ETV Bharat / entertainment

কণ্ঠ হারাল 'আয়োগে জব তুম...' গানে গানে ফিরে দেখা উস্তাদ রশিদের সুরেলা সফর - রশিদ খান

Rashid Khan Songs: 55 বছর বয়সেই থেমে গেল উস্তাদ রশিদ খানের সুরেলা সফর ৷ মঙ্গলবার চিরঘুমের দেশে পাড়ি দিলেন শাস্ত্রীয় সঙ্গীত ঘরানার শিল্পী ৷ বিদায়বেলায় গানে গানে ফিরে দেখা যাক রশিদ খানের সঙ্গীত সফর ৷

Etv Bharat
গানে গানে উস্তাদের সুরেলা সফর
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 5:58 PM IST

Updated : Jan 10, 2024, 9:53 AM IST

কলকাতা, 9 জানুয়ারি: থেমে গেল সুরের যাত্রা ৷ স্তব্ধ সুরেলা কণ্ঠ ৷ সুরালোকে পাড়ি দিলেন রাগ সঙ্গীতের প্রখ্যাত শিল্পী রশিদ খান ৷ 'আপনজন' হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তাঁর সুরের মূর্ছনায় আচ্ছন্ন হয়েছিল আপামর দেশবাসী ৷ শিল্পীকে হারিয়ে শোকাহত সঙ্গীত জগত ৷ ফিরে দেখা যাক উস্তাদ রশিদ খানের সঙ্গীত জগতের যাত্রাপথ ৷

'তোরে বিনা মোহে চ্যান নাহি...' ইসমাইল দরবারের সুরে 2004 সালে প্রথমবার সিনেপর্দায় রশিদ খানের কণ্ঠ শোনেন আপামর দর্শক ৷ কিন্তু তাঁকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায় 'আয়োগে জব তুম সজনা...' গান ৷ ইমতিয়াজ আলির ছবি 'জব উই মেট' ছবিতে সন্দেশ শান্ডিল্যর সুরে রশিদ খানের কণ্ঠ ম্যাজিক তৈরি করে সঙ্গীত জগতে ৷ আর পিছন ফিরে তাকাতে হয়নি শিল্পীকে ৷

ক্ল্যাসিক্যাল সঙ্গীত জগতের অন্যতম শিল্পী সুরের মূর্ছনায় একের পর এক গান উপহার দিয়ে মুগ্ধ করতে থাকেন শ্রোতা ও দর্শকদের ৷ হিন্দির পাশাপাশি বাংলা ছবিতেও তাঁর গান বিশেষভাবে উল্লেখযোগ্য ৷ 2009 সালে জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে 'মর্নিং ওয়াক' ছবিতে গান গেয়েছিলেন তিনি ৷ 'ভোর ভায়ো' ও 'মনবা' গান দুটি আজও চোখ বন্ধ করে গুনগুন করেন বাঙালি শ্রোতারা ৷ সালটা 2010, শঙ্কর-এহসান-লয়ের সঙ্গে মিলিত হয়ে তিনি উপহার দেন 'মাই নেম ইজ খান' ছবিতে 'আল্লাহ হি রহেম' গানটি ৷

শুনতে ভালো লাগে তাঁর দেওয়া সুরারোপিত গান 'দিওয়ানা কর রাহা হ্যায়...' ৷ 'রাজ 3' ছবিতে তাঁর কণ্ঠে এই গান আজও ভোলেনি শ্রোতারা ৷ এছাড়াও গানের তালিকায় রাখতে হয় বিক্রম ঘোষের সুরে 'মিতিন মাসি' ছবির গান 'বরসাত সাওয়ান', 'শাদি ম্যায় জরুর আনা' ছবির গান 'তু বনজা গলি', 'বাপি বাড়ি যা' ছবির গান 'সজনা' ৷ সঙ্গীত জগতের প্রবাদ প্রতীম শিল্পী সুরালোকে গমন করলেও তাঁর অমর সৃষ্টি গানের জগতে থেকে যাবে আজীবন ৷

আরও পড়ুন

1. সঙ্গীত জগতে নক্ষত্রপতন! প্রয়াত উস্তাদ রশিদ খান

2. পিছিয়ে পড়ল গোল্ডেন গ্লোবজয়ী 'ওপেনহাইমার', আইএমডিবি'র রেটিংয়ে পয়লা নম্বরে 'টুয়েলভথ ফেল'

3. অনুরাগীদের মৃত্যুতে শোকস্তব্ধ যশ, পরিবারের পাশে দাঁড়ালেন 'নায়ক'

কলকাতা, 9 জানুয়ারি: থেমে গেল সুরের যাত্রা ৷ স্তব্ধ সুরেলা কণ্ঠ ৷ সুরালোকে পাড়ি দিলেন রাগ সঙ্গীতের প্রখ্যাত শিল্পী রশিদ খান ৷ 'আপনজন' হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তাঁর সুরের মূর্ছনায় আচ্ছন্ন হয়েছিল আপামর দেশবাসী ৷ শিল্পীকে হারিয়ে শোকাহত সঙ্গীত জগত ৷ ফিরে দেখা যাক উস্তাদ রশিদ খানের সঙ্গীত জগতের যাত্রাপথ ৷

'তোরে বিনা মোহে চ্যান নাহি...' ইসমাইল দরবারের সুরে 2004 সালে প্রথমবার সিনেপর্দায় রশিদ খানের কণ্ঠ শোনেন আপামর দর্শক ৷ কিন্তু তাঁকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায় 'আয়োগে জব তুম সজনা...' গান ৷ ইমতিয়াজ আলির ছবি 'জব উই মেট' ছবিতে সন্দেশ শান্ডিল্যর সুরে রশিদ খানের কণ্ঠ ম্যাজিক তৈরি করে সঙ্গীত জগতে ৷ আর পিছন ফিরে তাকাতে হয়নি শিল্পীকে ৷

ক্ল্যাসিক্যাল সঙ্গীত জগতের অন্যতম শিল্পী সুরের মূর্ছনায় একের পর এক গান উপহার দিয়ে মুগ্ধ করতে থাকেন শ্রোতা ও দর্শকদের ৷ হিন্দির পাশাপাশি বাংলা ছবিতেও তাঁর গান বিশেষভাবে উল্লেখযোগ্য ৷ 2009 সালে জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে 'মর্নিং ওয়াক' ছবিতে গান গেয়েছিলেন তিনি ৷ 'ভোর ভায়ো' ও 'মনবা' গান দুটি আজও চোখ বন্ধ করে গুনগুন করেন বাঙালি শ্রোতারা ৷ সালটা 2010, শঙ্কর-এহসান-লয়ের সঙ্গে মিলিত হয়ে তিনি উপহার দেন 'মাই নেম ইজ খান' ছবিতে 'আল্লাহ হি রহেম' গানটি ৷

শুনতে ভালো লাগে তাঁর দেওয়া সুরারোপিত গান 'দিওয়ানা কর রাহা হ্যায়...' ৷ 'রাজ 3' ছবিতে তাঁর কণ্ঠে এই গান আজও ভোলেনি শ্রোতারা ৷ এছাড়াও গানের তালিকায় রাখতে হয় বিক্রম ঘোষের সুরে 'মিতিন মাসি' ছবির গান 'বরসাত সাওয়ান', 'শাদি ম্যায় জরুর আনা' ছবির গান 'তু বনজা গলি', 'বাপি বাড়ি যা' ছবির গান 'সজনা' ৷ সঙ্গীত জগতের প্রবাদ প্রতীম শিল্পী সুরালোকে গমন করলেও তাঁর অমর সৃষ্টি গানের জগতে থেকে যাবে আজীবন ৷

আরও পড়ুন

1. সঙ্গীত জগতে নক্ষত্রপতন! প্রয়াত উস্তাদ রশিদ খান

2. পিছিয়ে পড়ল গোল্ডেন গ্লোবজয়ী 'ওপেনহাইমার', আইএমডিবি'র রেটিংয়ে পয়লা নম্বরে 'টুয়েলভথ ফেল'

3. অনুরাগীদের মৃত্যুতে শোকস্তব্ধ যশ, পরিবারের পাশে দাঁড়ালেন 'নায়ক'

Last Updated : Jan 10, 2024, 9:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.