ETV Bharat / entertainment

New Film Guts: তিন আশাহত নারীর জীবনের গল্প নিয়ে আসছে 'গাটস' - New Film Guts

জোরকদমে শুটিং চলছে বাংলা ছবি 'গাটস'-এর(New Film Guts ) । ছবিতে রয়েছেন রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়-সহ একঝাঁক তারকা ৷

Guts
তিন আশাহত নারীর জীবনের গল্প নিয়ে আসছে 'গাটস', চলছে শ্যুটিং
author img

By

Published : Oct 22, 2022, 8:29 PM IST

কলকাতা, 22 অক্টোবর: শুটিং চলছে নতুন বাংলা ছবি 'গাটস'-এর । তিন আশাহত মেয়ের গল্প তুলে ধরতে চলেছে এই ছবি। সুব্রত নন্দী প্রোডাকশনের প্রযোজনায়, কিংশুক দের পরিচালনায় আসতে চলেছে নতুন এই ছবিটি । আপাতত কলকাতা শহরেই নানান জায়গায় চলছে শুটিং । একঝাঁক তারকার পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন বেশ কিছু নতুন মুখও (New Film Guts)।

রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ধর, অভিরাজ দাশগুপ্ত, অভিরূপ চৌধুরী, সুব্রত নন্দী, অরিত্র গোস্বামী, অরিত্রম মুখোপাধ্যায়, সুমন রায়, মৌমিতা বসু, যুক্তা রক্ষিত, হৈমন্তী গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকেই রয়েছেন এই ছবিতে(New Film Guts is Coming Soon) । পরিচালক কিংশুক দে বলেন, "এই ছবির গল্পের কেন্দ্রে রয়েছেন তিন আশাহত নারী চরিত্র । তারা জীবনের নানান ক্ষেত্রে অসফল হওয়ার পর সিদ্ধান্ত নেয় স্বেচ্ছামৃত্যুর । কিন্তু তারা মরতে পারে না ।"

new film Guts is coming soon
জোরকদমে শ্যুটিং চলছে বাংলা ছবি 'গাটস'-এর

ছবির গল্প নিয়ে বলতে গিয়ে কিংশুক আরও বলেন, "ঘটনাচক্রে তারা জড়িয়ে পরে এক মাফিয়া দলের সঙ্গে । এই মাফিয়া দলের প্রধান রফিক খান ধীরে ধীরে তাদের গডফাদার হয়ে ওঠে । খুন, কিডন্যাপ, মধুচক্র, নানান কাজের মধ্যে জড়িয়ে পড়ে তারা । তাদের ধাওয়া করতে থাকে ছ'জন এসটিএফ অফিসারের একটি দল। ছবিতে রয়েছে রুদ্ধশ্বাস, টানটান উত্তেজনাময় পরিস্থিতি। এই ছবি সকলের ভালো লাগবে বলে আশাবাদী আমরা সবাই ।"

জোরকদমে শুটিং চলছে বাংলা ছবি 'গাটস'-এর

আরও পড়ুন: গোয়ায় 53তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গার্গী অরিন্দমের 'মহানন্দা'

ছবিতে একজন পুলিশ কমিশনারের ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্তকে (Rajatava Dutta New Film)। ছবি নিয়ে আশাবাদী তিনিও ৷ চরচরিয়া, নারায়ণী, বাইপাসের বিভিন্ন অংশ জুড়ে চলছে শুটিং। যারা থ্রিলার ছবি পছন্দ করেন তাদের জন্য প্রচুর মশলা রয়েছে এই ছবিতে ৷

কলকাতা, 22 অক্টোবর: শুটিং চলছে নতুন বাংলা ছবি 'গাটস'-এর । তিন আশাহত মেয়ের গল্প তুলে ধরতে চলেছে এই ছবি। সুব্রত নন্দী প্রোডাকশনের প্রযোজনায়, কিংশুক দের পরিচালনায় আসতে চলেছে নতুন এই ছবিটি । আপাতত কলকাতা শহরেই নানান জায়গায় চলছে শুটিং । একঝাঁক তারকার পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন বেশ কিছু নতুন মুখও (New Film Guts)।

রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ধর, অভিরাজ দাশগুপ্ত, অভিরূপ চৌধুরী, সুব্রত নন্দী, অরিত্র গোস্বামী, অরিত্রম মুখোপাধ্যায়, সুমন রায়, মৌমিতা বসু, যুক্তা রক্ষিত, হৈমন্তী গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকেই রয়েছেন এই ছবিতে(New Film Guts is Coming Soon) । পরিচালক কিংশুক দে বলেন, "এই ছবির গল্পের কেন্দ্রে রয়েছেন তিন আশাহত নারী চরিত্র । তারা জীবনের নানান ক্ষেত্রে অসফল হওয়ার পর সিদ্ধান্ত নেয় স্বেচ্ছামৃত্যুর । কিন্তু তারা মরতে পারে না ।"

new film Guts is coming soon
জোরকদমে শ্যুটিং চলছে বাংলা ছবি 'গাটস'-এর

ছবির গল্প নিয়ে বলতে গিয়ে কিংশুক আরও বলেন, "ঘটনাচক্রে তারা জড়িয়ে পরে এক মাফিয়া দলের সঙ্গে । এই মাফিয়া দলের প্রধান রফিক খান ধীরে ধীরে তাদের গডফাদার হয়ে ওঠে । খুন, কিডন্যাপ, মধুচক্র, নানান কাজের মধ্যে জড়িয়ে পড়ে তারা । তাদের ধাওয়া করতে থাকে ছ'জন এসটিএফ অফিসারের একটি দল। ছবিতে রয়েছে রুদ্ধশ্বাস, টানটান উত্তেজনাময় পরিস্থিতি। এই ছবি সকলের ভালো লাগবে বলে আশাবাদী আমরা সবাই ।"

জোরকদমে শুটিং চলছে বাংলা ছবি 'গাটস'-এর

আরও পড়ুন: গোয়ায় 53তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গার্গী অরিন্দমের 'মহানন্দা'

ছবিতে একজন পুলিশ কমিশনারের ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্তকে (Rajatava Dutta New Film)। ছবি নিয়ে আশাবাদী তিনিও ৷ চরচরিয়া, নারায়ণী, বাইপাসের বিভিন্ন অংশ জুড়ে চলছে শুটিং। যারা থ্রিলার ছবি পছন্দ করেন তাদের জন্য প্রচুর মশলা রয়েছে এই ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.