ETV Bharat / entertainment

তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে অভিনয়, ফের শোকজ নোটিশ শাহরুখ-অক্ষয়-অজয়কে - অজয় দেবগণ

Promoting Tobacco Products: পানমশালার বিজ্ঞাপন করার জন্য নোটিশ পেলেন শাহরুখ খান, অক্ষয় কুমার ও অজয় দেবগণ ৷ মামলার শুনানি হবে 2024 সালের 9 মে ৷

Etv Bharat
শোকজ নোটিশ পেলেন বলিউডের তিন তারকা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 3:37 PM IST

হায়দরাবাদ, 10 ডিসেম্বর: পানমশালার বিজ্ঞাপন করার জন্য ফের একবার নোটিশ পেলেন বলিউডের তিন তারকা ৷ শাহরুখ খান, অক্ষয় কুমার ও অজয় দেবগণকে নোটিশ পাঠাল এলাহাবাদ হাইকোর্ট ৷ মামলার শুনানি হবে 2024 সালের 9 মে ৷ অন্যদিকে, কেন্দ্র এলাহাবাদ হাইকোর্টকে জানিয়েছে, এই একই বিষয়ে তিন তারকাকে নোটিশ আগেই দেওয়া হয়েছে ৷

জানা গিয়েছে, অ্যাডভোকেট মতিলাল যাদব তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও প্রচার করার বিষয়ে একটি পিটিশন দাখিল করেছিলেন ৷ তিনি পিটিশনে জানিয়েছিলেন, এই সকল বলিউড তারকাদের অগুনতি অনুরাগী রয়েছেন ৷ তারকাদের এই ধরনের প্রচারে বিভ্রান্ত হবেন অনুরাগীরা ৷ তাঁরা তামাকজাত পণ্য ব্যবহার শুরু করবে ৷

এরপর আদালত 2023 সালের অগস্টে ক্যাবিনেট সেক্রেটারি, চিফ কমিশনার এবং সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটিকে নোটিশ জারি করেছিল ৷ নোটিশের জবাবে ডেপুটি সলিসিটর জেনারেল বিচারপতি রাজেশ সিং চৌহানের বেঞ্চকে জানিয়েছিল, অভিনেতা শাহরুখ খান, অক্ষয় কুমার ও অজয় দেবগণকে 20 অক্টোবর শো-কজ নোটিশ জারি করা হয়েছিল ৷ কিন্তু তারপরেও এই বিষয়ে কোনও তারকাই আদালতে যাননি বা নোটিশের উত্তর দেননি ৷

শুক্রবার ডেপুটি সলিসিটর জেনারেল এসবি পাণ্ডে এলাহাবাদ হাইকোর্টকে জানান, কেন্দ্রীয় সরকারের ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ ইতিমধ্যেই অক্ষয় কুমার, শাহরুখ খান ও অজয় দেবগণকে শোকজের নোটিশ পাঠিয়েছে ৷ উল্লেখ্য, এর আগে অক্ষয় কুমার স্পষ্টত জানিয়েছিলেন তিনি তামাকজাত কোনও পণ্যের বিজ্ঞাপন আর করছেন না ৷ চুক্তি বাতিল করেছেন ৷ এমনকী, অনুরাগীদের কাছে ক্ষমাও চান অভিনেতা ৷

আরও পড়ুন

1. নেটফ্লিক্স সিইও-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মহেশ বাবুর, কফি আড্ডায় কোন প্রজেক্টে চমক ?

2. 'বেশিরভাগ নারীই গীতাঞ্জলি, এই চরিত্র আমার চোখে সুন্দর', বিতর্কের মাঝেই সোশাল মিডিয়ায় কড়া জবাব রশ্মিকার

3.কলকাতা চলচ্চিত্র উৎসবে একমাত্র বাংলাদেশি ছবি 'নোনা পানি', সিনেপ্রেমীদের জন্য ওয়ার্ল্ড প্রিমিয়ার 9 ডিসেম্বর

হায়দরাবাদ, 10 ডিসেম্বর: পানমশালার বিজ্ঞাপন করার জন্য ফের একবার নোটিশ পেলেন বলিউডের তিন তারকা ৷ শাহরুখ খান, অক্ষয় কুমার ও অজয় দেবগণকে নোটিশ পাঠাল এলাহাবাদ হাইকোর্ট ৷ মামলার শুনানি হবে 2024 সালের 9 মে ৷ অন্যদিকে, কেন্দ্র এলাহাবাদ হাইকোর্টকে জানিয়েছে, এই একই বিষয়ে তিন তারকাকে নোটিশ আগেই দেওয়া হয়েছে ৷

জানা গিয়েছে, অ্যাডভোকেট মতিলাল যাদব তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও প্রচার করার বিষয়ে একটি পিটিশন দাখিল করেছিলেন ৷ তিনি পিটিশনে জানিয়েছিলেন, এই সকল বলিউড তারকাদের অগুনতি অনুরাগী রয়েছেন ৷ তারকাদের এই ধরনের প্রচারে বিভ্রান্ত হবেন অনুরাগীরা ৷ তাঁরা তামাকজাত পণ্য ব্যবহার শুরু করবে ৷

এরপর আদালত 2023 সালের অগস্টে ক্যাবিনেট সেক্রেটারি, চিফ কমিশনার এবং সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটিকে নোটিশ জারি করেছিল ৷ নোটিশের জবাবে ডেপুটি সলিসিটর জেনারেল বিচারপতি রাজেশ সিং চৌহানের বেঞ্চকে জানিয়েছিল, অভিনেতা শাহরুখ খান, অক্ষয় কুমার ও অজয় দেবগণকে 20 অক্টোবর শো-কজ নোটিশ জারি করা হয়েছিল ৷ কিন্তু তারপরেও এই বিষয়ে কোনও তারকাই আদালতে যাননি বা নোটিশের উত্তর দেননি ৷

শুক্রবার ডেপুটি সলিসিটর জেনারেল এসবি পাণ্ডে এলাহাবাদ হাইকোর্টকে জানান, কেন্দ্রীয় সরকারের ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ ইতিমধ্যেই অক্ষয় কুমার, শাহরুখ খান ও অজয় দেবগণকে শোকজের নোটিশ পাঠিয়েছে ৷ উল্লেখ্য, এর আগে অক্ষয় কুমার স্পষ্টত জানিয়েছিলেন তিনি তামাকজাত কোনও পণ্যের বিজ্ঞাপন আর করছেন না ৷ চুক্তি বাতিল করেছেন ৷ এমনকী, অনুরাগীদের কাছে ক্ষমাও চান অভিনেতা ৷

আরও পড়ুন

1. নেটফ্লিক্স সিইও-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মহেশ বাবুর, কফি আড্ডায় কোন প্রজেক্টে চমক ?

2. 'বেশিরভাগ নারীই গীতাঞ্জলি, এই চরিত্র আমার চোখে সুন্দর', বিতর্কের মাঝেই সোশাল মিডিয়ায় কড়া জবাব রশ্মিকার

3.কলকাতা চলচ্চিত্র উৎসবে একমাত্র বাংলাদেশি ছবি 'নোনা পানি', সিনেপ্রেমীদের জন্য ওয়ার্ল্ড প্রিমিয়ার 9 ডিসেম্বর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.