ETV Bharat / entertainment

Sajal Mandal: 'মন্দার'-এর মজনু বুড়িই এবার দেবের ছবিতে ঋষি অরবিন্দ - সুন্দরবনের সজল মণ্ডল

'মন্দার' সিরিজের ডাইনি বুড়ির চরিত্রে অভিনয় করে যথেষ্ট নজর কেড়েছিলেন সুন্দরবনের সজল মণ্ডল ৷ এবার তাঁকেই দেখা যাবে 'বাঘা যতীন' ছবির অরবিন্দ ঘোষের চরিত্রে ৷ এই স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে তিনি কেমন নজর কাড়েন সেটাই দেখার ৷

Sajal Mandal
ঋষি অরবিন্দের চরিত্রে সজল
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 12:15 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর: কয়েকদিন আগেই 'বাঘা যতীন' ক্ষুদিরাম বসুর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন নির্মাতারা ৷ এই ছবিতে শহীদ এই বিপ্লবীর চরিত্রটি ফুটিয়ে তুলবেন সামিউল আলম ৷ আর এবার পর্দার আরও এক স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন নির্মাতারা ৷ 'বাঘা যতীন' ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্র হয়ে উঠবেন স্বাধীনতা সংগ্রামী তথা ঋষি অরবিন্দ ঘোষ ৷ এই চরিত্রে দেখা যাবে 'মন্দার'-এর মজনু বুড়ি সজল মণ্ডলকে ৷

বাংলা বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে অরবিন্দ ঘোষ এক বর্ণময় চরিত্র ৷ মহারাষ্ট্রের বিপ্লবী দলের নেতা ঠাকুর সাহেবের সংস্পর্শে এসে তিনি দীক্ষিত হন স্বাধীনতার সংগ্রামের ব্রতে ৷ এরপর ভাই বারিন্দ্রকুমার ঘোষকে সঙ্গে তিনি ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতার যুদ্ধে ৷ ব্রিটিশদের সামনেই দেশপ্রেম মূলক পত্রিকার সম্পাদনার সাহস দেখিয়েছিলেন তিনি ৷ তাঁর ওজস্বী লেখনী উদ্বুদ্ধ করেছিল বহু মানুষকে ৷ সেইসময় আলিপুর বোমা মামালাতেও জড়িয়েছিল তাঁঁর নাম ৷ তাঁরই গল্প নিয়ে হাজির হতে চলেছে 'বাঘা যতীন' ৷

এই চরিত্রে অভিনয় করবেন অভিনেতা সজল মণ্ডল ৷ সজল মূলত উঠে এসেছেন থিয়েটারের জগত থেকে ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, তিনি উঠে এসেছেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে ৷ রবীন্দ্র ভারতী থেকে তাঁর নাটক নিয়ে পড়াশোনা ৷ অভিনয় করেছেন একাধিক নাটকে ৷ তাঁর অভিনীত সিরিজের তালিকায় রয়েছে 'মন্দার' ৷ অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত এই সিরিজে বেশ নজর কেড়েছিল তাঁর অভিনয় ৷ মজনু বুড়ির চরিত্রে তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন সমালোচকরাও ৷ সেই মজনু বুড়িই এবার অভিনয় করবেন অরবিন্দর চরিত্রে ৷

আরও পড়ুন: 'শুধু তিনিই পারেন', 'জওয়ান' শাহরুখকে দেখে অভিভূত করণ

'বাঘা যতীন' মুক্তি পেতে চলেছে আগামী দুর্গা পুজোয় ৷ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সৃজা দত্ত, সুদীপা চক্রবর্তী এবং অন্যান্যরা ৷ এখন অপেক্ষা 19 অক্টোবরের ৷ এই ছবিতে এমন এক ঐতিহাসিক চরিত্রে কীভাবে নিজেকে মেলে ধরেন তিনি সেটাই দেখার ৷

কলকাতা, 14 সেপ্টেম্বর: কয়েকদিন আগেই 'বাঘা যতীন' ক্ষুদিরাম বসুর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন নির্মাতারা ৷ এই ছবিতে শহীদ এই বিপ্লবীর চরিত্রটি ফুটিয়ে তুলবেন সামিউল আলম ৷ আর এবার পর্দার আরও এক স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন নির্মাতারা ৷ 'বাঘা যতীন' ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্র হয়ে উঠবেন স্বাধীনতা সংগ্রামী তথা ঋষি অরবিন্দ ঘোষ ৷ এই চরিত্রে দেখা যাবে 'মন্দার'-এর মজনু বুড়ি সজল মণ্ডলকে ৷

বাংলা বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে অরবিন্দ ঘোষ এক বর্ণময় চরিত্র ৷ মহারাষ্ট্রের বিপ্লবী দলের নেতা ঠাকুর সাহেবের সংস্পর্শে এসে তিনি দীক্ষিত হন স্বাধীনতার সংগ্রামের ব্রতে ৷ এরপর ভাই বারিন্দ্রকুমার ঘোষকে সঙ্গে তিনি ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতার যুদ্ধে ৷ ব্রিটিশদের সামনেই দেশপ্রেম মূলক পত্রিকার সম্পাদনার সাহস দেখিয়েছিলেন তিনি ৷ তাঁর ওজস্বী লেখনী উদ্বুদ্ধ করেছিল বহু মানুষকে ৷ সেইসময় আলিপুর বোমা মামালাতেও জড়িয়েছিল তাঁঁর নাম ৷ তাঁরই গল্প নিয়ে হাজির হতে চলেছে 'বাঘা যতীন' ৷

এই চরিত্রে অভিনয় করবেন অভিনেতা সজল মণ্ডল ৷ সজল মূলত উঠে এসেছেন থিয়েটারের জগত থেকে ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, তিনি উঠে এসেছেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে ৷ রবীন্দ্র ভারতী থেকে তাঁর নাটক নিয়ে পড়াশোনা ৷ অভিনয় করেছেন একাধিক নাটকে ৷ তাঁর অভিনীত সিরিজের তালিকায় রয়েছে 'মন্দার' ৷ অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত এই সিরিজে বেশ নজর কেড়েছিল তাঁর অভিনয় ৷ মজনু বুড়ির চরিত্রে তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন সমালোচকরাও ৷ সেই মজনু বুড়িই এবার অভিনয় করবেন অরবিন্দর চরিত্রে ৷

আরও পড়ুন: 'শুধু তিনিই পারেন', 'জওয়ান' শাহরুখকে দেখে অভিভূত করণ

'বাঘা যতীন' মুক্তি পেতে চলেছে আগামী দুর্গা পুজোয় ৷ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সৃজা দত্ত, সুদীপা চক্রবর্তী এবং অন্যান্যরা ৷ এখন অপেক্ষা 19 অক্টোবরের ৷ এই ছবিতে এমন এক ঐতিহাসিক চরিত্রে কীভাবে নিজেকে মেলে ধরেন তিনি সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.