ETV Bharat / entertainment

Rukmini on Binodini: বিনোদিনীর কথা বলতে গিয়ে চোখে জল রুক্মিণীর, প্রশংসায় ভরালেন পরিচালক - বিনোদিনীর কথা বলতে গিয়ে চোখে জল রুক্মিণীর

রুক্মিণী মৈত্রর নতুন ছবি 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান'-এর শ্যুটিং শেষ ৷ ছবি নিয়ে কথা বলত চোখে জল অভিনেত্রীর (Rukmini New Film Binodini )৷

Rukmini on Binodini
বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবির শ্যুটিং শেষ করলেন ত
author img

By

Published : Mar 22, 2023, 10:06 AM IST

Updated : Mar 22, 2023, 1:38 PM IST

কলকাতা, 22 মার্চ: শ্যুটিং শেষ রুক্মিণী মৈত্রর নতুন ছবি 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান'-এর ৷ পরিচালক রামকমল মুখোপাধ্য়ায়ের হাত ধরে এই স্বপ্নের প্রজেক্ট শুরু করেছিলেন দেবের বান্ধবী ৷ শ্যুটিং শেষ একথা জানাতে গিয়ে চোখ জলে ভরে উঠছে তাঁর ৷ রুক্মিণী আগেই জানিয়েছিলেন, শ্যুটিংয়ের জন্য় কীভাবে নিজের লুক বদলাতে হয়েছে তাঁকে ৷ ঐতিহাসিক একটি চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলা সহজ কাজ নয় ৷ তার জন্য সেই সময়ের ঐতিহাসিক লুককে ফিরিয়ে আনতে হয় ৷ যাই হোক মঙ্গলবার শ্য়ুটিং শেষের কথা বলতে গিয়ে এই সব স্মৃতিতেই ডুব দিলেন রুক্মিণী ৷ আর তাঁর পর্দার বিনোদিনীকে প্রশংসায় ভরালেন পরিচালক রামকমলও (Rukmini New Film Binodini)৷

মঙ্গলবার রুক্মিণী লেখেন, 'বিনোদিনি নিয়ে হাজার হাজার কথা আর লক্ষ লক্ষ স্মৃতি মনে আসছে ৷ কোথা থেকে কথা শুরু করব আমি? শুধু এটুকু বলা যাক, ভিতর থেকে অনেক কিছু বদলে গিয়েছে ৷ এখনও এসব কথা লিখতে বসেও চোখে জল এসে যাচ্ছে ৷ সবচেয়ে কঠিন একটি জার্নির মধ্য়ে দিয়ে এই টিকে থাকা একজন হয়তো কল্পনাও করতে পারবে না ৷ অবশেষে এটা শেষ হল ৷ আজ একটা স্বপ্ন পূরণের দিন ৷' তাঁর দীর্ঘ পোস্টে কাস্ট এবং নির্মাতাদের ধন্যবাদ দিয়ে তিনি এও লিখেছেন বিনোদিনি তাঁর মধ্য়ে চিরকাল থেকে যাবে ৷

শ্য়ুটিং শেষের এই খবর আসার পরেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা ৷ মনামি ঘোষ শেয়ার করেছেন লাভ ইমোজি ৷ ভালোবাসা জানিয়েছেন ঋতুপর্ণাও ৷ পরিচালক রামকমল লিখেছেন, 'রুক্মিণী, আমি বলছি আর কেউই এই চরিত্রটি তোমার থেকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারত না ৷'

আরও পড়ুন: 'অভিনেতা কেকে রায়না দেখে অজিত হওয়ার ইচ্ছে !' ব্যোমকেশের নতুন 'অজিত' ভাস্বরের প্রতিক্রিয়া

দেব এবং রুক্মিণী দু'জনেই কাজ করছেন দুটি ঐতিহাসিক প্রজেক্টে ৷ একদিকে যেমন রুক্মিণী এতদিন ব্যস্ত ছিলেন তাঁর বিনোদিনীর কাজ নিয়ে তেমনই দেব আগামী দিনে পর্দায় আসতে চলেছেন 'বাঘাযতীন' হয়ে ৷ এই ছবির লুকও ইতিমধ্য়েই সামনে এসেছে ৷ শ্যুটিং শেষ হলেও 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' ছবিটি পর্দায় কবে আসছে তা অবশ্য় এখনও জানাননি নির্মাতারা ৷

কলকাতা, 22 মার্চ: শ্যুটিং শেষ রুক্মিণী মৈত্রর নতুন ছবি 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান'-এর ৷ পরিচালক রামকমল মুখোপাধ্য়ায়ের হাত ধরে এই স্বপ্নের প্রজেক্ট শুরু করেছিলেন দেবের বান্ধবী ৷ শ্যুটিং শেষ একথা জানাতে গিয়ে চোখ জলে ভরে উঠছে তাঁর ৷ রুক্মিণী আগেই জানিয়েছিলেন, শ্যুটিংয়ের জন্য় কীভাবে নিজের লুক বদলাতে হয়েছে তাঁকে ৷ ঐতিহাসিক একটি চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলা সহজ কাজ নয় ৷ তার জন্য সেই সময়ের ঐতিহাসিক লুককে ফিরিয়ে আনতে হয় ৷ যাই হোক মঙ্গলবার শ্য়ুটিং শেষের কথা বলতে গিয়ে এই সব স্মৃতিতেই ডুব দিলেন রুক্মিণী ৷ আর তাঁর পর্দার বিনোদিনীকে প্রশংসায় ভরালেন পরিচালক রামকমলও (Rukmini New Film Binodini)৷

মঙ্গলবার রুক্মিণী লেখেন, 'বিনোদিনি নিয়ে হাজার হাজার কথা আর লক্ষ লক্ষ স্মৃতি মনে আসছে ৷ কোথা থেকে কথা শুরু করব আমি? শুধু এটুকু বলা যাক, ভিতর থেকে অনেক কিছু বদলে গিয়েছে ৷ এখনও এসব কথা লিখতে বসেও চোখে জল এসে যাচ্ছে ৷ সবচেয়ে কঠিন একটি জার্নির মধ্য়ে দিয়ে এই টিকে থাকা একজন হয়তো কল্পনাও করতে পারবে না ৷ অবশেষে এটা শেষ হল ৷ আজ একটা স্বপ্ন পূরণের দিন ৷' তাঁর দীর্ঘ পোস্টে কাস্ট এবং নির্মাতাদের ধন্যবাদ দিয়ে তিনি এও লিখেছেন বিনোদিনি তাঁর মধ্য়ে চিরকাল থেকে যাবে ৷

শ্য়ুটিং শেষের এই খবর আসার পরেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা ৷ মনামি ঘোষ শেয়ার করেছেন লাভ ইমোজি ৷ ভালোবাসা জানিয়েছেন ঋতুপর্ণাও ৷ পরিচালক রামকমল লিখেছেন, 'রুক্মিণী, আমি বলছি আর কেউই এই চরিত্রটি তোমার থেকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারত না ৷'

আরও পড়ুন: 'অভিনেতা কেকে রায়না দেখে অজিত হওয়ার ইচ্ছে !' ব্যোমকেশের নতুন 'অজিত' ভাস্বরের প্রতিক্রিয়া

দেব এবং রুক্মিণী দু'জনেই কাজ করছেন দুটি ঐতিহাসিক প্রজেক্টে ৷ একদিকে যেমন রুক্মিণী এতদিন ব্যস্ত ছিলেন তাঁর বিনোদিনীর কাজ নিয়ে তেমনই দেব আগামী দিনে পর্দায় আসতে চলেছেন 'বাঘাযতীন' হয়ে ৷ এই ছবির লুকও ইতিমধ্য়েই সামনে এসেছে ৷ শ্যুটিং শেষ হলেও 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' ছবিটি পর্দায় কবে আসছে তা অবশ্য় এখনও জানাননি নির্মাতারা ৷

Last Updated : Mar 22, 2023, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.