কলকাতা, 3 মে: স্ট্রিমিং শুরু হতে চলেছে 'সাবাশ ফেলুদা'র । জি ফাইভের জন্য এই সিরিজটি বানিয়েছেন অরিন্দম শীল । ফেলুদাকে নিয়ে অরিন্দম শীলের প্রথম কাজ এটাই । সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের 'গ্যাংটকে গণ্ডগোল' গল্প নিয়ে তৈরি হয়েছে 'সাবাশ ফেলুদা' । ফেলু মিত্তিরের চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়, তপেস রঞ্জন মিত্রর চরিত্রে ঋতব্রত মুখোপাধ্যায় । এই সিনেমার সবচেয়ে বড় বিষয় হল এই ফেলুদায় রয়েছে আজকের জমানার ছোঁয়া ৷
এই সিরিজে রয়েছে একজন মহিলা চরিত্র । আইবি অফিসার রিনচেন গংপো । এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে । শশধর বসুর চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী । সিধু জ্যাঠার চরিত্রে দেখা যাবে বিপ্লব চট্টোপাধ্যায়কে । পরিচালক অরিন্দম শীলকে দেখা যাবে সদাশিব সেলভাঙ্করের চরিত্রে । সিরিজের সঙ্গীত পরিচালনায় রয়েছেন বিক্রম ঘোষ, রয়েছে দু'টি গান ।
2017 সালের প্রেক্ষাপটে এই সিরিজ নির্মিত । 2017 সালে সত্যজিৎ রায় বেঁচে থাকলে কেমন ফেলুদা লিখতেন বা বানাতেন, সেই দিকটাকেই ভাবনায় রেখে বানানো হয়েছে সিরিজটি । আজকের দিনে চারমিনার সিগারেট প্রায় মেলে না বললেই চলে । আর তাই তা ফেলুদার হাতে দেখালে দর্শক মেলাতে পারবেন না আজকের সময়ের সঙ্গে । তাই অন্য ব্র্যান্ডের সিগারেট এখানে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক । এখানে ফেলুদা স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, গুগল সবই দেখে । সমসাময়িক দৃষ্টিকোণ থেকেই দেখানোর চেষ্টা করা হয়েছে ফেলুদাকে । গল্পের সারমর্ম একই থাকবে বলে জানিয়েছেন পরিচালক।
প্রসঙ্গত, ফেলুদার ট্রেলার দেখে অনেকেই ভেবেছিলেন রুদ্রনীল ঘোষ এবার জটায়ুর ভূমিকায় । তাই লালমোহনকে পছন্দ না হওয়ার কথা সামাজিক মাধ্যমে জানাতে কার্পণ্য করেননি তাঁরা । অথচ এই গল্পে জটায়ু নেই তা হয় তাঁরা জানেন না, নয়তো ভুলে গিয়েছেন । একইভাবে নতুন ফেলুদা, তোপসেকে নিয়েও নানান মত পোষণ করেছেন অনেকেই । এই সবকিছুকে সঙ্গে নিয়েই 5 মে ওটিটি-তে আসছে 'সাবাশ ফেলুদা' ।
আরও পড়ুন: হিন্দিতে ফেলুদা তৈরি কার্যত অসম্ভব, একান্ত সাক্ষাৎকারে দাবি পরমব্রতর