মুম্বই, 29 অগস্ট: কৃতি শ্যানন এবং টাইগার শ্রফ এবার কফি খেতে আসবেন করণের অনুষ্ঠানে (Kriti Sanon and Tiger Shroff on KWK7)৷ সোমবার সামনে এল তাঁদের এই নতুন পর্বের প্রোমো ৷ 'কফি উইথ করণ' মানেই বিস্ফোরক প্রশ্ন আর ততোধিক বিস্ফোরক জবাব (Koffee With Karan 7) ৷ এখন হিরোপান্তি স্টারের ব্যক্তিগত জীবনেও অনেক কিছু ঘটনা পরপর ঘটে গিয়েছে ৷ অনেক মিডিয়া রিপোর্টই বলছে ব্রেক-আপ হয়ে গিয়েছে টাইগার এবং দিশা পাটানির ৷ করণ জোহরের জন্য এর চেয়ে বড় বিষয় আর কী হতে পারে (KWK7 promo featuring Kriti Sanon and Tiger Shroff )৷
প্রোমো ভিডিয়োটিতেই দেখা যাচ্ছে, করণের প্রশ্নের উত্তরে কৃতি বলছেন, "আমি কখনওই ওর (টাইগার) সঙ্গে ডেট করব না ৷ কারণ টাইগার বড্ড বেশি ফ্লিপ করে ৷" যদিও এর মধ্যে দিয়ে কী ইঙ্গিত দিতে চেয়েছেন তা নিয়ে মুখ খোলেননি তিনি (Kriti on Tiger) ৷ কৃতি অবশ্য করণের এই শোয়ে বেশ খোলামেলা জবাবই দিয়েছেন অন্তত তেমনটাই বলছে প্রোমো ৷ এমনকী 'সুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিতে অডিশনে তাঁকে বাতিল করার জন্যও একহাত নিয়েছেন অভিনেত্রী ৷
এর আগে কৃতি এবং টাইগার স্ক্রিনশেয়ার করেছিলেন 'হিরোপান্তি' ছবিতে ৷ আগামীতে ফের একবার একসঙ্গে স্ক্রিনশেয়ার করবেন তাঁরা ৷ ছবির নাম 'গনপথ' ৷ বিকাশ বাহল পরিচালিত এই মেগাবাজেট থ্রিলারটির প্রযোজনার দায়িত্ব রয়েছে বাশু ভাগনানি, বিকাশ বাহল, দীপশিখা দেশমুখ এবং জ্যাকি ভাগনানির ওপর ৷ ছবিটি চলতি বছরের ডিসেম্বরে পর্দায় আসার কথা রয়েছে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: এশিয়া কাপে ভারতের মধুর প্রতিশোধ, পাক বধের পর নেচে উঠলেন আয়ুষ্মান অনন্যা
তার আগেই করণের শোয়ের জেরে ফের একবার লাইমলাইটে টাইগার শ্রফ এবং কৃতি শ্য়ানন ৷ দু'জনকেই শোয়ে দেখা যাবে বেশ স্টাইলিস পোশাকে ৷ একদিকে কৃতি যখন নজর কাড়বেন গোলাপি মিনি ড্রেসে তখন অন্যদিকে হলুদ রঙের স্যুটে সামনে আসবেন টাইগার ৷