ETV Bharat / entertainment

KK Demise : জীবন কত ক্ষণস্থায়ী ; মোদি থেকে সেহওয়াগ, কে কে'র মৃত্যু কাঁদিয়ে দিল সকলকে

মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চের একটি অনুষ্ঠান শেষে অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় প্লেব্যাক গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে ৷ গানই ছিল তাঁর জীবন ৷ মঞ্চের আলোর ঝলকানি, দর্শকদের একরাশ ভালবাসা নিয়েই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি ৷

kk Demise
kk Demise
author img

By

Published : Jun 1, 2022, 7:25 AM IST

কলকাতা, 1 জুন : বিশ্বাসই হচ্ছে না ৷ কিছুক্ষণ আগেও যিনি মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছিলেন, তাঁর জাদুকণ্ঠে উদ্বেল করে তুলছিলেন অনুষ্ঠানে উপস্থিত সেই মানুষটাই এখন হাসপাতালে, নিথর অবস্থায় ৷ মঙ্গলবার রাতে মাত্র 53 বছর বয়সে আপামর অনুরাগীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় প্লেব্যাক গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে ৷ কলকাতার নজরুল মঞ্চের কনসার্টের পরই এই দুঃসংবাদ পান অনুরাগীরা ৷ কে কে'র মৃত্যু নাড়িয়ে দিয়েছে সঙ্গীত, বিনোদন, ক্রীড়া জগৎ থেকে রাজনীতির কারবারিদেরও ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ থেকে বীরেন্দ্র সেহওয়াগ সকলেই স্তব্ধ ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি : কৃষ্ণকুমার কুন্নাথ, যিনি কে কে নামে সুপরিচিত তাঁর অকস্মাৎ মৃত্যুতে আমি শোকাহত ৷ সব প্রজন্মের শ্রোতাদের অন্তরে ছুঁয়ে যেত তাঁর গান ৷ গানের মাধ্যমেই আমরা তাঁকে স্মরণ করব ৷ তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই ৷ ওঁম শান্তি ৷

  • Saddened by the untimely demise of noted singer Krishnakumar Kunnath popularly known as KK. His songs reflected a wide range of emotions as struck a chord with people of all age groups. We will always remember him through his songs. Condolences to his family and fans. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) May 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ : কে কে একজন অত্যন্ত প্রতিভাবান এবং বহুমুখী গায়ক ছিলেন। তাঁর অকাল মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং ভারতীয় সঙ্গীতের জন্য বড় ক্ষতি । কণ্ঠ দিয়ে তিনি অগণিত সঙ্গীতপ্রেমীর মনে ছাপ রেখে গিয়েছেন । তার পরিবার ও অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা । ওম শান্তি শান্তি

প্রীতম : সবেমাত্র কে কে'র মৃত্যুর খবর শুনলাম ৷ এখনও আকস্মিকতা কাটিয়ে উঠতে পারিনি ৷ কেউ প্লিজ বলুন এই খবরটা সত্যি নয় ৷

  • In utter shock. Just heard about KK . Someone please tell me it's not true

    — Pritam (@ipritamofficial) May 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অক্ষয় কুমার : কে কে'র মৃত্যুর খবরে অত্যন্ত দুঃখিত ৷ বিশাল বড় ক্ষতি ৷ ওম শান্তি ৷

  • Extremely sad and shocked to know of the sad demise of KK. What a loss! Om Shanti 🙏🏻

    — Akshay Kumar (@akshaykumar) May 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বীরেন্দ্র সেহওয়াগ : কলকাতায় পারফরম্যান্সের পর অসুস্থ হয়ে কে কে'র মৃত্যুর খবর শুনে ভীষণ খারাপ লাগছে ৷ জীবন যে কতটা ক্ষণস্থায়ী তা আরও একবার মনে করিয়ে দিল এই মৃত্যু ৷ পরিবার ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল । ওম শান্তি

  • Tragic to hear about the passing away of KK after falling ill while performing in Kolkata. Another reminder of how fragile life is. Condolences to his family and friends. Om Shanti. pic.twitter.com/43B3dzykP3

    — Virender Sehwag (@virendersehwag) May 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 1 জুন : বিশ্বাসই হচ্ছে না ৷ কিছুক্ষণ আগেও যিনি মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছিলেন, তাঁর জাদুকণ্ঠে উদ্বেল করে তুলছিলেন অনুষ্ঠানে উপস্থিত সেই মানুষটাই এখন হাসপাতালে, নিথর অবস্থায় ৷ মঙ্গলবার রাতে মাত্র 53 বছর বয়সে আপামর অনুরাগীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় প্লেব্যাক গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে ৷ কলকাতার নজরুল মঞ্চের কনসার্টের পরই এই দুঃসংবাদ পান অনুরাগীরা ৷ কে কে'র মৃত্যু নাড়িয়ে দিয়েছে সঙ্গীত, বিনোদন, ক্রীড়া জগৎ থেকে রাজনীতির কারবারিদেরও ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ থেকে বীরেন্দ্র সেহওয়াগ সকলেই স্তব্ধ ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি : কৃষ্ণকুমার কুন্নাথ, যিনি কে কে নামে সুপরিচিত তাঁর অকস্মাৎ মৃত্যুতে আমি শোকাহত ৷ সব প্রজন্মের শ্রোতাদের অন্তরে ছুঁয়ে যেত তাঁর গান ৷ গানের মাধ্যমেই আমরা তাঁকে স্মরণ করব ৷ তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই ৷ ওঁম শান্তি ৷

  • Saddened by the untimely demise of noted singer Krishnakumar Kunnath popularly known as KK. His songs reflected a wide range of emotions as struck a chord with people of all age groups. We will always remember him through his songs. Condolences to his family and fans. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) May 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ : কে কে একজন অত্যন্ত প্রতিভাবান এবং বহুমুখী গায়ক ছিলেন। তাঁর অকাল মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং ভারতীয় সঙ্গীতের জন্য বড় ক্ষতি । কণ্ঠ দিয়ে তিনি অগণিত সঙ্গীতপ্রেমীর মনে ছাপ রেখে গিয়েছেন । তার পরিবার ও অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা । ওম শান্তি শান্তি

প্রীতম : সবেমাত্র কে কে'র মৃত্যুর খবর শুনলাম ৷ এখনও আকস্মিকতা কাটিয়ে উঠতে পারিনি ৷ কেউ প্লিজ বলুন এই খবরটা সত্যি নয় ৷

  • In utter shock. Just heard about KK . Someone please tell me it's not true

    — Pritam (@ipritamofficial) May 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অক্ষয় কুমার : কে কে'র মৃত্যুর খবরে অত্যন্ত দুঃখিত ৷ বিশাল বড় ক্ষতি ৷ ওম শান্তি ৷

  • Extremely sad and shocked to know of the sad demise of KK. What a loss! Om Shanti 🙏🏻

    — Akshay Kumar (@akshaykumar) May 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বীরেন্দ্র সেহওয়াগ : কলকাতায় পারফরম্যান্সের পর অসুস্থ হয়ে কে কে'র মৃত্যুর খবর শুনে ভীষণ খারাপ লাগছে ৷ জীবন যে কতটা ক্ষণস্থায়ী তা আরও একবার মনে করিয়ে দিল এই মৃত্যু ৷ পরিবার ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল । ওম শান্তি

  • Tragic to hear about the passing away of KK after falling ill while performing in Kolkata. Another reminder of how fragile life is. Condolences to his family and friends. Om Shanti. pic.twitter.com/43B3dzykP3

    — Virender Sehwag (@virendersehwag) May 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

For All Latest Updates

TAGGED:

kkkk Demise
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.