ETV Bharat / entertainment

Rahul Banerjee New Film: পুরোহিতের ঘরে আশ্রয় পেল 'ফতেমা', রাহুলের নতুন ছবিতে ধার্মিক টানা পোড়েনের গল্প - পুরোহিতের চরিত্রে রাহুল

এবার পুরোহিতের চরিত্রে দেখা যাবে রাহুল বন্দ্যোপাধ্যায়কে । গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নবাগতা মুন । ছবির নাম 'ফতেমা'।

Rahul Banerjee New Film
নতুন ছবিতে পুরোহিতের চরিত্রে রাহুল
author img

By

Published : May 16, 2023, 12:53 PM IST

কলকাতা, 16 মে: আতিউল ইসলামের পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি 'ফতেমা' । এই ছবিতে এবার একজন পুরোহিতের ভূমিকায় অভিনয় করতে চলেছেন রাহুল বন্দ্যোপাধ্য়ায় ৷ অন্য়দিকে তাঁর বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন নবাগতা অভিনেত্রী মুন ৷ তাঁদের কেমিস্ট্রি কেমন জমে সেটাই এখন দেখার ৷

গল্পের কেন্দ্রে রয়েছে এক পুরোহিত আর এক মুসলিম তরুণী ফতেমা । গল্পের দিকে তাকালে দেখা যায়, হঠাৎ প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় রিকশা চালানো বন্ধ হয়ে যায় ফতেমার বাবার । সংসারের একমাত্র উপার্জনের পথ বন্ধ, তাই বন্ধ হল ফতেমার লেখাপড়া । এই সময় এলাকার পুরোহিত সাধন ঠাকুরের সান্নিধ্য পায় ফতেমা । তার বাড়িতে ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, এমনকী পুজোর ভোগ তৈরি করা সমস্ত কাজ ফতেমাই করত ।

Rahul Banerjee New Film
আসছে রাহুল বন্দোপাধ্যায়ের নতুন ছবি

ইতিমধ্যে বাবাও মারা যান ফতেমার ৷ মাকে সে হারিয়েছে অনেক আগেই । ফলে পুরোপুরি ভাবে পুরোহিতের বাড়িতে জায়গা হল ফতেমার । এই পুরোহিত অর্থাৎ সাধন ফতেমাকে বোনের মতোই ভালোবাসে । ফতেমাও তাকে দাদার মতো শ্রদ্ধা করে, ভালোবাসে , ঘরের সমস্ত কাজ করে দেয়।
একরকম ঠিক ঠাকই চলছিল । কিন্তু সমস্যা দানা বাঁধে অন্যদিকে । দু'টি ভিন্ন ধর্মের মানুষের একটি ছাদের তলায় বসবাস ভালো চোখে নেয় না সমাজের কিছু মানুষ । ফতেমা হিন্দু হয়ে গিয়েছে ভেবে ওকে একঘরে করে দেওয়া হয় । ওদিকে এই খবর হিন্দু সমাজেও চাপা থাকল না ৷

Rahul Banerjee New Film
ছবির নাম ফতেমা

পুরোহিতের বাড়িতে একজন মুসলিম জাতির মেয়ে আশ্রয় পেয়েছে , থাকছে , খাওয়া দাওয়া করছে এবং পুজোর ভোগ তৈরি করছে এই ঘটনা তারা মেনে নিতে পারল না ৷ তারাও সাধনকে বয়কট করতে শুরু করল ৷ কাজ হারিয়ে কী অবস্থা হল তাদের ? জানতে হলে ছবিটা দেখতেই হবে।

এই ছবির শ্যুটিং হয়েছে মুর্শিদাবাদে । আপাতত চলছে ডাবিংয়ের কাজ । চলতি বছরের জুলাই-অগস্ট মাস নাগাদ মুক্তি পেতে পারে এই ছবি । বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, মুন, লাবণী সরকার, রাজু মজুমদার, বরুণ চক্রবর্তী, সান্তনা বসু, অনিন্দিতা সোম, মনজিত বরাল প্রমুখ।

আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে হাজির কারা কারা ? দেখানো হবে কোন ছবি ? দেখুন একনজরে

কলকাতা, 16 মে: আতিউল ইসলামের পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি 'ফতেমা' । এই ছবিতে এবার একজন পুরোহিতের ভূমিকায় অভিনয় করতে চলেছেন রাহুল বন্দ্যোপাধ্য়ায় ৷ অন্য়দিকে তাঁর বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন নবাগতা অভিনেত্রী মুন ৷ তাঁদের কেমিস্ট্রি কেমন জমে সেটাই এখন দেখার ৷

গল্পের কেন্দ্রে রয়েছে এক পুরোহিত আর এক মুসলিম তরুণী ফতেমা । গল্পের দিকে তাকালে দেখা যায়, হঠাৎ প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় রিকশা চালানো বন্ধ হয়ে যায় ফতেমার বাবার । সংসারের একমাত্র উপার্জনের পথ বন্ধ, তাই বন্ধ হল ফতেমার লেখাপড়া । এই সময় এলাকার পুরোহিত সাধন ঠাকুরের সান্নিধ্য পায় ফতেমা । তার বাড়িতে ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, এমনকী পুজোর ভোগ তৈরি করা সমস্ত কাজ ফতেমাই করত ।

Rahul Banerjee New Film
আসছে রাহুল বন্দোপাধ্যায়ের নতুন ছবি

ইতিমধ্যে বাবাও মারা যান ফতেমার ৷ মাকে সে হারিয়েছে অনেক আগেই । ফলে পুরোপুরি ভাবে পুরোহিতের বাড়িতে জায়গা হল ফতেমার । এই পুরোহিত অর্থাৎ সাধন ফতেমাকে বোনের মতোই ভালোবাসে । ফতেমাও তাকে দাদার মতো শ্রদ্ধা করে, ভালোবাসে , ঘরের সমস্ত কাজ করে দেয়।
একরকম ঠিক ঠাকই চলছিল । কিন্তু সমস্যা দানা বাঁধে অন্যদিকে । দু'টি ভিন্ন ধর্মের মানুষের একটি ছাদের তলায় বসবাস ভালো চোখে নেয় না সমাজের কিছু মানুষ । ফতেমা হিন্দু হয়ে গিয়েছে ভেবে ওকে একঘরে করে দেওয়া হয় । ওদিকে এই খবর হিন্দু সমাজেও চাপা থাকল না ৷

Rahul Banerjee New Film
ছবির নাম ফতেমা

পুরোহিতের বাড়িতে একজন মুসলিম জাতির মেয়ে আশ্রয় পেয়েছে , থাকছে , খাওয়া দাওয়া করছে এবং পুজোর ভোগ তৈরি করছে এই ঘটনা তারা মেনে নিতে পারল না ৷ তারাও সাধনকে বয়কট করতে শুরু করল ৷ কাজ হারিয়ে কী অবস্থা হল তাদের ? জানতে হলে ছবিটা দেখতেই হবে।

এই ছবির শ্যুটিং হয়েছে মুর্শিদাবাদে । আপাতত চলছে ডাবিংয়ের কাজ । চলতি বছরের জুলাই-অগস্ট মাস নাগাদ মুক্তি পেতে পারে এই ছবি । বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, মুন, লাবণী সরকার, রাজু মজুমদার, বরুণ চক্রবর্তী, সান্তনা বসু, অনিন্দিতা সোম, মনজিত বরাল প্রমুখ।

আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে হাজির কারা কারা ? দেখানো হবে কোন ছবি ? দেখুন একনজরে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.