ETV Bharat / entertainment

KRK Arrest বিতর্কিত টুইটের জের, গ্রেফতার কমল আর খান - KRK Arrest

অভিনেতা এবং চলচ্চিত্র সমালোচক কমল রশিদ খানকে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করল পুলিশ (Kamal Rashid Khan arrested at Mumbai Airport )৷

KRK Arrested
বিতর্কিত টুইটের জের, গ্রেফতার কেআরকে
author img

By

Published : Aug 30, 2022, 10:09 AM IST

Updated : Aug 30, 2022, 10:29 AM IST

মুম্বই, 30 অগস্ট: অভিনেতা এবং চলচ্চিত্র সমালোচক কমল রশিদ খানকে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করল পুলিশ (Kamal Rashid Khan arrested at Mumbai Airport )৷ 2020 সালে করা তাঁর করা একটি বিতর্কিত টুইটের জেরেই মালাড পুলিশের নজরে পড়েছিলেন তিনি ৷ মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে ৷ বলিউড তথা সিনেমা নিয়ে একের পর এক বিষ উদগীরনই কাল হল কেআরকের জন্য (KRK Arrested by Malad Police )৷

পুলিশ সূত্রে খবর, কেআরকে মুম্বই বিমানবন্দরে পা দিতেই তাঁকে গ্রেফতার করা হয় (KRK Arrest )৷ 2020 সালে তাঁর একটি বিতর্কিত টুইটের জেরে অভিযোগ দায়ের করা হয়েছিল তাঁর বিরুদ্ধে ৷ আর সেই কারণেই আইনি জালে ফাঁসলেন কমল ৷ পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বোরিভলি কোর্টে পেশ করা হবে তাঁকে ৷ কমল রশিদ খান নেটপাড়ায় লাইমলাইটে উঠে আসেন বলিউডের বিরুদ্ধে তাঁর ঝাঁঝালো আক্রমণের জেরেই ৷ এবার সেইসমস্ত মন্তব্যই বিপদে ফেলল তাঁকে (KRK Controversial Tweets)৷

  • Maharashtra | Kamal Rashid Khan arrested by Malad Police over his controversial tweet in 2020. He was arrested after he landed at Mumbai Airport. He will be presented before Borivali Court today: Mumbai Police

    (Pic - Khan's Twitter account) pic.twitter.com/7gjG3sZ43G

    — ANI (@ANI) August 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নগ্ন ছবি সংক্রান্ত মামলায় রণবীরের বয়ান রেকর্ড করল পুলিশ

কেআরকে চিত্র সমালোচক তো বটেই, অভিনেতা হিসাবেও তিনি বেশ কয়েকটি হিন্দি এবং ভোজপুরি ছবিতে কাজ করেছেন ৷ 2006 সালে 'মুন্না পাণ্ডে বেরোজগার', পরবর্তীতে 'দেশদ্রোহী' এবং 'এক ভিলেন' ছবিতেও কাজ করেছিলেন অভিনেতা ৷ প্রসঙ্গত, বেশ হাসির খোরাক হয়েছিল তাঁর তথাকথিত 'দেশদ্রোহী' ছবিটিও ৷ মাত্র দু'দিন আগেই বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে নিয়েও একটি বিতর্কিত টুইট করেন তিনি ৷ সেখানে কোহলির ডিপ্রেশনের জন্য় অনুষ্কাকে দায়ী করেন তিনি ৷

মুম্বই, 30 অগস্ট: অভিনেতা এবং চলচ্চিত্র সমালোচক কমল রশিদ খানকে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করল পুলিশ (Kamal Rashid Khan arrested at Mumbai Airport )৷ 2020 সালে করা তাঁর করা একটি বিতর্কিত টুইটের জেরেই মালাড পুলিশের নজরে পড়েছিলেন তিনি ৷ মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে ৷ বলিউড তথা সিনেমা নিয়ে একের পর এক বিষ উদগীরনই কাল হল কেআরকের জন্য (KRK Arrested by Malad Police )৷

পুলিশ সূত্রে খবর, কেআরকে মুম্বই বিমানবন্দরে পা দিতেই তাঁকে গ্রেফতার করা হয় (KRK Arrest )৷ 2020 সালে তাঁর একটি বিতর্কিত টুইটের জেরে অভিযোগ দায়ের করা হয়েছিল তাঁর বিরুদ্ধে ৷ আর সেই কারণেই আইনি জালে ফাঁসলেন কমল ৷ পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বোরিভলি কোর্টে পেশ করা হবে তাঁকে ৷ কমল রশিদ খান নেটপাড়ায় লাইমলাইটে উঠে আসেন বলিউডের বিরুদ্ধে তাঁর ঝাঁঝালো আক্রমণের জেরেই ৷ এবার সেইসমস্ত মন্তব্যই বিপদে ফেলল তাঁকে (KRK Controversial Tweets)৷

  • Maharashtra | Kamal Rashid Khan arrested by Malad Police over his controversial tweet in 2020. He was arrested after he landed at Mumbai Airport. He will be presented before Borivali Court today: Mumbai Police

    (Pic - Khan's Twitter account) pic.twitter.com/7gjG3sZ43G

    — ANI (@ANI) August 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নগ্ন ছবি সংক্রান্ত মামলায় রণবীরের বয়ান রেকর্ড করল পুলিশ

কেআরকে চিত্র সমালোচক তো বটেই, অভিনেতা হিসাবেও তিনি বেশ কয়েকটি হিন্দি এবং ভোজপুরি ছবিতে কাজ করেছেন ৷ 2006 সালে 'মুন্না পাণ্ডে বেরোজগার', পরবর্তীতে 'দেশদ্রোহী' এবং 'এক ভিলেন' ছবিতেও কাজ করেছিলেন অভিনেতা ৷ প্রসঙ্গত, বেশ হাসির খোরাক হয়েছিল তাঁর তথাকথিত 'দেশদ্রোহী' ছবিটিও ৷ মাত্র দু'দিন আগেই বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে নিয়েও একটি বিতর্কিত টুইট করেন তিনি ৷ সেখানে কোহলির ডিপ্রেশনের জন্য় অনুষ্কাকে দায়ী করেন তিনি ৷

Last Updated : Aug 30, 2022, 10:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.