হায়দরাবাদ, 26 ,সেপ্টেম্বর: মা, সন্তানের স্বার্থে পৃথিবীর যে কোনও বিপদের সঙ্গে লড়াই করতে পারেন ৷ কিন্তু এ কেমন বিপদ! যেখানে চিকিৎসক জানাচ্ছেন গর্ভস্থ সন্তান মারা যাবে অথচ কোনও এক শিশু নাকি, ফোন করে জানাচ্ছে যে সে মারা যায়নি ৷ গর্ভস্থ সন্তানকে অদেখা-অজানা বিপদের হাত থেকে রক্ষা করতে তৈরি স্নিগ্ধা ওরফে ঋতাভরী চক্রবর্তী ৷ মঙ্গলবার মুক্তি পেল 'নন্দিনী' সিরিজের টিজার ৷
সোশাল মিডিয়ায় অভিনেত্রী টিজার শেয়ার করে লিখেছেন, "গল্পের ছলে বলা সব গল্প ... গল্প নয়! ভূমিষ্ঠ না-হওয়া এক শিশুর রহস্যময় কাহিনী ৷ প্রকাশ্যে নন্দিনীর অফিসিয়াল টিজার ৷ ফলক মীর পরিচালিত 15 অক্টোবর থেকে ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমসে দেখা যাবে এই সিরিজ ৷"
কিছুদিন আগেই সিরিজের ঘোষণা করতে গিয়ে সকলকে চমকে দিয়েছিলেন 'ফাটাফাটি' অভিনেত্রী ৷ সোশাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, "মা হতে চলেছি।" কেউ কেউ অভিনেত্রীকে শুভেচ্ছা জানালেও অনেকে যেমন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন তেমনই আবার অনেকে আন্দাজ করে নেন, নতুন কিছুর ঘোষণা আসতে চলেছে ৷ তারপরেই সিরিজের পোস্টার অভিনেত্রী শেয়ার করেন সোশাল মিডিয়ায় ৷
ঋতাভরী লিখেছিলেন, "আমার বিশ্বাস প্রত্যেকটি মেয়ে এই চরিত্রটার সঙ্গে নিজেকে রিলেট করতে পারবেন। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি। গর্ভবতী মহিলার মতো করে নিজেকে উপস্থাপন করার জন্য প্র্যাকটিস করেছি। আমার ডেবিউ ওয়েব সিরিজ, তাই আমি তো সুপার এক্সাইটেড। তার উপর এরকম একটা চরিত্র ৷" ওয়েব সিরিজটির চিত্রনাট্য তৈরি হয়েছে সায়ন্তনী পুততুন্ড-র লেখা বই 'নন্দিনী' অবলম্বনে ৷
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা ঋতাভরীর জার্নি শুরু ! ন'টি পর্বের 'নন্দিনী' ঘিরে টানটান রহস্য
গল্পের কাহিনী এগিয়েছে কিছুটা এই রকম ৷ সিরিজে ঋতাভরীর চরিত্রের নাম স্নিগ্ধা। তিনি মা হতে চলেছেন। কিন্তু তার ডাক্তার তাঁকে জানিয়েছেন, শীঘ্রই তাঁর গর্ভের সন্তান মারা যেতে বসেছে ৷ অন্যদিকে, স্নিগ্ধার কাছে একটা ফোন আসে। সেখানে একটি বাচ্চার গলা। সে বলে, 'মা আমি মারা যাইনি ৷ আমি বেঁচে আছি' ৷ এরপর কোনদিকে এগোবে গল্পের মোড়, তা এই সিরিজ মুক্তির পরেই বোঝা যাবে ৷ সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কিঞ্জল নন্দ, শ্বেতা ভট্টাচার্য, অলিভিয়া সরকার, সুহোত্র মুখোপাধ্যায়, সন্দীপ ভট্টাচার্য, দেবযানী চট্টোপাধ্যায়কে।