে তাঁর কাছের মানুষটিকে? প্রশ্ন সেটাই ৷

এই ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন আলি আব্বাস জাফর ৷ তাঁকে নিয়ে কথা বলতে গিয়ে শাহিদ আগেই জানিয়েছেন এই ছবির শ্যুটিংয়ের জার্নিটা তাঁর জন্য় একেবারে আনন্দে ভরপুর ছিল ৷ তাঁর মতে আলি অ্যাকশন ছবির ধারাটিকে ভীষণ ভালো বোঝেন ৷ আর সেই কারণেই তাঁর সঙ্গে কাজটা ভীষণ উপভোগ্য় অভিজ্ঞতা হয়ে ওঠে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অভিনেতা আরও জানান, নাচের অভিজ্ঞতা তাঁকে অ্যাকশন সিকোয়েন্সগুলি বুঝতে এবং অ্যাকশন কোরিওগ্র্যাফি বুঝতে ভীষণ সাহায্য করেছে ৷ শাহিদের মতে, লন্ডন এবং হলিউডে থেকে কোরিওগ্রাফার আনা হচ্ছে শুনে তিনি প্রথমে ভেবেছিলেন সবকিছু পণ্ড হতে চলেছে ৷ কারণ তাঁরা রিহার্সালের ওপর ভীষণ জোর দিচ্ছিলেন ৷ আর তাতে শাহিদও একটু অধৈর্য হয়ে পড়েছিলেন ৷ তবে, ভালো নাচ জানায় তাঁর অ্যাকশন কোরিওগ্রাফি বুঝতে অসুবিধা হয়নি বলে জানান শাহিদ ৷ তাঁর এই নতুন ছবি 'ব্লাডি ড্যাডি' জিও সিনেমায় আসছে আগামী 9 জুন ৷

আরও পড়ুন: হোটেল থেকে উদ্ধার 'অনুপমা' খ্যাত অভিনেতা নীতেশের দেহ

হায়দরাবাদ, 24 মে: ওটিটিতে 'ফারজি' সিরিজের সাফল্যের পর এবার আসতে চলেছে শাহিদ কাপুরের নতুন ছবি 'ব্লাডি ড্যাডি' ৷ বুধবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷ এই ছবিতেও শাহিদকে দেখা যাবে দুরন্ত অ্যাকশন অবতারে ৷ এখানে শাহিদ যে চরিত্রে অভিনয় করতে চলেছেন তার কাছে সম্পর্কই সব ৷ আর তার জন্য়ই তাঁকে লড়াই করতে দেখা যাবে বাকি পৃথিবীর সঙ্গে ৷ শাহিদের সঙ্গে ট্রেলারে দেখা গিয়েছে সঞ্জয় কাপুর, রণিত রায় এবং ডায়না পেন্টিকেও ৷

প্রায় 2 মিনিটের ট্রেলার শাহিদ দর্শকদের শোনান একটি ভয়ংকর রাতের গল্প ৷ ছবিতে শাহিদের চরিত্র সম্পর্কের জন্য় নিবেদিত প্রাণ ৷ শুধু সম্পর্কের জন্য সে অপরাধ জগতের এক বড় মাথা কিংবা একজন ড্রাগ মাফিয়া অথবা একজন খুনির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ৷ এবার সে কি ফিরে পাবে তাঁর কাছের মানুষটিকে? প্রশ্ন সেটাই ৷

এই ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন আলি আব্বাস জাফর ৷ তাঁকে নিয়ে কথা বলতে গিয়ে শাহিদ আগেই জানিয়েছেন এই ছবির শ্যুটিংয়ের জার্নিটা তাঁর জন্য় একেবারে আনন্দে ভরপুর ছিল ৷ তাঁর মতে আলি অ্যাকশন ছবির ধারাটিকে ভীষণ ভালো বোঝেন ৷ আর সেই কারণেই তাঁর সঙ্গে কাজটা ভীষণ উপভোগ্য় অভিজ্ঞতা হয়ে ওঠে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অভিনেতা আরও জানান, নাচের অভিজ্ঞতা তাঁকে অ্যাকশন সিকোয়েন্সগুলি বুঝতে এবং অ্যাকশন কোরিওগ্র্যাফি বুঝতে ভীষণ সাহায্য করেছে ৷ শাহিদের মতে, লন্ডন এবং হলিউডে থেকে কোরিওগ্রাফার আনা হচ্ছে শুনে তিনি প্রথমে ভেবেছিলেন সবকিছু পণ্ড হতে চলেছে ৷ কারণ তাঁরা রিহার্সালের ওপর ভীষণ জোর দিচ্ছিলেন ৷ আর তাতে শাহিদও একটু অধৈর্য হয়ে পড়েছিলেন ৷ তবে, ভালো নাচ জানায় তাঁর অ্যাকশন কোরিওগ্রাফি বুঝতে অসুবিধা হয়নি বলে জানান শাহিদ ৷ তাঁর এই নতুন ছবি 'ব্লাডি ড্যাডি' জিও সিনেমায় আসছে আগামী 9 জুন ৷

আরও পড়ুন: হোটেল থেকে উদ্ধার 'অনুপমা' খ্যাত অভিনেতা নীতেশের দেহ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.