কলকাতা, 11 মার্চ: সুমন্ত্র রায় পরিচালিত ও প্রিয়াঙ্কা মোরে প্রযোজিত সমাজ সচেতনতা মূলক ছবি 'ঘাসজমি' (Ghasjomi telling a difference story of social conditions)৷ ছবিটি তৈরি হয় গত বছরের মাঝামাঝি সময়ে ৷ ইতিমধ্যেই ছবিটি দেশ, বিদেশ ফেস্টিভ্য়াল ঘুরে 87টি সম্মান পেয়েছে ৷ ছবির গল্প গড়ে উঠেছে বছর চল্লিশের এক নারীকে ঘিরে ৷
ছবিটির গল্প আবর্তীত হয় বছর চল্লিশের বর্ণাকে ঘিরে ৷ সে স্মার্ট, প্রাণবন্ত, বুদ্ধিমতী এবং স্বতঃস্ফূর্ত ৷ স্যোশাল এনথ্রোপোলজি নিয়ে রিসার্চ করছে। রিসার্চের বিষয় শহুরে বাঙালি মধ্যবিত্ত গৃহবধূদের জীবন । কাজের সূত্রে ইন্টারভিউ নেওয়ার জন্য ছবির শুরুতে সে হাজির হয় এরকমই এক ঘরনি ঈপ্সিতার বাড়িতে । ঈপ্সিতা তার থেকে প্রায় কুড়ি বছরের বড় । সে বিবাহসূত্রে কলকাতায় এসেছে 15 বছর আগে । সে আর বর্ণা সম্পূর্ণ ভিন্ন ধরনের মানুষ । ঈপ্সিতা লাজুক, শান্ত প্রকৃতির । কিন্তু এই ইন্টারভিউয়ের মাধ্যমে ক্রমশ তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব কমতে শুরু করে । কিছুদিন পর বর্ণা এবং ইপ্সিতার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে । বর্ণা একসময় জানতে পারে যে ঈপ্সিতা কিছুদিনের জন্য একটি থিয়েটার গ্ৰুপের অংশ ছিল । সে ঈপ্সিতাকে আবার থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়ার পরামর্শ দেয় । এই বন্ধুত্ব বিভিন্নভাবে তাদের জীবনকে প্রভাবিত করতে শুরু করে । 'ঘাসজমি' আদতে এই দু’জনের বন্ধুত্বের গল্প। কীভাবে এই বন্ধুত্বের তাদের ব্যক্তিগত জীবনকে আলোড়িত করে তা তুলে ধরা হয়েছে এই ছবিতে ।
ছবিতে অভিনয় করেছেন শুভস্মিতা মুখোপাধ্যায় ৷ যিনি এর আগে 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকের মুখ্য নারী চরিত্র ঐশানির ভূমিকায় অভিনয় করছেন ৷ তাঁকেই এই ছবিতে দেখা যাবে বর্ণার চরিত্রে । এর আগেও শুভস্মিতা মুখোপাধ্যায় 'কুলের আচার', 'শেডস অফ লাইফ', 'মিটার ডাউন', 'চেঙ্গিজ'-এর মতো ছবিতে অভিনয় করেছেন । শর্ট ফিল্মের মধ্যে রয়েছে 'আগমনী', 'দেখো বাট পেয়ার সে', 'স্ক্যাম লীলা'। এছাড়াও ওয়েব সিরিজের মধ্যে 'ক্ষ্যাপা সিজন টু', 'জনি বনি' ছাড়াও হিন্দি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন এই অভিনেত্রী ।
ইপ্সিতার ভূমিকায় অভিনয় করবেন সঞ্জিতা । মূলত থিয়েটার কর্মী তিনি । সঞ্জিতাও আগে হিন্দি এবং বাংলা ছবিতে অভিনয় করেছেন ৷ তাঁর অভিনীত বাংলা ছবির তালিকায় রয়েছে 'এ তুমি কেমন তুমি', 'চিলড্রেন অফ ওয়ার' (হিন্দি)। এছাড়াও রয়েছেন শাওন চক্রবর্তী । বর্তমানে 'মেয়েবেলা' ধারাবাহিকে অভিনয় করছেন শাওন । 'ইন হার লাইফ', 'ক্ষ্যাপা সিজন টু', 'উত্তরণ', 'ব্যোমকেশ সিজন 6', 'রক্তবিলাপ' ওয়েব সিরিজে অভিনয় করেছেন এর আগে ।'একান্নবর্তী' এবং 'নগর বাউল কথা' ছবিতেও অভিনয় করেছেন। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবাশিস চট্টোপাধ্যায় । এর আগে 'ফড়িং' ছবিতে অভিনয় করেছেন তিনি । অভিনয় করেছেন 'একটি বাঙালি ভূতের গল্প' টেলিফিল্মেও । এ ছাড়াও রয়েছেন আরশি রায় ।
আরও পড়ুন: অস্কারের গুরুদায়িত্ব সামলাতে লস অ্যাঞ্জেলস পাড়ি দীপিকার, ছাড়তে গেলেন রণবীর
কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে এই সিনেমা ? ছবি মুক্তির দিন ঠিক করে না জানালেও পরিচালক সুমন্ত্র রায় বললেন " 87টি সম্মান পেয়েছি। আশা রাখি সংখ্যাটা 100-তে পৌঁছবে । সেটা হলেই প্রেক্ষাগৃহে মুক্তির দিন ঘোষণা করব ।" পরিচালকের মতে একটা ছবি যতই পুরস্কার পাক না কেন দর্শকের বিচার সবচেয়ে বড় কথা। দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটা দেখে কতটা সাড়া দিচ্ছেন সেটাই ভালো মন্দের আসল মাপকাঠি । ছবিতে সঙ্গীত পরিচালক শান্তজিৎ চট্টোপাধ্যায় । গান গেয়েছেন শ্রুতি ঘোষ, সুস্মিতা সিনহা ।